পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে প্যারিস অলিম্পিক্সে চতুর্থ হন ভারতের অর্জুন বাবুটা। নিজের সেরাটা দিলেও অল্পের জন্য পদক হাতছাড়া করেন এই ভারতীয় শ্যুটার। এরই মধ্যে ভারতের পদকজয়ী শ্যুটার সরবজ্যোৎ সিংয়ের সঙ্গেই দেশে পেরেন অর্জুন। আর দেশে ফিরেই নিজের রাজ্যের সরকারের বিরুদ্ধে বোমা ফাটালেন তিনি। হরিয়ানা থেকে যখন নীরজ চোপড়া, মনু ভাকের, সরবজ্যোৎ সিংরা একের পর এক পদক আনছেন, তখন পঞ্জাবের ক্রীড়াবিদরা পিছিয়ে পড়ছেন, আর এই নিয়েই সেরাজ্যের প্রাক্তন এবং বর্তমান সরকারকে একহাত নিয়েছেন অলিম্পিক্সে চতুর্থ হওয়া অর্জুন বাবুটা। তাঁর স্পষ্ট দাবি, সেরাজ্যের ক্রীড়াবিদরা সরকারের তরফ থেকে কোনওরকম সুযোগ সুবিধাই পান না।
আরও পড়ুন-ঐতিহাসিক সপ্তম দিনে নজর কাড়লেন লক্ষ্য,মনু, তীরে এসে তরী ডুবল বাংলার অঙ্কিতার
অর্জুন বাবুটার আশা কংগ্রেসের সরকারের মতো আম আদমি সরকার ক্রীড়াবিদদের সঙ্গে একইরকম ব্যবহার করবেন না। যোগ্যতা অনুযায়ী চাকরি পাওয়ার আশাও রাখছেন ভারতের এই শ্যুটার,যা তাঁর ভবিষ্যৎ সুনিশ্চিত করে খেলা চালিয়ে যেতে সাহায্য করবে। অর্জুন বাবুটার কথায়, ‘আমি এখনও পর্যন্ত পঞ্জাব সরকারের থেকে কোনও সাহায্য পাইনি। ২০২২ সালে আমি মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান এবং ক্রীড়ামন্ত্রী গুরমিত সিংয়ের সঙ্গে দেখা করেছিলাম। তাঁরা কথা দিয়েছিল সরকারি চাকরির ব্যবস্থা করে দেবে, আমি এই নিয়ে পরবর্তী সময় চিঠিও লিখেছিলাম, কিন্তু আমায় অপেক্ষা করতে বলা হয়। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়, আশা করছি ওরা কাজের ক্ষেত্রে নিশ্চয়তার বিষয়টি দেখবে, কারণ একজন ক্রীড়াবিদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। খেলায় আমার যোগ্যতা অনুযায়ী কোনও পর্যায়ের চাকরি আমি পেতে পারি। কংগ্রেস সরকারের সময়ও একই আবেদন করেছিলাম, কিন্তু কোনও লাভ হয়নি ’।
আরও পড়ুন-উন্মাদের মতো শট খেলতে গিয়ে আউট আর্শদীপ! রাগ-বিরক্তি চেপে রাখতে পারলেন না বিরাট-গৌতি!
সরাসরি কংগ্রেসের প্রাক্তন এবং বর্তমান সরকারের দিকেও তোপ দেগেছেন ২৫ বছর বয়সী এই শ্যুটার। তাঁর কথায়, ‘সরকার আসছে যাচ্ছে, কিন্তু আমাদের দাবি একই থেকে। কিন্তু আশা আসতে আসতে কমছে। বাকি সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা যেখানে শ্যুটারদের সঙ্গে দেখা করে তাঁদের উৎসাহিত করেছে, সেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বা ক্রীড়ামন্ত্রী কিছুই করেননি শ্যুটারদের উৎসাহিত করার জন্য। এমনকি আমাদের স্বাগত জানাতে বিমানবন্দরে পর্যন্ত আসেনি। তাই পঞ্জাবে যদি খেলাধূলার অধঃপতন হয় তাহলে তাঁর জন্য রাজ্যের মন্ত্রীদের বড় হাত রয়েছে ’।
আরও পড়ুন-অলিম্পিক্সে হতাশ করলেন তাজিন্দরপাল! যোগ্যতা মানের ধারে কাছে পৌঁছালেন না শট পাটে!
প্যারিস অলিম্পিক্সে অল্পের জন্য ব্রোঞ্জ পদক হাতছাড়া করার পর এবার ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সের দিকেই নজর দিতে চলেছেন অর্জুন বাবুটা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।