প্যারিস অলিম্পিক্সে ভারতের পারফরমেন্স গতবারের তুলনায় খারাপ হয়েছেই বলা যায়। ভিনেশ ফোগটকে যদি সিএএসের নির্দেশের পর পদক দেওয়া হয়, তাহলে ভারতের পদক সংখ্যা এবারে ৭ হবে। অন্যথায় ৬ই থাকবে। গতবার টোকিয়ো অলিম্পিক্সে ভারত ৭টি পদক জিতেছিল। কুস্তির পাশাপাশি বক্সিংয়েও এসেছিল পদক। এবারে শ্যুটিং থেকে ভারত তিনটি পদক পেলেও বক্সিংয়ে একটিও পদক জিততে পারেনি ভারতীয় প্রতিযোগিরা। মেরি কম, লভলিনা বরগোঁহাইরা অতীতে বক্সিংয়ের হাত ধরে ভারতকে পদক এনে দিয়েছেন। সেই তালিকায় রয়েছেন বীজেন্দ্র সিংও, যিনি অলিম্পিক্সে পুরুষদের মধ্যে পদক জিতেছিলেন, কিন্তু এবারে প্যারিসে ভারতের যে সমস্ত বক্সাররা গেছিলেন তারা প্রত্যেকেই হতাশ করেছেন। এরপরই বড় সিদ্ধান্ত নিল ভারতীয় বক্সিং সংস্থা।
প্যারিসে ভারতীয় বক্সারদের মধ্যে ছিলেন মহিলাদের বিভাগে বিশ্বচ্যাম্পিয়ন নিখাত জারিন, টোকিয়ো অলিম্পিক্সে পদকজয়ী লভলিনা বরগোঁহাই। এছাড়াও নিশান্ত দেবের থেকেও পদক জয়ের আশা ছিল, কিন্তু সেই আশা পূরণ না হতেই এবার বিদেশি কোচ বাছাইয়ের তোরজোর শুরু করল বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া।
ইতিমধ্যেই বিদেশি কোচের জন্য তাঁরা বিজ্ঞাপন দিয়েছেন। বিএফআইয়ের সেই বিজ্ঞাপনে বলা হয়েছে, ‘আমাদের এলিট বক্সিং দলের জন্য বিদেশি বক্সিং কোচের খোঁজ চলছে, আগামী চার বছরের জন্য চু্ক্তি করা হবে তাঁর সঙ্গে। মূল লক্ষ্য থাকবে অলিম্পিক্স, কমনওয়েলথ গেমস,এশিয়ান গেমসসহ বড় প্রতিযোগিতায় ভারতীয় বক্সারদের সাফল্য। আমরা চাই প্রার্থীদের জাতীয় দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থাকুক অথবা অতীতে অলিম্পিক্সে পদক জিতে থাকুক। এছাড়াও শারীরিকভাবে যেন নতুন কোচ ফিট থাকেন, যাতে হাতে ধরে বক্সারদের তিনি শিখিয়ে দিতে পারেন ’।
বর্তমানে ভারতীয় দলের কোচের পদে রয়েছেন দিমিত্রি দিমিত্রুক, তাঁর সঙ্গে ২ বছরের চুক্তি থাকায় তিনি তাঁর মেয়াদ পর্যন্ত থাকবেন, এরপরই সেই পদে আসবেন নতুন কোচ। টোকিয়ো গেমসের পর ২০২২ সালে ভারতীয় মহিলা এবং পুরুষ দলের হাই পারফরমেন্স ডিরেক্টর পদ থেকে সরে দাঁড়ান রাফায়েল বার্গামাসকো এবং স্যান্তিাগো নিয়েভা। মহিলাদের কোচের পদে বার্নার্ড দুনে দায়িত্ব গ্রহণ করলেও হঠাৎ করেই অলিম্পিক্সের আগে পদ ছেড়ে দিয়েছিলেন তিনি, এরপরই দায়িত্ব নিতে হয় দিমিত্রিকে। যেহেতু অলিম্পিক্সকে লক্ষ্য করেই সব পদক্ষেপ নেওয়া হয়ে থাকে বক্সিং সংস্থায়,তাই চার বছরের চুক্তিতেই নতুন কোচকে দায়িত্ব দেওয়া হবে।
একঝলকে প্যারিসে অংশগ্রহণ করা ভারতীয় বক্সারদের তালিকা-
১) নিখাত জারিন (মহিলাদের ৫০ কেজি)।
২) প্রীতি পাওয়ার (মহিলাদের ৫৪ কেজি)।
৩) লভলিনা বরগোঁহাই (মহিলাদের ৭৫ কেজি)।
৪) নিশান্ত দেব (পুরুষদের ৭১ কেজি)।
৫) অমিত পাঙ্ঘাল (পুরুষদের ৫১ কেজি)।
৬) জেসমিন লাম্বোরিয়া (মহিলাদের ৫৭ কেজি)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।