শুভব্রত মুখার্জি:- সবেমাত্র শেষ হয়েছে প্যারিস প্যারালিম্পিকস গেমসের আসর। নিজেদের ইতিহাসে দুর্দান্ত পারফরম্যান্স করেছে ভারতীয় দল। টোকিও প্যারালিম্পিকসের রেকর্ড ভেঙে পদক জয়ের নিরীখে সর্বকালের সেরা প্যারালিম্পিকস গেমস ভারতকে উপহার দিয়েছেন অ্যাথলিটরা। এবারে ভারতের হয়ে পদকজয়ীদের তালিকায় অন্যতম নাম হোকাতো সেমা। ভারতের হয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন তিনি। তাঁর জীবনের লড়াই আপনার চোখেও জল আনতে বাধ্য। ২০০২ সালে এক ল্যান্ডমাইন বিস্ফোরণে উড়ে গিয়েছিল তাঁর পা।তারপর শুরু হয় এক অবিশ্বাস্য লড়াই। সেই সময়ে কার্যত নবজাতকের মত নতুনভাবে হাঁটাও শিখতে হয়েছে তাঁকে। সেই অজানা কাহিনিই সামনে এনেছেন তিনি।
ভারতীয় আর্মিতে কর্তব্যরত ছিলেন তিনি। জম্মু কাশ্মীরের চৌকিবালে একটি অ্যান্টি টেরোরিস্ট অর্থাৎ জঙ্গিবিরোধী অপারেশন চলছিল। সেখানেই ঘটে এই দুর্ভাগ্যজনক ল্যান্ডমাইন বিস্ফোরণ। সেই বিস্ফোরণে তাঁর বাঁ-পা'টি বাজেভাবে জখম হয়। ফলে অপারেশন করে বাদ দিতে হয় ওই পা'টি। এই চোটের পরে শুরুর দিকে যেভাবে তাঁকে সমস্যায় পড়তে হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন হোকাতো সেমা। পাশাপাশি যে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে তাঁকে যেতে হয়েছে সেই বিষয়টিও ব্যাখ্যা করেছেন তিনি। মঙ্গলবার প্যারিস থেকে দেশে ফিরেছেন প্যারালিম্পিয়ানরা। রাজধানীর নয়া দিল্লিতে তাদেরকে বীরের সম্বর্ধনা দেওয়া হয়েছে। ওই মঞ্চ থেকেই তাঁর জীবনের লড়াইয়ের অজানা একটি দিক সবার সামনে তুলে ধরেছেন তিনি।
আরও পড়ুন… আই লিগকে ঢেলে সাজাতে AIFF-এর বড় উদ্যোগ! টাস্ক ফোর্সের রিপোর্ট দেখে নেওয়া হবে সিদ্ধান্ত
হোকাতো সেমা জানিয়েছেন, ‘আমি মানসিকভাবে খুব ভেঙে পড়ি (দুর্ঘটনার পরে)। ভিতরে ভিতরে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। গভীর ডিপ্রেশনে চলে যাই আমি। আমার পা কেটে বাদ দিতে হয়। কীভাবে আমি ফের হাঁটতে পারব সেটাই বুঝে উঠতে পারছিলাম না। আজ আমি যে অবস্থায় রয়েছি কোনও দিন এই জায়গায় পৌঁছাতে পারব কিনা সেটা ভাবিনি। আমি নিজেকে প্রশ্ন করতাম আমি হাঁটব কীভাবে? কারণ আমার তো একটা পা নেই।’
আরও পড়ুন… আমি ওর খুব বড় ভক্ত- বিরাট কোহলি, স্টিভ স্মিথ বা জো রুটের মধ্যে কাকে সেরা বললেন কেন উইলিয়ামসন?
এরপরে তিনি আরও বলেন, ‘এরপর আমি ভারতীয় আর্মির আর্টিফিশিয়াল লিম্ব সেন্টার পুনেতে যাই। সেখানে আমাকে একটি কৃত্রিম পা দেওয়া হয়। আমি ওইদিনের আগে কোনও দিন কৃত্রিম পা দেখিনি। আমার মনে এরপর আশা জাগে নিজেকে নিয়ে। আমি ফের প্রথম থেকে নবজাতকের মতন হাঁটা শিখেছি। আর সেই কারণেই আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে রয়েছি।’ ২০১৬ সাল থেকে প্যারা শট পাটার হিসেবে যাত্রা শুরু হয় হোকাতোর। শেষ প্যারিস প্যারালিম্পিকসে এফ ৫৭ বিভাগে ১৪.৬৫ মিটার থ্রো করে তিনি ভারতের হয়ে ব্রোঞ্জ পদক জয়ের নজির স্থাপন করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।