প্যারিস অলিম্পিক্স যেন একেবারে অন্য ছন্দে রয়েছেন সিমোনে বাইলস। গত টোকিয়ো অলিম্পিক্সে মানসিক স্বাস্থ্যের কারণে একাধিক ইভেন্ট থেকে নাম প্রত্যাহার করেছিলেন তিনি। সেই হতাশাকে কাটিয়ে উঠে প্যারিসে দুরন্ত কামব্যাক করেছেন সিমোনে বাইলস। আগেই প্যারিসে দলগত ইভেন্টে আমেরিকা যুক্তরাষ্ট্র দলের হয়ে জিমন্যাস্টিক্সে সোনা জিতেছিলেন সিমোনে বাইলস। দলগত ইভেন্টে সোনা জয়ের মধ্যে দিয়ে নিজের প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখলেন তিনি।
বৃহস্পতিবার মেয়েদের অল অ্যারাউন্ডের ফাইনালেও সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের এই তারকা। এই পদক জয়ের সঙ্গে সঙ্গে তাঁর গলায় দেখা গিয়েছে ৫৪৬টি হিরে দিয়ে তৈরি লকেট। সেই লকেটটি দেখতে ছাগলের মতো। এখন প্রশ্ন হল কেন এই লকেট পরলেন সিমোনে বাইলস? তিনি বুঝিয়ে দিলেন তিনিই জিওএটি, গোট— অর্থাৎ সর্বকালের সেরা।
আরও পড়ুন… ১২ বছর পরে পাশাপাশি দুই তারকা! T20 WC 2007 ফাইনালের নায়ক যোগিন্দর শর্মার সঙ্গে ধোনির সাক্ষাত
মেয়েদের অল অ্যারাউন্ডের ফাইনালে সোনা জয়ের পর নিজেই পরে নিলেন একটি নেকলেস। তাতে রয়েছে ছাগলের রূপাকৃতী লকেট। আসলে এখানে ছাগল অর্থাৎ গোটকে বোঝাতেই তিনি এমনটা করেছেন। গোট অর্থাৎ সর্বকালের সেরা, সিমোনে বাইলস এই লকেটকে সামনে এনে বোঝাতে চেয়েছেন তিনি হলেন সর্বকালের সেরা। সোনা জিতে বাইলস বলেন, ‘আমি ঠিক করে রেখেছিলাম, সব কিছু ভালো হলে আমি এই গোট নেকলেস পরব। জানি এটা নিয়ে চর্চা হবে। কিন্তু এটা চর্চা হওয়ার মতোই। বিশ্বের সেরা অ্যাথলিট বলা হচ্ছে আমাকে। কিন্তু আমি নিজেকে টেক্সাসের সেই বাইলস মনে করি, যে ফ্লিপ করতে ভালবাসে।’
ঘটনাচক্রে এটি বাইলসের অলিম্পিক গেমসের কেরিয়ারে ষষ্ঠ সোনার পদক। চলতি প্যারিস অলিম্পিক্সের আসরে যুক্তরাষ্ট্রের সপ্তম স্বর্ণ পদক। সব মিলিয়ে ৩৪তম। এদিন দুরন্ত পারফরম্যান্স করে সোনা জয় নিশ্চিত করেছেন সিমোনে বাইলস। ফাইনালে ৫৯.১৩১ স্কোর করেছিলেন তিনি। প্যারিসে চলতি অলিম্পিক গেমসের আসরে এটি বাইলসের দ্বিতীয় সোনা। বাইলসের কেরিয়ারের ষষ্ঠ অলিম্পিক সোনা এটি। এছাড়াও তিনি সব মিলিয়ে ৯টি পদক জিতেছেন। এই বিভাগে রুপো জিতেছেন ব্রাজিলের রেবেকা আন্দ্রাদে। তিনি ৫৭.৯৩২ স্কোর করেছেন। ব্রোঞ্জ পেয়েছেন বাইলসের স্বদেশী তারকা সুনিসা লি।
আরও পড়ুন… ভিডিয়ো: সোনা জেতার পরেই অলিম্পিক্সের মঞ্চে বিয়ের প্রস্তাব পেলেন চিনা শাটলার হুয়াং ইয়াকিওং
আট বছর আগে রিয়ো অলিম্পিক্সে চারটি সোনা জিতেছিলেন বাইলস। সেই সময় তাঁর বয়স ছিল মাত্র ১৯ বছর। দলের সবচেয়ে কনিষ্ঠ প্রতিযোগী ছিলেন তিনি। টোকিয়োয় মানসিক সমস্যায় ভুগছিলেন সিমোনে বাইলস। তাতেও একটি রুপো এবং দু’টি ব্রোঞ্জ পেয়েছিলেন তিনি। এ বারের অলিম্পিক্সে দলগত বিভাগে সোনা জয়ের পর বৃহস্পতিবার ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন সিমোনে বাইলস। সোনা জিতলেও তিনি নিজের পারফরম্যান্স নিয়ে খুশি নন। বাইলস বলেন, ‘বারে আমি ভালো করতে পারিনি। ওই ভাবে সুইং করি না আমি। লি সুনিসা বা কায়লিয়া নেমর আমার থেকে অনেক ভালো করে বারে। সেখানে আমি সেরা নই। কিন্তু অন্য কোথাও আমি সেরা।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।