টোকিও অলিম্পিক্সে ভারতকে পদকের স্বপ্ন দেখাচ্ছেন ভারতের ২৩ বছর বয়সী মহিলা গল্ফার অদিতি অশোক। বুধবার টোকিও অলিম্পিক্সের শুরুটা ভালই করলেন অদিতি অশোক। মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে দুর্দান্ত শুরু করলেন ভারতীয় গল্ফার অদিতি অশোক। প্রথম রাউন্ডের পরে তিনি দ্বিতীয় স্থান দখন করছেন। মার্কিন নেলি কর্ডার সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় স্থান দখল করেছেন অদিতি। এক নম্বরে রয়েছেন সুইজারল্যান্ডের প্রতিযোগী স্যাগস্ট্রোম মাদেলেনে। বাকি আছে আরও তিনটি রাউন্ড।
সব থেকে তরুণ গল্ফার হিসাবে ২০১৬ রিও অলিম্পিক্সে নেমেছিলেন ভারতের অদিতি অশোক। সেই সময় খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিলেন তিনি। অদিতি অশোক সবচেয়ে কম বয়সী এবং প্রথম ভারতীয় হিসেবে লাল্লা আইচা ট্যুর স্কুল প্রতিযোগিতায় জয়লাভ করেছিলেন।
এর মাধ্যমে ২০১৬ মরশুমে লেডিস ইউরোপীয় ট্যুর কার্ডটি সুরক্ষিত করেছিলেন।এই জয়ের ফলে তিনি আন্তর্জাতিক ভ্রমণে যোগ্যতা নির্ণায়ক স্কুলের সবচেয়ে কম বয়সী বিজয়ী হয়েছিলেন। অদিতি প্রথম এবং একমাত্র ভারতীয় গল্ফ খেলোয়াড় হিসেবে ২০১৩ সালের এশিয়ান যুব গেমস, ২০১৪ সালের যুব অলিম্পিক্স গেমসে অংশ নিয়েছিলেন। ২০১৪ সালের এশিয়ান গেমস এবং ২০১৬ সালের রিও অলিম্পিক্সেও অংশ নিয়েছিলেন অদিতি। এবার টোকিও অলিম্পিক্সেও নিজেকে মেলে ধরতে চাইছেন তিনি।
প্রথম রাউন্ডে ভাল ফল করার পরে অদিতি জানিয়েছেন, ‘অনেক মানুষ গল্ফ কী তা এখন জানার চেষ্টা করছেন, যাতে তারা বুঝতে পারে যে আমি কীভাবে খেলছি এবং যদি আমার পদক জেতার সুযোগ থাকে।’ বুধবারের পারফরমেন্সের পরে ভারতীয় ক্রীড়ামহলে প্রত্যাশার পারদটা বেড়ে গেছে, অদিতির থেকে পদকের আশা করছে ভারতীয় ক্রীড়ামহল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।