বাংলা নিউজ > ময়দান > কুস্তির আখড়ায় খুনের ঘটনায় নতুন মোড়, সন্দেহভাজনের তালিকায় থাকা জোড়া অলিম্পিক পদক জয়ী সুশীল কুমারকে খুঁজছে পুলিশ

কুস্তির আখড়ায় খুনের ঘটনায় নতুন মোড়, সন্দেহভাজনের তালিকায় থাকা জোড়া অলিম্পিক পদক জয়ী সুশীল কুমারকে খুঁজছে পুলিশ

খুনের মামলায় সুশীল কুমারকে খুঁজছে পুলিশ। ছবি- সোশ্যাল মিডিয়া।

মৃত সাগর কুমার একজন প্রাক্তন জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন।

জোড়া অলিম্পিক পদক জয়ী কুস্তিগীর সুশীল কুমারের আখড়ায় খুনের ঘটনায় নতুন মোড়। সন্দেহভাজনের তালিকায় নাম জড়িয়ে গেল সুশীলেরও। উল্লেখযোগ্য বিষয় হল, ঘটনার পর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছে না সুশীলের। তদন্তের জন্য তাঁকে খুঁজছে পুলিশ। খুনের অভিযোগ ছাড়াও অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। সুশীল-সহ সন্দেহভাজনদের খোঁজে দিল্লি পুলিশ বিশেষ দল গঠন করেছে।

পুলিশ রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার রাতে ছত্রসাল স্টেডিয়ামে কুস্তিগীরদের দু'টি দলের মধ্যে দ্বন্দ্ব বাঁধে, যাতে মৃত্যু হয় ২৩ বছরের প্রাক্তন জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন সাগরের। আহত হন আরও দু'জন, যাঁদের নাম অমিত কুমার (২৭) ও সোনু (৩৫)।

ঘটনায় নাম জড়িয়েছে সুশীল কুমার, অজয়, প্রিন্স ও আরও কয়েকজনের। মৃত সাগর দিল্লি পুলিশের একজন হেড কনস্টেবলের ছেলে। প্রাথমিকভাবে পার্কিং নিয়ে বচসা থেকেই ঝামেলার সূত্রপাত বলে শোনা গিয়েছিল। তবে তদন্তে উঠে আসছে অন্য তথ্য। সম্পত্তি সংক্রান্ত বিষয় এর সঙ্গে জড়িয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। এমনকি শুধু হাতাহাতিই নয়, বরং গুলিও চালানো হয়েছিল বলে দাবি করা হয়।

সবথেকে চাঞ্চল্যকর বিষয় হল, সুশীল প্রাথমিকভাবে নিহত সাগর ও আহতদের তাঁদের আখড়ার কেউ নন বলে দবি করেছিলেন। তাঁদের বহিরাগত বলে উল্লেখ করেছিলেন। তবে পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছেন যে, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সুশীল। ঝামেলায় তাঁর ভূমিকা কী সেটা জানতেই পুলিশ খোঁজে নামেন সুশীলের। তবে তিনি বেপাত্তা হয়ে যান। সুশীল-সহ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

ঘটনাস্থল থেকে একটি স্করপিও-সহ মোট ৫টি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। একটি গাড়ি থেকে ডাবল ব্যারেল বন্দুকও পাওয়া গিয়েছে, যেটিতে গুলি ভরা ছিল। বেশ কয়েকটি তাজা কার্তুজ পাওয়া গিয়েছে। দু'টি লাঠিও মিলেছে ঘটনাস্থল থেকে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই ‘‌আমার বাংলায় একসঙ্গে সবাই যেন ভাল থাকতে পারি’‌, ব্যান্ডেজ নিয়ে ইফতারে মমতা নতুন প্রজন্মের অভিনেতাদের কটাক্ষ রচনার, স্ট্রাগলের কথা মনে করে বললেন কী? হুগলির দইয়ের পর ঘুগনিতে মজলেন রচনা! উঠল 'মন থেকে' রাজনীতি করা নিয়ে কথা উপোস করা, আস্তে ঘণ্টা বাজানো: বিশ্বের কোন প্রান্তে কীভাবে গুড ফ্রাইডে পালিত হয় আগামিকাল কেমন কাটবে আপনার? কারা পাবেন ভালো খবর? কী বলছে ২৯ মার্চের রাশিফল রাজ্যে BJP ৩৬টা আসন পেলে ৬ মাসে রাজ্য সরকারকে বঙ্গোপসাগরে বিসর্জন দেব: শুভেন্দু ‘অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে, থাকবে’, বেজিংকে ধারালো জবাব দিল্লির BJP নয়, CPMই আসলে সাম্প্রদায়িক, কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু IPL-এ এখনই পাওয়া যাবে না সূর্যকে- হার্দিকের চিন্তা বাড়িয়ে সামনে এল বড় আপডেট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.