ট্র্যাক অ্যান্ড ফিল্ডে বৃহস্পতিবার দিনটা খুব একটা ভালো গেল না ভারতের। প্যারিস অলিম্পিক্সের সপ্তম দিনে ছিটকে গেলেন ভারতের শট পাট খেলোয়াড় তাজিন্দরপাল সিং তুর। লক্ষ্য সেন, মনু ভাকেররা যেদিন নজর কাড়লেন সেদিনই খালি হাতে ফিরতে হল ভারতের হয়ে শট পাটে অংশগ্রহণ করা এই তারকাকে। এমনিতে তাজিন্দরপাল সিং, বরাবরই ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে এই ইভেন্টে বেশ জনপ্রীয় নাম, রয়েছে বহু সাফল্য। কিন্তু প্যারিস অলিম্পিক্সে একদমই নজর কাড়তে ব্যর্থ হলেন তিনি। ফলে ভারতের পদক জয়ের আশা, সেই বিভাগ থেকে শেষ হয়ে গেল। নিজের পুরোনো রেকর্ডের ধারে কাছে যেতে পারলেন না তিনি, ফলে শুরুতেই বিদায় নিলেন গেমস থেকে।
আরও পড়ুন-চোট কাটিয়ে সরাসরি জাতীয় দলে ফেরা কঠিন! বাংলা থেকেই লড়াই শুরু করতে চান শামি…
একটা সময় এশিয়ান গেমসে রেকর্ড করেছিলেন তাজিন্দরপাল সিং তুর, ছুঁড়ে ছিলেন ২১.৭৭ মিটারের থ্রো,সেই সময় সেটাই ছিল একটা রেকর্ড। অথচ প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা মান থেকে অনেক দূরেই থেমে গেলেন তিনি। অনেক আশা থাকলেও আসল সময় তিনি সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ। এই মরসুমেই তাঁর ভাগ্য এবং পারফরমেন্স দুই খারাপ যাচ্ছিল, অলিম্পিক্সের মঞ্চে এসেও তা বদলালো না। যোগ্যতা অর্জন পর্বের যে নির্দিষ্ট মান নির্ধারিত করা হয়েছিল তাঁর থেকে ৩ মিটার কম দূরত্বে শট পাট ছুঁড়লেন তাজিন্দার।
আরও পড়ুন-শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ODIতে ৫৮ রান! হিটম্যান ঢুকে পড়লেন সচিন-বীরুদের ক্লাবে…
প্যারিস অলিম্পিক্সে এই ইভেন্টে এবারে যোগ্যতার মান ছিল ২১.৩৫ মিটার। অর্থাৎ পরের রাউন্ডে যেতে গেলে এই দূরত্ব অতিক্রম করতে হত। কিন্তু তাজিন্দরপাল সিং তুর, তাঁর নেওয়া সেরা থ্রোতে পৌঁছালেন স্রেফ ১৮.০৫ মিটার। দ্বিতীয় চেষ্টার ফাউল করে বসেন তিনি। চলতি মরসুমে একবারও ২০ মিটারের বেশি অতিক্রম করতে পারলেন না তিনি। ধারাবাহিক ব্যর্থতা প্যারিসে এসেও সঙ্গে থাকল তার, ফলে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ থেকে খালি হাতেই ফিরলেন এই পঞ্জাব তনয়।
আরও পড়ুন-সততার প্রতীক হতে চেয়েছিলেন! নটআউট হয়েও নিজেকে আউট করে সাজঘরে ফিরলেন লিয়ানাগে!
পরিস্থিতি যা তাতে দেশে ফিরে ফের একবার নিজেকে বাড়তি সময় দিতে হবে তাঁকে। ২৯ বছর বয়সী প্রাক্তন এশিয়ান রেকর্ড হোল্ডারের হতাশাজনক পারফরমেন্সে হতবাক তাঁর কোচসহ বাকিরা। নীরজ চোপড়া গতবার অলিম্পিক্সে সোনা জেতায় অনেকেই আশা করেছিলেন এবার হয়ত প্যারিসে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভালো কিছু করে দেখাবেন ভারতীয় অ্যাথলিটরা, যদিও অধিকাংশ ক্ষেত্রেই তাঁরা ব্যর্থ। সেটা পারুল চৌধুরী হোক বা তাজিন্দরপাল সিং তুর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।