প্যারিস অলিম্পিক্সে জ্যাভলিন থ্রোতে সোনার পদক জিতেছেন পাকিস্তানের আর্শাদ নাদিম, অন্যদিকে গতবার টোকিয়ো অলিম্পিক্সে সোনা জেতা নীরজ চোপড়া হয়েছে দ্বিতীয়, পেয়েছেন রুপোর পদক। চিরশত্রু পাকিস্তানের সঙ্গে কোনও লড়াইতে হারতে চায় না ভারত, যদিও এই লড়াইটা ছিল নীরজের কাছে ভাইয়ের সঙ্গে লড়াই নিজের দেশের স্বার্থে। কারণ আর্শাদ নাদিমের সঙ্গে তাঁর সম্পর্ক নিজের দাদা-ভাইয়ের থেকেও বেশি গভীর। একদিকে যেমন সোনার পদক হাতছাড়া হওয়ার আক্ষেপ রয়েছেন, তেমনই নাদিম জেতায় তাঁর জন্যেও রয়েছে শুভেচ্ছা। দুই জ্যাভলিন থ্রোয়ারের মা একে অপরের প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা দেখিয়েছে, তা গায়ে কাঁটা দেওয়ার মতো।
আরও পড়ুন-‘অস্ত্রোপচার করাতে বলেছিল চিকিৎসক! কিন্তু সময় ছিল না’…দেশকে রুপো জিতিয়ে বললেন নীরজ…
শুক্রবার সকালেই সংবাদমাধ্যমে প্রকাশ্যে এসেছিল নীরজ চোপড়ার মায়ের বক্তব্য। ছেলে নীরজ, ৮৯.৪৫ মিটার দূরত্বে জ্যাভলিন থ্রো করে দ্বিতীয় স্থানে শেষ করেছিলেন প্যারিসে অলিম্পিক্সে। একটু হতাশ থাকলেও পরক্ষণেই নীরজের মা সরোজ দেবী বলেছিলেন, আর্শাদ নাদিমও তাঁরই ছেলের মতো। অর্থাৎ রুপো এবং সোনার পদক, দুটিই তাঁর ছেলেরাই পেয়েছে। তাঁর এহেন স্পোর্টসম্যান স্পিরিটের প্রশংসা শোনা যায় খোদ প্রধানমন্ত্রী গলাতেও। নীরজকে শুভেচ্ছা জানাতে ফোন করে প্রধানমন্ত্রী জানতে চান, তাঁর মা সরোজ দেবী কখনও খেলেছেন কিনা, কারণ আর্শাদকে নিয়ে করা তাঁর মন্তব্যে আপ্লুত হয়ে যান নরেন্দ্র মোদী।
আরও পড়ুন-অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক শ্রীজেশ! শুনে পিটি উষাকে কী বললেন নীরজ?
এবার ভারতীয় নীরজ চোপড়াকে প্রশংসায় ভরালেন পাকিস্তান জ্যাভলিন থ্রোয়ার আর্শাদের মাও। বরাবরই ছেলের মুখে শোনেন বন্ধু নীরজের গল্প। দুই দেশের সম্পর্কের কারণে হয়ত এদেশে নীরজের বাড়িতে ঘুরতে আসা হয়নি, কিন্তু আর্শাদের মতো নীরজকেও নিজের সন্তান স্নেহেই আগলে রাখলেন পরভিন। প্যারিস অলিম্পিক্সে সোনা জেতা আর্শাদ নাদিমের মা, রাজিয়াহ পরভিন বললেন, ‘নীরজও আমার ছেলেরই মতো। ও নাদিমের বন্ধুও , আর ভাইও। পদক জেতা তো ভাগ্যের ওপর নির্ভর করে, কিন্তু ও আমার ছেলেরই মতো। আমি ওর জন্যেও প্রার্থনা করেছি ’।
আরও পড়ুন-কলকাতা লিগে ইস্টার্ন রেলকে বেলাইন করল ইস্টবেঙ্গল! জিতল ৩-০ গোলে…
উল্লেখ্য টোকিয়ো অলিম্পিক্সের অনেক আগেই থেকেই ভারতীয় নীরজ এবং পাকিস্তানি আর্শাদ বন্ধু। একে অপরের খারাপ সময় বরাবরই পাশে থেকেছেন। যখন আর্শাদ দ্বিতীয় হয়েছেন, তাঁকে কাছে টেনে নিয়েছেন নীরজ। প্যারিসে নীরজ দ্বিতীয় হতেই ভাইকে কাছে টেনে নেন পাকিস্তানের আর্শাদ নাদিমও।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।