ইতিহাস গড়লেন আরশাদ নাদিম। পাকিস্তানের ইতিহাসে প্রথম অ্যাথলিট (ব্যক্তিগত ইভেন্টে) হিসেবে আরশাদ অলিম্পিক্সে সোনার পদক জিতলেন। এতদিন অলিম্পিক্সে পাকিস্তানের মাত্র দু'জন অ্যাথলিট ব্যক্তিগত ইভেন্টে পদক জিতেছিলেন। দু'জনেই ব্রোঞ্জ পেয়েছিলেন। অলিম্পিক্সে রেকর্ড থ্রোয়ের সুবাদে তাঁদের ছাপিয়ে গেলেন নাদিম। শুধু তাই নয়, অলিম্পিক্সের ইতিহাসে প্রথমবার ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে পদক জয়ের নজির গড়লেন কোনও পাকিস্তান। সেইসঙ্গে অলিম্পিক্সে পাকিস্তানের ৩২ বছরের পদক খরায় ইতি টানলেন। সেই ১৯৯২ সালের পরে সাতটি অলিম্পিক্সে কোনও পদক পায়নি পাকিস্তান। অবশেষে ২০২৪ সালে প্যারিসে ঐতিহাসিক সোনা এনে দিলেন নাদিম। যিনি বুধবার (স্থানীয় সময় অনুযায়ী) জ্যাভেলিন থ্রোয়ের ফাইনালে ভেঙে দেন অলিম্পিক্স রেকর্ড। ছোড়েন ৯২.৯৭ মিটার। আরও ৯১ মিটারের গণ্ডি পার করে দেন তিনি।
অলিম্পিক্সে পাকিস্তানের পদক তালিকা
পাকিস্তান যে অলিম্পিক্সে প্রথম খেলেছিল, সেটা হল ১৯৪৮ সালের লন্ডন অলিম্পিক্স। তবে প্রথম পদক এসেছিল ১৯৫৬ সালের মেলবোর্ন অলিম্পিক্সে। হকির হাত ধরেই অলিম্পিক্সে পাকিস্তানের পদক যাত্রা শুরু হয়েছিল। চার বছর পরে ব্যক্তিগত ইভেন্টে প্রথম পদক পেয়েছিল পাকিস্তান। ভারোত্তোলন থেকে ব্রোঞ্জ পেয়েছিল।
বুধবার (প্যারিসে সময় অনুযায়ী) নাদিমের সোনার পরে অলিম্পিক্সে পাকিস্তানের মোট পদক সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। সেই ১১টি পদকের মধ্যে আটটিই এনেছে পুরুষ হকি দল। একটি এনেছে ভারোত্তোলন। একটি এনেছে বক্সিং। আর আজ সোনা দিল জ্যাভেলিন। অলিম্পিক্সের ইতিহাসে পাকিস্তান কবে কোন পদক জিতেছে, সেটার পুরো তালিকা দেখে নিন -
১) পাকিস্তান হকি দল (পুরুষ): রুপো, ১৯৫৬ সালের মেলবোর্ন অলিম্পিক্স।
২) পাকিস্তান হকি দল: সোনা, ১৯৬০ সালের রোম অলিম্পিক্স।
৩) মহম্মদ বশির: ব্রোঞ্জ, পুরুষদের ৭৩ কেজি ভারোত্তোলন, ১৯৬০ সালের রোম অলিম্পিক্স।
৪) পাকিস্তান হকি দল (পুরুষ): রুপো, ১৯৬৪ সালের টোকিয়ো অলিম্পিক্স।
৫) পাকিস্তান হকি দল (পুরুষ): সোনা, ১৯৬৮ সালের মেক্সিকো সিটি অলিম্পিক্স।
৬) পাকিস্তান হকি দল (পুরুষ): রুপো, ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিক্স।
৭) পাকিস্তান হকি দল (পুরুষ): ব্রোঞ্জ, ১৯৭৬ সালের মন্ট্রিয়ল অলিম্পিক্স।
৮) পাকিস্তান হকি দল (পুরুষ): সোনা, ১৯৮৪ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স।
৯) হুসেন শাহ: ব্রোঞ্জ, পুরুষদের মিডলওয়েট বক্সিং, ১৯৮৮ সালের সিওল অলিম্পিক্স।
১০) পাকিস্তান হকি দল (পুরুষ): ব্রোঞ্জ, ১৯৯২ সালের বার্সেলোনা অলিম্পিক্স।
১১) আরশাদ নাদিম: জ্যাভেলিন, সোনা, ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্স।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।