কুস্তিতে নিশ্চিত পদক হাতছাড়া হয়েছে ভারতের। ভিনেশ ফোগত নিশ্চিত রুপো বা সোনা পেতেনই, কিন্তু ১০০ গ্রাম ওজন বেশি থাকার জন্য ফাইনাল ম্যাচের ঠিক আগেই তাঁকে ডিসকোয়ালিফিাই করে দেওয়া হয়। ফলে ভারত এবারের প্যারিস অলিম্পিক্সের নিশ্চিত চতুর্থ পদকটি হাতছাড়া করে। এরই মধ্যে বৃহস্পতিবার সকালেই সকলকে হতবাক করে এক সিদ্ধান্ত নেন ভিনেশ ফোগত, জানিয়ে দেন তিনি আর কুস্তিতে লড়বেন না আন্তর্জাতিক ক্ষেত্রে, অবসর ঘোষণা করেন হরিয়ানার এই তারকা কুস্তিগির। মাত্র ২৪ ঘন্টার ব্যবধানেই যেন জীবনে সব ওলট পালট হয়ে যায় তাঁর, গোটা দেশ তাঁর পাশে থাকলেও নিজের ভাগ্য সহায় না থাকাতেই হতাশ ভিনেশ। এরই মধ্যে তাঁকে নিয়ে বড় বার্তা দিলেন ভারতের অলিম্পিক্স স্বর্ণপদকজয়ী শ্যুটার অভিনব বিন্দ্রা।
আরও পড়ুন-প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে কুস্তির সেমিতে আমন! পদক জয়ের সুযোগ ভারতের সামনে…
মহিলাদের ৫০ কেজি বিভাগের ফাইনালে মার্কিন প্রতিপক্ষ সারাহর মুখোমুখি হওয়ার কথা ছিল তাঁর। কোয়ার্টারে সুসাকিকে হারিয়ে এরপর সেমিতে ইউক্রেনের লিভাচকে হারানোর পর পদক জয় নিশ্চিত করে ফেলেছিলেন তিনি। কিন্তু ওজন মাপার সময় তাঁর শরীরে ১০০ গ্রাম বেশি থাকায় ফাইনাল ম্যাচে তো নামা হয়নি তাঁর, এমনকি পদকও হাতছাড়া হয় তাঁর। এরই মধ্যে ভিনেশ ফোগটের বিদায় নিয়ে আবেগঘন পোস্ট করলেন অভিনব বিন্দ্রা।
আরও পড়ুন-দর্শকদের চিৎকার, ম্যাচের সেভ কোনওদিন ভুলব না!বিদায়বেলায় আবেগঘন বার্তা শ্রীজেশের…
২০০৮ সালে অলিম্পিক্সে স্বর্ণপদকজয়ী শ্যুটার অভিনব বিন্দ্রা এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ প্রীয় ভিনেশ, এটা মনে করা হয় যে খেলা হচ্ছে মানুষের ইচ্ছা উযদাপনের এক অঙ্গ বা পথ। আমি এটা অতীতেও বহুবার টের পেয়েছি তবে আজকে মনে হচ্ছে বিষয়টা একদম সত্যি। আমি যখন চারদিকে তাকাচ্ছি, আমি দেখতে পাচ্ছি গোটা দেশ তোমার অদম্য লড়াই উদযাপন করছে। তুমি সত্যিকারের একজন যোদ্ধা, ম্যাটের ভিতরে এবং বাইরে। তোমার মধ্যে দিয়েই আমরা শিখছি, হার না মানা মনোভাব কাকে বলে অনেক ক্ষতি হওয়ার পরেও। যোদ্ধার মধ্যে লড়াইয়ের যে মানসিকতা থাকে, সেটা তুমি নিজের মধ্য দিয়ে প্রমাণ করে দেখিয়েছ'।
আরও পড়ুন-ডুরান্ড কাপে ডার্বির আগে এয়ার ফোর্সকে হাফ ডজন গোল মোহনবাগানের! জোড়া গোল কামিনসের…
অভিনব বিন্দ্রা আরও লিখেছেন, 'সব জয় একইরকম দেখতে হয় না। কিছু হয় যেগুলো আমরা আমাদের ট্রফি ক্যাবিনেটে সাজিয়ে রাখি, যা শোভা পায়। আর কিছু হয়, যেই গল্পগুলো আমরা আমাদের সন্তানদের বলতে পারি। এই দেশের প্রত্যেকটা শিশু পরে ঠিক জানতে পারবে তুমি কত বড় চ্যাম্পিয়ন। প্রত্যেক শিশু একদিন চাইবে তোমার মতো লড়াইয়ের মানসিকতা দেখিয়ে জীবনের মুখোমুখি হতে, এই জন্য তোমায় ধন্যবাদ ’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।