শুভব্রত মুখার্জি:- চলতি প্যারিস অলিম্পিক গেমসের সবথেকে বড় বিতর্কটি মাত্র কয়েকদিন আগেই ঘটে গিয়েছে বক্সিং রিঙে। যেখানে আলজেরিয়ার 'পুরুষালি' চেহারার বৈশিষ্ট্য সম্পন্ন এক বক্সারকে কিভাবে মহিলা বিভাগে খেলতে অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) তা নিয়েই বিতর্ক বাঁধে। প্রসঙ্গত ইতালির অ্যাঞ্জেলা ক্যারিনি এবং আলজেরিয়ার ইমানে খেলিফ মুখোমুখি হয়েছিল একে অপরের। এই ম্যাচ শুরু হতে না হতেই শেষ হয়ে যায়।মাত্র ৪৬ সেকেন্ডেই হাল ছেড়ে দেন ক্যারিনি। চোখের জলে ম্যাচ ছাড়তে দেখা যায় তাঁকে। এরপরেই বিস্ফোরক অভিযোগ কার্যত উঠতে থাকে। ক্যারিনি দাবি করেছিলেন বিপক্ষের থেকে এতো জোড়ে পাঞ্চ তিনি আগে কোনদিন রিসিভ করেননি! ইমানে খেলিফের 'পুরুষালি' বৈশিষ্ট্যর দিকে তাঁর স্পষ্ট ইঙ্গিত ছিল। ম্যাচ শেষে হাত পর্যন্ত মেলাননি ইমানের সঙ্গে। এবার সেই ইমানের কাছেই ক্ষমা চাওয়ার কথা বললেন ক্যারিনি!
ক্যারিনির মতে ম্যাচ শেষ হওয়ার পরবর্তী মুহূর্তগুলোতে তিনি যেভাবে রিঅ্যাক্ট করেছেন তা একটু মাত্রা ছাড়িয়েছে বলেই তাঁর উপলব্ধি। আর সেই কারণেই তিনি ইমানে খেলিফের কাছে ক্ষমা চাইতে চান বলে জানিয়েছেন। প্রসঙ্গত ২০২৩ সালে নিউ দিল্লিতে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ চলার সময়ে লিঙ্গ পরীক্ষায় ফেল করে দুজন অ্যাথলিট নিষিদ্ধ হয়েছিলেন আইবিএ অর্থাৎ আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের কাছে।তাদের মধ্যে অন্যতম ইমানে খেলিফ। যদিও আইওসি তাঁকে এই অলিম্পিক গেমসে মহিলা বিভাগে লড়াই করার ছাড়পত্র দিয়েছে। ফলে তাঁর অংশগ্রহণ নিয়ে নানা বিতর্ক হয়েছে আগে থেকেই। ক্যারিনির মন্তব্যের পর তাতে ঘৃতাহুতি হয়। আইওসির তরফে তাদের সিদ্ধান্তের সমর্থনে বিবৃতি জারি করা হয়।
আরও পড়ুন-শুধু টাকা নয়, লাল বলে খেলার আগ্রহই নেই কারোর! টেস্ট না খেলার কারণ জানালেন রাসেল…
এরপরেই ইতালির জনপ্রিয় সংবাদপত্র গ্যাজেট্টা ডেলো স্পোর্টসে একটি সাক্ষাৎকার দেন ক্যারিনি। তিনি বলেন ‘ এই সমস্ত বিতর্কে আমি খুব দুঃখিত। আমি আমার প্রতিপক্ষের (ইমানে খেলিফ) জন্য দুঃখিত। আইওসি যদি এটা বলে থাকে যে ও (মেয়েদের বিভাগেই) লড়াই করতে পারবে। তাহলে আমি সেই সিদ্ধান্তকে সমর্থন করি। তবে আমি কখনোই এটা (ম্যাচকে ছেড়ে দেওয়া) করতে চাইনি। তবে ওই সময়ে এটা বুদ্ধিমত্তার কাজ ছিল। আমি ওঁর (ইমানের) কাছে ক্ষমা চাইতে চাই। বাকি সবার আছে আমি ক্ষমা চাইতে চাই। আমি খুব রেগে গিয়েছিলাম কারণ আমার অলিম্পিকের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল। আমার যদি ইমানে খেলিফের সঙ্গে দেখা হয় এর পরবর্তীতে আমি ওঁকে জড়িয়ে ধরব।’
আরও পড়ুন-কংগ্রেস-আপ কেউ কথা রাখেনি! রাজ্য সরকার উদাসীন, অভিযোগ অলিম্পিক্সে চতুর্থ হওয়া অর্জুনের…
প্রসঙ্গত বৃহস্পতিবার নিজের ম্যাচের সময়ে প্রথম ৩০ সেকেন্ডের মাথায় ইমানের একটি জোরদার পাঞ্চ হজম করেন ক্যারিনি। কর্ণারে গিয়ে কোচের থেকে হেড গিয়ার ঠিক করে ফের ফিরে আসেন।এরপর ফের একটি পাঞ্চ হজম করার পরে ৪৬ সেকেন্ডের মাথাতে না লড়ার সিদ্ধান্ত নেন। তারপর তাঁর করা একটি মন্তব্যে বিতর্কে ঘৃতাহুতি হয়। তিনি বলেছিলেন নিজের জীবন বাঁচাতেই আমি ম্যাচ মাঝপথে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।এরপরেই গোটা বিশ্বজুড়ে আইওসি এবং ইমানেকে নিয়ে বিতর্ক চরমে ওঠে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।