প্যারিস অলিম্পিক্সে ভারতের পদক জয়ের অন্যতম দাবিদারই ছিলেন লভলিনা বর্গোঁহাই। সকলেই তাঁর থেকে পদক আশা করেছিলেন এবারে। কারণ গতবারও ব্রোঞ্জ পেয়েছিলেন অসমের এই কণ্যা। এবার তুলনায় অনেক বেশি অভিজ্ঞতা এবং প্রস্তুতি নিয়ে প্যারিসে গেছিলেন তিনি। তবে মহিলাদের বক্সিংয়ে ৭৫ কেজি বিভাগে তিনি হেরে যান। সেমিফাইনাল পর্যন্ত উঠতে পারলেও একটা পদক পাওয়া যেত, কিন্তু তাঁর আগেই হেরে যাওয়ায় খালি হাতেই তাঁকে দেশে ফিরতে হচ্ছে। এরই মধ্যে ভারতীয় ফ্যানরাও হতাশ। কারণ অলিম্পিক্সে প্রায় ১০দিন কাটতে চললেও এখনও পর্যন্ত ভারতের পদক জয়ের ঝুলিতে রয়েছে মাত্র তিনটি ব্রোঞ্জ। এরই মধ্যে দেশবাসীর উদ্দেশ্যে নিজের হতাশাজনক পারফরমেন্সের জন্যই ক্ষমা চেয়ে নিলেন লভলিনা।
আরও পড়ুন-ঝুলে রইল আনোয়ার ইস্যু! সিদ্ধান্ত নিতে পারল না এআইএফএফ! ফের শুনানি পরের সপ্তাহে…
গতবার ভারত সাতটি পদক জিতেছিল অলিম্পিক্সে । কিন্তু এবার তাঁর থেকে বেশ কিছুটা দূরে রয়েছে ভারত। গতবারের পদকজয়ীরা এবার বেশ কয়েকজন আগেই ছিটকে গেছে। যেমন লভলিনা বর্গোঁহাই, পিভি সিন্ধু। যদিও নীরজ চোপড়া, মিরাবাই চানু, ভারতীয় হকি দলের থেকে এখনও আশা রয়েছে পদক জয়ের। তবু তারকাদের খারাপ পারফরমেন্স মনে ভয় ঢুকিয়েছে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের। আর প্যারিস অলিম্পিক্সে ভাগ্য সঙ্গ দিচ্ছে না ভারতের। পাঁচটি পদক হাতছাড়া হয়েছে, চতুর্থ স্থানে খেলোয়াড়রা শেষ করায়। এরই মধ্যে লভলিনাও হতাশ নিজের পারফরমেন্সের ওপর।
আরও পড়ুন-নিজে বিদেশি, এদিকে ‘ভারতীয়’ ফুটবল কোচের জন্য সওয়াল করলেন নতুন হেডস্যার!
নিজের অলিম্পিক গেমস থেকে বিদায় নেওয়ার পর মন খারার করা এক পোস্ট করেছেন লভলিনা। ভারতীয় এই বক্সার সেখানে লিখেছেন, ‘ভারতবাসীর কাছে আমি মন থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি এবার পদক জিততে না পারার জন্য। বিশেষ করে অসমের জনগনের কাছে আমি ক্ষমাপ্রার্থী, ওরা আমায় অনেক সমর্থন করেছে। আমি আরও কঠোর পরিশ্রম করব আরও ভালোভাবে ফিরে আসব। এটা শেষ নয়, নতুন করে শুরু করার লক্ষ্যে রয়েছি আমি। আমি আমার কোচ, সাই, সরকার, ফেডারেশন সকলকেই ধন্যবাদ জানাতে চাইবে ওদের পূর্ণ সমর্থনের জন্য। ’।
নিশান্ত দেব আগেই ছিটকে যাওয়ায় ভারতীয় বক্সিংয়ে সকলের চোখই ছিল লভলিনার দিকে, কারণ তিনি গতবার পদক এনেছিলেন। কিন্তু তাঁর বিদায়ের সঙ্গে সঙ্গেই এই খেলা থেকে ভারতের পদক জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায়। ভারতের হয়ে ৪জন মহিলা বক্সার এবং ২জন পুরুষ বক্সার অংশগ্রহণ করেছিল, তাঁদের মধ্যে চারজনই প্রাথমিক রাউন্ড থেকে বিদায় নিয়েছিল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।