বাংলা নিউজ > ময়দান > অলিম্পিক্স > Paris Olympics- অভিনব বিন্দ্রাকে বিরল সম্মান আইওসির! ‘অলিম্পিক অর্ডার’ পেলেন সোনাজয়ী শ্যুটার!

Paris Olympics- অভিনব বিন্দ্রাকে বিরল সম্মান আইওসির! ‘অলিম্পিক অর্ডার’ পেলেন সোনাজয়ী শ্যুটার!

আইওসি সভাপতি থমাশ বাখের সঙ্গে অভিনব বিন্দ্রা। ছবি- রয়টার্স (REUTERS)

১৯৭৫ সালে অলিম্পিক অর্ডার সম্মান চালু হয়। ক্রীড়াক্ষেত্রে বিপুল অবদানের জন্য ক্রীড়াবিদদের তা প্রদান করা হয়ে থাকে। থমাশ বাখ এই সম্মান প্রদান করেন অভিনব বিন্দ্রাকে। আগেই ভারত সরকারের তরফে পদ্মভূষণ পেয়েছিলেন অভিনব। বিন্দ্রা জানান, যখন তিনি ছোট ছিলেন, অলিম্পিক্সের রিংগুলোই তাঁর জীবনকে বদলে দিয়েছিল। 

বিরল সম্মানে সম্মানিত করা হল ভারতের প্রাক্তন শ্যুটার অভিনব বিন্দ্রাকে। অলিম্পিক্স কমিটির তরফ থেকে সম্মানিত করা হয় তাঁকে। ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে প্রথম ভারতীয় হিসেবে সোনার পদক জেতেন অভিনব বিন্দ্রা। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে এসেছিল পদক। সেই শুরু, এরপর দ্বিতীয় ভারতীয় হিসেবে গতবার সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। পরিসংখ্যান বলছে শ্যুটিংয়ে ভারতের বেশ কয়েকজন ক্রীড়াবিদ পদক জিতলেও বিন্দ্রাই প্রথম সোনা জিতেছিলেন। 

তার আগের বার অর্থাৎ ২০০৪ এথেন্স অলিম্পিক্সে রাজ্যবর্ধন সিং রাঠোর জিতেছিলেন রুপো। তবে সোনার স্বাদ প্রথম এনে দেন অভিনব। সেই জয়ের গুরুত্ব আরও বেশি ছিল, কারণ অতীতে হকিতে বারবার সোনা জেতা ভারত দীর্ঘ কয়েক দশক ধরেই অলিম্পিক্সে সোনা জিততে পারেনি। ফলে বিন্দ্রার হাত ধরেই দ্য গ্রেটেস্ট শো অন আর্থে ফের স্বপ্ন দেখা শুরু করে ভারতবাসী।

আরও পড়ুন-ক্যাসের রায়ের জের! পদক ফেরাতে হবে মার্কিন জিমনাস্টকে! ব্রোঞ্জ পাচ্ছেন অ্যানা…

সেই অভিনব বিন্দ্রা এবারও গেছিলেন প্যারিসে, সব সময়ই পাশে ছিলেন ভারতীয় দলের, প্রতিনিয়ত উদ্বুদ্ধে করে গেছেন খেলোয়াড়দের। মনু ভাকেরের ব্রোঞ্জ পদক হোক বা ভিনেশ ফোগটের দুর্ভাগ্যজনকভাবে পদক হাতছাড়া হওয়া, সবেতেই ক্রীড়াবিদদের পাশে থেকেছেন ৪১ বছর বয়সী এই প্রাক্তন শ্যুটার। এবার তাঁকেই অলিম্পিক অর্ডার সম্মানে সম্মানিত করল আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থা। ভারতীয়দের মধ্যে এই সম্মান পাওয়া বিরল বলা চলে। 

আরও পড়ুন-সুযোগ পেলে নিশ্চয়ই সেরাটা দেব! ভারতীয় দলে অনিয়মিত হওয়া নিয়ে মুখ খুললেন সঞ্জু স্যামসন…

১৯৭৫ সালে এই অলিম্পিক অর্ডার সম্মান চালু হয়। ক্রীড়াক্ষেত্রে বিপুল অবদানের জন্য ক্রীড়াবিদদের এই সম্মান প্রদান করা হয়ে থাকে। থমাশ বাখ এই সম্মান প্রদান করেন অভিনব বিন্দ্রাকে। আগেই ভারত সরকারের তরফে পদ্মভূষণ পেয়েছিলেন অভিনব। এহেন সম্মানে ভূষিত হয়ে আপ্লুত বিন্দ্রা জানান, ‘যখন আমি ছোট ছিলাম অলিম্পিক্সের রিংগুলোই আমার জীবনকে বদলে দিয়েছিল। দুদশক ধরে আমি যে অলিম্পিক্সে আমার স্বপ্নের সঙ্গে জুড়ে থাকতে পেরেছি, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। খেলা ছাড়ার পর আমি সব সময় চেয়েছি খেলার সঙ্গে জড়িয়ে থাকবে এবং অবদান রাখতে অলিম্পিক্সে ’।

আরও পড়ুন-অতি লোভে তাঁতি নষ্ট! সোনা জয়ের সুযোগ হাতছাড়া মার্কিন হাই-জাম্পারের! ডোবালেন দেশকেও…

নিজের বর্ণময় কেরিয়ারে অভিনব বিন্দ্রা জিতেছেন ১৫০র বেশি পদক। তবে দেরাদুনের এই ছেলে ভারতীয় ক্রীড়াক্ষেত্রে সর্বকালের অন্যতম সেরা নায়ক হয়ে থাকবেন বেজিং অলিম্পিক্সে সোনা জয়ের জন্য। 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সত্যি কি ট্রাম্প-মোদী সাক্ষাৎ হবে আগামী সপ্তাহে? অবশেষে মুখ খুলল বিদেশ মন্ত্রক ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে চমক দিয়ে বিরল বিশ্বরেকর্ড ল্যাবুশানের, এই নজির আর কারও নেই কারা সম্পর্কের মধ্যে নতুনত্ব আনতে পারেন? দেখুন কী বলছে আজকের প্রেম রাশিফল মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২০ সেপ্টেম্বরের রাশিফল পুজোর আগে লক্ষ্মীলাভ, গার্ডেনরিচের হাতে বিশাল বরাত, তৈরি হবে ৮টি বাণিজ্যিক জাহাজ কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২০ সেপ্টেম্বরের রাশিফল মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২০ সেপ্টেম্বরের রাশিফল ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২০ সেপ্টেম্বরের রাশিফল বৃশ্চিক রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২০ সেপ্টেম্বরের রাশিফল তুলা রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২০ সেপ্টেম্বরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.