প্যারিস অলিম্পিক্সে পদক নিশ্চিত করলেন আলজেরিয়ার মহিলা বক্সার ইমানে খেলিফ। কয়েকদিন আগেই তাঁর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ করেছিলেন ইতালির বক্সার অ্যাঞ্জেলা ক্যারিনি। এরপর অবশ্য তিনি শাস্তি এড়াতে ক্ষমা চেয়ে নেওয়ার কথা বলেছিলেন। আলজেরিয়ার সেই বিতর্কিত বক্সারই এবার নিশ্চিত করে ফেললেন গেমসে পদক। ঐতিহাসিক পদক জয়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে রিংয়ের মধ্যেই কেঁদে ফেলেন এই বক্সার। হাঙ্গেরির লুকা আনা হামোরিকে নক আউট করে তিনি পদক জয় নিশ্চিত করে ফেলেন। চলতি অলিম্পিক্সের শুরু থেকেই তাঁকে নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। মহিলা বক্সারদের একাংশের দাবি ছিল, ইমানের শক্তি পুরুষের মতো, তাই তাঁর বিরুদ্ধে লড়া সম্ভব নয়।
ইতালির অ্যাঞ্জেলা ক্যারিনি আলজেরিয়ার এই বক্সারের বিপক্ষে খেলতে নেমে ম্যাচ শেষ না করেই মাত্র ৪৬ সেকন্ডের মধ্যেই রিং ছাড়েন। ম্যাচে জয়ী ঘোষণা করা হয় খেলিফকে। এরপরই তিনি দাবি করেছিলেন, খেলিফের একটা পাঞ্চ খেয়েই তিনি বুঝে গেছিলেন জীবনের ঝুঁকি নেওয়া উচিত নয়, তাই সরে দাঁড়ান। হাঙ্গেরির আনা হামোরিও একইভাবে দাঁড়াতেই পারলেন না আলজেরিয়ার বক্সারের বিপক্ষে।
প্যারিস অলিম্পিক্সে মহিলাদের ৬৬ কেজি বিভাগের বক্সিংয়ে হাঙ্গেরির আমোরিকে ৫-০ ফলে হারিয়ে দেন ইমানে খেলিফ। ফলে অন্তত ব্রোঞ্জ পদক যে তিনি পাবেনই, তা নিশ্চিত হয়ে গেছে। গতবছর বিশ্বচ্যাম্পিয়নশিপের সময় আইবিএ ইমানে খেলিফের অংশগ্রহণে রাশ টানে, পুরুষ বিভাগে না মহিলা বিভাগে তিনি লড়বেন, সেই নিয়ে টানাপোড়েনের জন্য। এরই মধ্যে খেলিফের সমর্থনে আসরে নামলেন আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার সভাপতি থমাশ বাখ।
আরও পড়ুন-অলিম্পিক্সের অষ্টম দিন ভালো গেল না ভারতের! হাতছাড়া হল একাধিক পদক জয়ের সুযোগ…
অলিম্পিক্সে মহিলাদের বিভাগে বক্সিংয়ে খেলিফের অংশগ্রহণ নিয়ে একাধিক মহল থেকে প্রশ্ন ওঠায় আইওসি সভাপতি থমাশ বাখ জানান, ‘একটা বিষয় আমাদের পরিষ্কার থাকা উচিত, আমরা মহিলা বক্সিং নিয়ে কথা বলছি। আমাদের অলিম্পিক্সে এবার দুজন বক্সার রয়েছে যারা মহিলা হিসেবে জন্মগ্রহণ করেছে। বড় হয়েছে মহিলার মতো, পাসপোর্টও রয়েছে মহিলা হিসেবেই। এত বছর বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছে সেই মতো, তাই তাঁদের অলিম্পিক্সে মহিলা বিভাগে অংশগ্রহণ করা নিয়ে কোনও প্রশ্নই নেই। এক্ষেত্রে কারোর যদি কোনও বৈজ্ঞানিক যুক্তি থাকে যে কেন ও মহিলা নয়, সেটা আমরা শুনতে রাজি আছি, কিন্তু সেটা না থাকলে কারোর অধিকারও নেই একজন মহিলার নারী সত্ত্বা নিয়ে প্রশ্ন তোলার ’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।