প্যারিস অলিম্পিক্স থেকে লক্ষ্য সেন ছিটকে যাওয়ার পর থেকেই একের পর এক বিতর্কের কেন্দ্রবিন্দুতে ব্যাডমিন্টনের কিংবদন্তি প্রকাশ পাড়ুকোন। লি জি জিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই হেরে গেছিলেন লক্ষ্য সেন। সেই ম্যাচ জিততে পারলেই ভারত একটি পদক পেত। আসলে ২০১২ সালের পর থেকে প্রতি অলিম্পিক্সেই ব্যাডমিন্টন থেকে পদক নিয়ে ফিরেছে ভারত। ২০১২ সালে সাইনা নেহওয়াল ভারতের হয়ে পদক জিতেছিলেন। ২০১৬ রিও অলিম্পিক্সে ক্যারোলিনা মারিনের কাছে হেরে সোনা হাতছাড়া করেছিলেন পিভি সিন্ধু। ২০২০ টোকিয়ো অলিম্পিক্সেও সিন্ধুর ঝুলিতে ছিল পদক। তবে এবারই ব্যাডমিন্টনে লক্ষ্য সেন চতুর্থ হয়ে পদক হাতছাড়া করেছেন, সিন্ধু-শেট্টি-সাত্ত্বিকসাইরাজ-প্রণয়রা ট্রফি ছাড়াই দেশে ফিরবেন। আর তাতেই কিছুটা উত্তেজিত হয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন দলের মেন্টর প্রকাশ পাড়ুকোন।
আরও পড়ুন-ঝুলে রইল আনোয়ার ইস্যু! সিদ্ধান্ত নিতে পারল না এআইএফএফ! ফের শুনানি পরের সপ্তাহে…
ভারতীয় ব্যাডমিন্টনের অন্যতম কিংবদন্তি ৬৯ বছর বয়সী প্রকাশ পাড়ুকোন। পেয়েছেন দ্রোণাচার্য সম্মান, পদ্মশ্রী। হয়েছে বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড়, জিতেছেন অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপও। এহেন প্রকাশই সরাসরি ক্রীড়াবিদদের বিরুদ্ধে তোপ দেগে বলেছিলেন অন্য সময় সরকারের ওপর দায় দিলেও এবার ক্রীড়াবিদদেরও দায়িত্ব নিতে হবে ভালো পারফরমেন্স করার। এত প্রস্তুতির পর আসল সময় তাঁদেরও জ্বলে উঠতে হবে, ব্যর্থ হলে হবে না। এই মন্তব্যের পর অলিম্পিক্স সোনাজয়ী শ্যুটার অভিনব বিন্দ্রা নিজের মতানৈক্যের কথা জানিয়েছিলেন। এবার লক্ষ্য সেনের পাশে দাঁড়িয়ে প্রকাশ পাড়ুকোনের বিরুদ্ধেই মুখ খুললেন আরেক ব্যাডমিন্টন তারকা অশ্বিনি পোনাপ্পা।
ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় অশ্বিনি বলছেন, ‘এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে একজন ক্রীড়াবিদ যখন জেতে তখন সকলেই লাফিয়ে পড়ে ক্রেডিট নেওয়ার জন্য। আর হেরে গেলেই তখন সেটা খেলোয়াড়ের একার দোষ হয়ে যায়? কেন কোচদের নিয়ে প্রশ্ন উঠবে না, তাদের প্রস্তুতিতেও ঘাটতি থেকে থাকতে পারে। ঠিকঠাকভাবে খেলোয়াড়কে তৈরি করতে না পারার ব্যর্থতা তো তাদেরও। কারণ কোচরাই তো প্রথম যারা ক্রেডিট নিতে সবার আগে চলে আসে। যদি খেলোয়াড়ের জয় একটা দলগত সংহতির নিদর্শন হয়ে থাকে, তাহলে তাঁর হারের ব্যর্থতার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। হঠাৎ করেই প্লেয়ারকে বাসের নিচে ফেলে দিয়ে সব দোষ তাঁর ওপর চাপিয়ে দেওয়া যায় না’।
আরও পড়ুন-নিজে বিদেশি, এদিকে ‘ভারতীয়’ ফুটবল কোচের জন্য সওয়াল করলেন নতুন হেডস্যার!
অধিকাংশ ক্রীড়াবিদই যখন প্রকাশের মন্তব্যের বিরোধীতা করেছেন, তখন বিষয়টা নিয়ে দ্বিধাবিভক্ত ভারতীয় ক্রীড়ামোদীরা। কারণ এবারে পাঁচটা পদক হাতছাড়া হয়েছে চতুর্থ স্থানে শেষের জন্য। বরাবরই স্পষ্ট কথা বলা মানুষ প্রকাশ পাড়ুকোন, এক্ষেত্রে তিনি যে কথাগুলো বলেছেন সেটা শুনতে অত্যন্ত খারাপ লাগলেও একদম ভুল তেমনও নয়। কারণ বেশ কিছু ক্ষেত্রেই ক্রীড়াবিদরা ভুগেছে স্নায়ুচাপে। অল্পের জন্য পদক হাতছাড়া করেছে। এগিয়ে থেকেও পিছিয়ে পড়েছে লক্ষ্য সেন। আর সব থেকে বড় কথা তাঁর অ্যাকাডেমি থেকে লক্ষ্য সেন উঠে আসায়, নিজের ছাত্রের পারফরমেন্সে তাঁর হতাশ হওয়াটা স্বাভাবিক, কারণ নিজেই বোঝেন ছাত্রের ক্ষমতা ঠিক কতটা। ফলে এই নিয়ে দুই ভাগেই কার্যত ভাগ হয়ে গেছে ক্রীড়ামহল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।