শুভব্রত মুখার্জি:- প্যারিস অলিম্পিক গেমস একেবারে শেষ লগ্নে এসে পৌঁছেছে।শুক্রবারের আগে পর্যন্ত ভারত মোট পাঁচটি পদক জিতেছিল।যার মধ্যে ছিল একটি রুপো এবং চারটি ব্রোঞ্জ পদক। পরবর্তীতে এই তালিকাতেই ষষ্ঠ পদকটি যুক্ত হল। ভারতের হয়ে কুস্তির ম্যাট থেকে ব্রোঞ্জ জিতলেন ভারতীয় কুস্তিগীর আমান শেরাওয়াত।আর সেই সঙ্গেই ভারতীয় অলিম্পিক গেমসের ইতিহাসে এক নয়া নজির স্পর্শ করল এই বিভাগটি অর্থাৎ কুস্তি। এর আগে পর্যন্ত পরপর পাঁচটি অলিম্পিক গেমসে একমাত্র হকি থেকেই ভারত পদক জিতেছিল। এবার সেই তালিকায় যুক্ত হল কুস্তি। ২০০৮ বেজিং অলিম্পিক গেমসে যে ধারার সূত্রপাত হয়েছিল তা বজায় থাকল ২০২৪ সালের প্যারিস গেমসেও।
আরও পড়ুন-‘তুমি সত্যি স্পেশাল! সর্বকালের সেরা ভারতীয় ক্রীড়াবিদ!’ নীরজকে নিয়ে বার্তা সিন্ধুর
২০০৮ সালে বেজিং অলিম্পিক গেমসে ব্রোঞ্জ পেয়েছিলেন সুশীল কুমার। ২০১২ সালে এই কুস্তির ম্যাট থেকে ভারত পায় দুটি পদক। ভারতকে রুপো এনে দেন সুশীল কুমার। আর ব্রোঞ্জ জেতেন যোগেশ্বর দত্ত।
২০১৬ সালে রিও অলিম্পিক গেমসে সাক্ষী মালিক ভারতের হয়ে কুস্তিতে জিতেছিলেন ব্রোঞ্জ। ২০২০ টোকিও অলিম্পিক গেমসেও ভারত কুস্তি থেকে জিতেছিল দুটি পদক।বজরং পুনিয়া জিতেছিলেন ব্রোঞ্জ পদক এবং রবি কুমার দাহিয়া জিতেছিলেন রুপোর পদক।
আরও পড়ুন-ইউরোর পর অলিম্পিক্সে সোনা জয় স্পেনের! ফ্রান্সকে ৫-৩ গোলে হারিয়ে ৩২ বছর পর সোনা জয়…
২০২৪ প্যারিস অলিম্পিক গেমসে এখন পর্যন্ত ভারতের হয়ে একটি মাত্র ব্রোঞ্জ পদক জিতেছেন আমান শেরাওয়াত। অন্যদিকে ভিনেশ ফোগাট মেয়েদের ৫০ কেজি ফ্রিস্টাইল বিভাগে ফাইনালে উঠলেও তাঁর শরীরের ওজন ১০০ গ্রাম বেশি থাকার কারণে তিনি আর ফাইনালে খেলার অনুমতি পাননি। তাঁর বিষয়ে ভারত অবশ্য ক্যাস অর্থাৎ কোর্ট ফর আর্বিট্রেশান অফ স্পোর্টসে আবেদন জানানো হয়েছে। বিষয়টির শুনানিও হয়ে গিয়েছে। তাদের তরফে এই অলিম্পিক গেমস শেষ হয়ে যাওয়ার আগেই সিদ্ধান্ত জানানো হবে বলে বলা হয়েছে। ফলে আশা রাখা যায় সেক্ষেত্রে ভিনেশ একটি রুপোর পদক পেতে পারেন। ফলে এই গেমসে কুস্তির ম্যাট থেকে সেক্ষেত্রে ভারত পাবে দুটি পদক।
আরও পড়ুন-ভারতীয় ক্রিকেট দলে সুখবর! চোট কাটিয়ে আগামী মাসেই বাংলাদেশ সিরিজে ফিরছেন শামি…
প্রসঙ্গত এদিন চ্যাম্প ডে মার্স এরিনাতে ব্রোঞ্জ পদকের লড়াইতে আমান শেরাওয়াত মুখোমুখি হয়েছিলেন ড্যারিয়ান ক্রুজের। যিনি আবার ২০২৩ সালের প্যান আমেরিকা গেমসের ব্রোঞ্জ পদকজয়ী। ম্যাচে ১৩-৫ পয়েন্টে জিতে শেষ হাসি হেসেছেন ভারতীয় কুস্তিগীর আমান শেরাওয়াত। ক্রুজ ম্যাচে প্রথম দিকে আমানের পা লক্ষ্য করে আক্রমণ গড়ে তুলেছিলেন। আমানকে একবার সীমারেখার বাইরে ঠেলে ফেলে দিয়ে তিনি প্রথম পয়েন্ট অর্জন করেন। আমান শেরাওয়াত এরপর পিছন দিক থেকে ট্যাকেল করে ২-১ পয়েন্টে এগিয়ে যান। দ্বিতীয় পিরিয়ডে যাওয়ার আগে আমান শেরাওয়াত ৪-৩ ফলে এগিয়ে ছিলেন। এরপর দ্বিতীয় পিরিয়ডে আমান দাঁড়াতেই দেননি ক্রুজকে। ১৩-৫ পয়েন্টে ম্যাচ জিতে যান তিনি। প্রসঙ্গত আমান শেরাওয়াত ২০২২ সালের এশিয়ান গেমসেও ব্রোঞ্জ পদক জিতেছিলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।