দেশের হয়ে ক্রিকেট বিশ্বকাপ খেলেছেন। হকি বিশ্বকাপের ফাইনাল খেলার কৃতিত্ব অর্জন করেছেন। এবার অলিম্পিক্সের মঞ্চে হকি স্টিক হাতে দাপিয়ে বেড়ালেন এলেনা টাইস। দু'টি আলাদা খেলার সর্বোচ্চ মঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার এমনই বিরল নজির গড়লেন আয়ারল্যান্ডের ২৩ বছর বয়সী মহিলা ক্রীড়াবিদ।
মাত্র ১৩ বছর বয়সে আয়ারল্যান্ডের জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেন এলেনা টাইস। টিনএজারের তমকা ঘোচার অনেক আগেই ২০১৪ মহিলা টি-২০ বিশ্বকাপে মাঠে নামেন আয়ারল্যান্ডের লেগ-স্পিনার। তবে ২০১৫ সালের পর থেকে আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি তিনি।
(টোকিও অলিম্পিক্স ২০২০-র যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়)
দেশের হয়ে ১৫টি ওয়ান ডে ও ২৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন এলেনা। দুই ফর্ম্যাট মিলিয়ে মোট ২৪টি আন্তর্জাতিক উইকেট নিয়েছেন তিনি।
পরে ক্রিকেট থেকে হকিতে মুখ ফেরান টাইস। ২০১৮ হকি বিশ্বকাপে আয়ারল্যান্ডের হয়ে মাঠে নামেন তিনি। আয়ারল্যান্ড সেবার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে পরাজিত হয়।
এবার টোকিও অলিম্পিক্সের মহিলা হকিতে আয়ারল্যান্ডের হয়ে মাঠে নামেন টাইস। সেদিক থেকে দু'টি সম্পূর্ণ ভিন্ন খেলার সর্বোচ্চ মঞ্চে জাতীয় দলের জার্সি গায়ে চাপান আইরিশ তারকা।
উল্লেখ্য, এবার অলিম্পিক্সে ক্রিকেট থেকে অন্য খেলায় মুখ ফেরানো তারকা এলেনা একা নন। মেয়েদের টেনিসের শীর্ষবাছাই অ্যাশলে বার্টিও একদা অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০ লিগ বিগ ব্যাশে অংশ নিয়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।