টোকিয়োয় স্বপ্নভঙ্গের পরে প্যারিসে স্বপ্নপূরণ হল মনু ভাকেরের। তিন বছর আগে নিজের প্রথম অলিম্পিক্সে যেখানে স্নায়ুর চাপ সামলাতে গিয়ে সমস্যায় পড়েছিলেন (সেইসঙ্গে পিস্তলও খারাপ হয়ে গিয়েছিল), সেখানে এবার প্যারিসে তাঁকে একেবারে হিমশীতল মনে হয়েছে। প্রবল চাপের মধ্যে একেবারে ‘রক সলিড’ মনে হয়েছে মনুকে দেখে। কয়েকবার কিছুটা কম স্কোর হয়েছে। কিন্তু সেটা একটা ধাপের নীচে যায়নি। বরং যত বেশি শেষের দিকে গড়িয়েছে ম্যাচ, তত ১০-র উপরে স্কোর করেছেন। যে শটে তাঁকে ব্রোঞ্জ পেয়ে সন্তুষ্ট থাকতে হয়, তাতেও ১০.৩ স্কোর হয়। আর এরকম অলিম্পিক্স ফাইনালে সবথেকে বড় বিষয় হল চাপটাই সামলানো। সেই প্রবল চাপ সামলেই রবিবার মহিলাদের ১০ এয়ার পিস্তলের ফাইনালে ঐতিহাসিক ব্রোঞ্জ জিতেছেন ২২ বছরের ভারতীয় তারকা।
একটা সময় প্রবল চাপ ছিল, প্রবল। সেই চাপ সামলে যে প্যারিসে ভারতকে প্রথম পদক এনে দিলেন মনু, আর অলিম্পিক্সের শ্যুটিংয়ে ভারতের ১২ বছরের পদক খরা কাটালেন, সেটার কৃতিত্ব দিলেন ভগবত গীতাকে। ঐতিহাসিক ব্রোঞ্জ জয়ের পরে জানান যে তিনি গীতা পড়েন। রবিবার মহিলাদের ১০ এয়ার পিস্তল রাইফেলের ফাইনালে প্রবল চাপের মুখে সেই শিক্ষা কাজে দিয়েছে। সেই শিক্ষা থেকেই অনুপ্রাণিত হয়েছে বলে জানালেন মনু।
ব্রোঞ্জ জয়ের পরে প্রথমেই বললেন দেশের কথা
মাত্র ২২ বছরেই একাধিক বিশ্বকাপে অসামান্য সাফল্যের পরে নিজের প্রথম অলিম্পিক্স পদক জিতে প্রথমেই দেশের কথা বলেন মনু। তিনি আশাপ্রকাশ করেন যে আরও বেশি অলিম্পিক্স পদক জিতবে ভারত। আর শ্যুটিংয়ে তিনি যে মেডেলটা পেলেন, সেটা দীর্ঘদিন ধরেই আসার কথা ছিল। আজ তাঁর হাত ধরেই ১২ বছরের খরায় ইতি পড়েছে। আর সেজন্য অত্যন্ত আনন্দবোধ করছেন বলে জানান মনু। তাঁর কথায়, ‘এই অনুভূতিটা অসামান্য।’
সাফল্যের রহস্য লুকিয়ে গীতায়, জানালেন মনু
অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ের পরে মনু বলেন, ‘আমি খুব গীতা পড়ি। গীতা আমায় অনুপ্রেরণা জুগিয়েছে। অর্জুনের উক্তিটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। (আজ ফাইনালে) সেটা আমায় অনুপ্রেরণা জুগিয়েছে।’
শুভেচ্ছাবার্তা স্বয়ং প্রধানমন্ত্রীর
মনুর ঐতিহাসিক পদক জয়ের পরে ২২ বছরের ভারতীয় তারকাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘একটি ঐতিহাসিক পদক। প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদক জেতার জন্য অভিনন্দন তোমায়। ব্রোঞ্জ পদক জয়ের জন্য অভিনন্দন। এই সাফল্যটা আরও স্পেশাল হয়ে গিয়েছে, কারণ শ্যুটিংয়ে প্রথম ভারতীয় হিসেবে পদক জিতেছে ও। অভাবনীয় সাফল্য।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।