সদ্য ভারতীয় দল টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে ফেরার পর ক্রিকেটারদের বিপুল পরিমাণ আর্থিক পুরস্কার ঘোষণা করেছিল বিসিসিআই। সেই অঙ্কটা প্রায় ১২৫ কোটির কাছাকাছি ছিল। অবশ্য সেটা হওয়ার কারণও রয়েছে। প্রায় ১৭ বছর পর টি২০ বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। ১১ বছর পর আইসিসির ট্রফির খরা কাটে ভারতের। এরই মধ্য়ে শুরু হয়ে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, অর্থাৎ অলিম্পিক গেমস। এবারে প্যারিসে আসর বসতে চলেছে অলিম্পিক্সে। সেখানে ভারতীয় প্রতিনিধিরা এবারেও মাঠে নামবেন দেশের পতাকা ওড়ানোর জন্য। গতবার টোকিও অলিম্পিক্সে ভারতীয় দল সব থেকে বেশি সাফল্য পেয়েছিল, এসেছিল ৭টি পদক। এবার ভারতীয় ক্রীড়াবিদদের থেকে আরও বেশি পদকের আশায় রয়েছেন ক্রীড়াপ্রেমীরা। এরই মধ্যে অলিম্পিয়ানদের পাশে দাঁড়াতে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনকে বড় অঙ্কের আর্থিক সাহায্য করতে চলেছে বিসিসিআই। প্যারিস অলিম্পিক্সে ভারতীয় প্রতিনিধিদের যেন কোনওরকম অসুবিধা না হয়, এছাড়াও আইওএর দৈনন্দিন কাজ পরিচালনাতেও যাতে কোনও সমস্যা না হয়, সেকথা মাথায় রেখেই আইওএ-কে আর্থিক সাহায্য দিচ্ছে বিসিসিআই। সাড়ে আট কোটি টাকা আইওএকে দিচ্ছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ এই সাহায্যের কথা ঘোষণা করেন নিজের এক্স হ্যান্ডেলে।
জয় শাহ জানিয়েছেন, ‘আমি অত্যন্ত গর্বিত বোধ করছি এটা ঘোষণা করার জন্য, যে ভারতীয় ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে আমাদের দেশের অ্যাথলিটদের অলিম্পিক্সে পাশে থাকার। প্যারিস অলিম্পিক্সের জন্য আমরা ৮.৫ কোটি টাকা দিতে চলেছি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনকে। অলিম্পিক্সে আমাদের সকল প্রতিনিধিদের অনেক অনেক শুভেচ্ছা। ভারতকে তোমরা গর্বিত কর, জয় হিন্দ ’। উল্লেখ্য আর ৫ দিন পরই শুরু হয়ে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ।
উল্লেখ্য দীর্ঘদিন ধরেই চালু রয়েছে কেন্দ্রীয় সরকারের টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম। সেই স্কিমের আওতার বহু ক্রীড়াবিদই সাহায্য পেয়ে থাকেন। এই মধ্যে বিসিসিআইও চেষ্টা করল দেশের বাকি খেলার পাশে দাঁড়ানোর। এমনিতে ক্রিকেটে বিশ্বের মধ্যে সবচেয়ে ধনি বোর্ডের মধ্যে অন্যতম ভারত। সেই নিয়ে অনেক সময়ই চর্চা চলে। ভারতে ক্রিকেট খেলার প্রতি টানের জন্য অনেকক্ষেত্রেই অবহেলার সম্মুখীন হতে হয় অন্য খেলাগুলোকে, প্যারিস অলিম্পিক্সের আগে তাই ভারতীয় প্রতিনিধিদেরই পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল জয় শাহ, রজার বিনিদের বিসিসিআই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।