বাংলা নিউজ > ময়দান > অলিম্পিক্স > Paris 2024 Olympics: গেমস ভিলেজের 'নো সেক্স' কার্ডবোর্ডের খাট কেমন? লাফিয়ে-ঝাঁপিয়ে পরখ করলেন অ্যাথলিটরা- ভিডিয়ো

Paris 2024 Olympics: গেমস ভিলেজের 'নো সেক্স' কার্ডবোর্ডের খাট কেমন? লাফিয়ে-ঝাঁপিয়ে পরখ করলেন অ্যাথলিটরা- ভিডিয়ো

গেমস ভিলেজের 'নো সেক্স' কার্ডবোর্ডের খাট কেমন? লাফিয়ে-ঝাঁপিয়ে পরখ করলেন অ্যাথলিটরা।

খাটের মেটেরিয়াল অর্থাৎ যা দিয়ে খাট তৈরি হয়েছে, তা মাত্র একজনের দেহের ওজন বহন করতে পারে। খাটের আকার আকৃতিও এমন করা হয়েছে, যাতে একজনের বেশি দ্বিতীয় জন খাটে বসতে বা শুতে না পারেন।

শুভব্রত মুখার্জি: প্যারিস অলিম্পিক্সের গেমস ভিলেজে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন বেশির ভাগ প্রতিযোগীই। ২৬ জুলাই থেকে শুরু হবে গেমসের আসর। গেমসের ভিলেজকে বেশ যত্ন করে সাজিয়েছেন আয়োজকরা। পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তোলার চেষ্টা হয়েছে গোটা ভিলেজকে। এমন কী ইমারতি প্রযুক্তির ব্যবহার করা হয়েছে, যাতে এয়ার কন্ডিশনার ব্যবহার না করেই গেমস ভিলেজের তাপমাত্রা, বাইরের তাপমাত্রার থেকে ৫-৭ ডিগ্রি কম রাখা সম্ভব হয়। 

আরও পড়ুন: বেলিসের সঙ্গে সম্পর্কে ইতি টানতে চলেছে PBKS, খোঁজ চলছে ভারতীয় কোচের- রিপোর্ট

এখানেই শেষ নয় গেমস ভিলেজের ঘরে যে কার্ডবোর্ডের খাট অ্যাথলিটদের জন্য দেওয়া হয়েছে, তাঁকেও আয়োজকরা বলছেন 'অ্যান্টি সেক্স' বা 'নো সেক্স' খাট। অর্থাৎ এই খাটে যৌন ক্রিয়া চালানো যাবে না। আর সেই খাট কতটা মজবুত তা রীতিমতো লাফিয়ে ঝাঁপিয়ে পরীক্ষা করেন অ্যাথলিটরা। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে আসতেই, ইতিমধ্যেই তা ভাইরাল হয়ে গিয়েছে।

আরও পড়ুন: দে দো ভাইয়া ব্যাট… কোহলির পর এবার সূর্যের কাছে আবদার শুরু করলেন রিঙ্কু

কী এই ' নো সেক্স' খাট! খাটের মেটেরিয়াল অর্থাৎ যা দিয়ে খাট তৈরি হয়েছে, তা মাত্র একজনের দেহের ওজন বহন করতে পারে। খাটের আকার আকৃতিও এমন করা হয়েছে, যাতে একজনের বেশি দ্বিতীয় জন খাটে বসতে বা শুতে না পারেন। কারণ অনেক সময়েই দেখা যায় ক্রীড়াবিদ অবাধ, উন্মত্ত যৌনতায় গেমস ভিলেজে লিপ্ত হতে গিয়ে আগে অনেক সময়েই নষ্ট হয়েছে এইরকম সম্পত্তি। ঘটেছে অপ্রীতিকর ঘটনা। ফলে এই সব কিছু এড়াতেই এবার ভিলেজের প্রতি ঘরে দেওয়া হয়েছে এই কার্ডবোর্ডের খাট।এই খাট ঠিক কতটা মজবুত? তা নিজেদের ভক্তদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন অ্যাথলিটরা। খাটের উপর রীতিমতো লাফিয়ে, ঝাঁপিয়ে, জিমন্যাস্টিকস করে নেচে পরখ করে নিয়েছেন এই খাটের শক্তি। প্যারিস অলিম্পিক গেমসকে পরিবেশ বান্ধব বানাতে গিয়েই এবার ব্যবহার করা হয়েছে কার্ডবোর্ডের বিভিন্ন আসবাবপত্র। যেখানে সব থেকে গুরুত্বপূর্ণ খাট এখন চর্চার কেন্দ্রবিন্দুতে।

একাধিক অ্যাথলিট এই কার্ডবোর্ডের শক্তি যাচাই করেছেন। গেমসের ভিলেজের সেই ছবি এবং ভিডিয়ো ওই অ্যাথলিটরাই সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছেন। তা উল্কার গতিতে হয়েছে লাইক এবং শেয়ার। আয়ারল্যান্ডের জিমন্যাস্ট রিস ম্যাকলেনাগান খাটেই ঝাঁপিয়েছেন, দৌড়েছেন, এমন কী 'হ্যান্ড স্ট্যান্ড' অর্থাৎ হাতের উপর দাঁড়িয়েওছেন। নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেল থেকে তিনি এই ছবি এবং ভিডিয়ো পোস্ট করেছেন। লিখেছেন, ‘প্যারিস অলিম্পিক গেমসের অ্যান্টি সেক্স খাটকে ফের একবার ডিবাঙ্ক করেছি।’ পাশাপাশি এই খাটগুলো বেশ শক্ত-সামর্থ্য। ব্রিটিশ ডাইভার টম ড্যালেও এক পদ্ধতিতে এই খাটগুলোকে পরীক্ষা করেছেন এবং সেই ভিডিয়ো নিজের ইন্সটাগ্রামে পোস্ট করেছেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

নিম্নচাপের ভ্রূকূটির মধ্যে শনিতে ৫ জেলায় সতর্কতা, রবিতে ৬-তে, বৃষ্টি বাড়বে কবে? আরজি করের আবেগকে অস্ত্র করে ছবির প্রচারের অভিযোগ কুণালের, বদলালো টেক্কার পোস্টার ‘গতি ভালো লাগে আমার,’ বন্দে ভারতে একমাত্র নারী মোটরম্যান ঋত্বিকা ভোটের পরেও নিজ জেলায় ফেরানো হয়নি পুলিশ কর্মীদের, ভবানী ভবনে ভিড় পরিবারের দেহের সামনে মাথা ঝুঁকিয়ে শ্রদ্ধা চিকিৎসকদের, সত্যিই কি তিনি সীতারাম ইয়েচুরি? ধরনায় ইতি টেনে স্বাস্থ্য়ভবন থেকে CGO কমপ্লেক্স পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের মিছিল নয়ডায় বিমানকর্মী খুনে পুলিশের জালে ‘লেডি ডন’, মাথার দাম ঘোষণা ছিল ২৫,০০০ RG Kar- কাণ্ডে প্রতিবাদ অব্যাহত! মশাল নিয়ে রাজপথে নাগরিক সমাজ নমাজ সবে শুরু হবে, আচমকাই মারপিট ঢাকার জাতীয় মসজিদে, সামলাতে নামল সেনা 'হাতেগোনা কয়েকটা লোকই আছে যাদের নাম মিটুতে আসবে না…', আবিরকে ক্লিনচিট ঋতাভরীর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.