বাংলা নিউজ > ময়দান > টোকিও অলিম্পিক্স > মেয়েদের ফ্রি-স্টাইল কুস্তির প্রথম বাউটে হার অংশুর, লড়বেন ব্রোঞ্জ পদকের জন্য

মেয়েদের ফ্রি-স্টাইল কুস্তির প্রথম বাউটে হার অংশুর, লড়বেন ব্রোঞ্জ পদকের জন্য

অংশু মালিক। ছবি- টুইটার।

বেলারুশের কুস্তিগীরের কাছে ২-৮ ব্যবধানে পরাজিত হন অংশু মালিক।

ছেলেদের বিভাগে রবি কুমার দাহিয়া ও দীপক পুনিয়া জয় দিয়ে যাত্রা শুরু করলেও মেয়েদের ফ্রি-স্টাইল কুস্তির প্রথম বাউটেই পরাজিত হলেন অংশু মালিক। ৫৭ কেজি বিভাগের প্রথম ম্যাচে ভারতীয় তারকা ২-৮ ব্যবধানে হার মানেন বেলারুশের ইরিনা কুরাচকিনার কাছে।

বাউটের প্রথম পিরিয়ডে ০-৪ ব্যবধানে পিছিয়ে পড়েন অংশু। বিশ্বচ্যাম্পিয়নশিপের জোড়া পদক জয়ী বেলারুশের কুস্তিগীর ১+১+২ পয়েন্ট সংগ্রহ করেন প্রথম রাউন্ডে। দ্বিতীয় পিরিয়ডে অংশু (১+১) ২ পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হলেও ইরিনা তুলে নেন (২+২) ৪ পয়েন্ট।

(টোকিও অলিম্পিক্স ২০২০-র যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়)

হারলেও অংশু পদকের দৌড় থেকে ছিটকে যাননি। কেননা, প্রথম বাউটে ভারতীয় তারকাকে হারানো ইরিনা কোয়ার্টার ফাইনাল বাউটে পরাজিত করেছেন রিও অলিম্পিক্সে রুপো জয়ী ভালেরিয়া কবলোভাকে। তিনি সেমিফাইনাল বাউটে হারিয়ে দেন বুলগেরিয়ার এভেলিনা নিকোলোভাকে। ইরিনা ফাইনালে ওঠায় রেপেচাজে অংশ নেওয়ার সুযোগ পেয়ে গেলেন অংশু। সুতরাং, মেয়েদের ৫৭ কেজি বিভাগে এখনও ব্রোঞ্জ জয়ের সুযোগ রয়েছে ভারতীয় তারকার সামনে।

উল্লেখ্য, ছেলেদের ৫৭ কেজি বিভাগে রবি কুমার এবং ৮৬ কেজি বিভাগে দীপক পুনিয়া সেমিফাইনালে উঠেছেন। সেমিফাইনাল বাউট জিতলেই পদক জয় নিশ্চিত করবেন দুই ভারতীয় তারকা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন