শুভব্রত মুখার্জি: বেলগ্রেড থেকে রবিবারেই ভারতীয় সমর্থকদের জন্য এল সুখবর। ২০২২ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতলেন বজরং পুনিয়া। উল্লেখ্য অলিম্পিকে ও ভারতের হয়ে এর আগে ব্রোঞ্জ পদক জিতেছিলেন তিনি। এদিন হাড্ডাহাড্ডি লড়াই করে ব্রোঞ্জ পদক জিততে হল বজরং পুনিয়াকে। তাঁকে কঠিন লড়াইয়ের মধ্যে ফেলে দিয়েছিলেন পোর্তো রিকোর প্রতিদ্বন্দী। সেবাস্তিয়ান রিভেরাকে ১১-৯ ফলে হারিয়ে ব্রোঞ্জ জয় নিশ্চিত করেন বজরং পুনিয়া।
৬৫ কেজি বিভাগে এদিন ব্রোঞ্জ পদক জিতলেন বজরং পুনিয়া। এটি বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে বজরং পুনিয়ার সবমিলিয়ে চতুর্থ পদক। উল্লেখ্য বজরং পুনিয়া নিজের প্রি কোয়ার্টার ফাইনাল লড়াইতে গুরুতর চোট পেয়েছিলেন। তাঁর মাথায় চোট পেয়েছিলেন তিনি। কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছিলেন আমেরিকার জন ডিয়াকোমিহালিসের কাছে।
আরও পড়ুন… বোনের মৃত্যুর পর জীবনের দর্শনটাই বদলে গিয়েছে- আবেগপ্রবণ পাকিস্তানের শান মাসুদ
রবিবার অবশ্য দুর্দান্ত কামব্যাক করেন বজরং পুনিয়া। একটা সময় ম্যাচে ০-৬ ফলে পিছিয়ে ছিলেন তিনি। যখন মনে হচ্ছিল ম্যাচ হয়তো টেকনিক্যাল সুপিরিয়রিটিতে হেরে যেতে পারেন তিনি। ঠিক তখনই ম্যাচের রঙ বদলে দেন তিনি। ১১-৯ ফলে জিতে ব্রোঞ্জ পদক জয় নিশ্চিত করেন। প্রসঙ্গত এটি তাঁর কেরিয়ারে তৃতীয় ব্রোঞ্জ পদক। এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে একটি রুপোর পদক। এদিন ম্যাচে মাত্র ৩৫ সেকেন্ডেই ০-৬ ফলে পিছিয়ে পড়েছিলেন বজরং পুনিয়া।
আরও পড়ুন… টটেনহ্যামের সন গড়লেন ইতিহাস, শীর্ষে উঠল আর্সেনাল, স্থগিত হল চেলসি-লিভারপুল খেলা
বজরং পুনিয়া এরপর একটি থ্রো এবং একটি টেকডাউন মুভের মধ্যে দিয়ে ৬-৬ করেন। এরপর ফের এগিয়ে যান রিভেরা। প্রথম পিরিয়ড শেষে রিভেরা এগিয়ে ছিলেন ৯-৬ পয়েন্টে। তবে মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থাতেও লড়াই ছাড়েননি বজরং পুনিয়া। শেষ পর্যন্ত ১১-৯ ফলে পদক নিশ্চিত করলেন বজরং। ভিনেশ ফোগাটের ব্রোঞ্জ পদক জয়ের পরে এটি ভারতের দ্বিতীয় পদক জয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।