শুভব্রত মুখার্জি:- গতবার টোকিও অলিম্পিক গেমসে মেয়েদের ফুটবলে সোনা জিতেছিল কানাডা দল। এবারের প্যারিস অলিম্পিক গেমসের অভিযানও তারা শুরু করেছে জয় দিয়েই। তবে এবারের অলিম্পিক্সে ফের একবার সোনা জয় তো দূর অস্ত! গতবারের সোনাজয়ী কানাডা দল এবারে আদৌও গ্রুপ পর্বের বাঁধা পেরবে কিনা তা নিয়েই জোর সংশয় দেখা দিয়েছে। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার শাস্তির কোপে পড়ে বেশ বেকায়দায় পড়ে গিয়েছে কানাডার মহিলা ফুটবল দল। কেটে নেওয়া হয়েছে তাদের ছয় পয়েন্ট। এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন তাদের কোচ। বিরাট অঙ্কের টাকাও জরিমানা করা হয়েছে কানাডার ফুটবল সংস্থাকে। সব মিলিয়ে কানাডার মহিলা ফুটবল দলের জন্য পরিস্থিতি বেশ জটিল।
আরও পড়ুন… Paris Olympics 2024: ২৭ মিনিটেই শেষ ম্যাচ, দুর্দান্ত জয় দিয়ে অভিযান শুরু করলেন পিভি সিন্ধু
কী হয়েছিল ঘটনা? কী কারণেই বা এই ভয়ানক শাস্তি? ফিফার নিয়ম অনুযায়ী প্রতিপক্ষ কোন দলের অনুশীলনের সময়ে ড্রোন উড়িয়ে তাদের অনুশীলনের গোপনীয়তা ভঙ্গ করা যাবে না। আর ফিফার নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে প্যারিসে ঠিক এই ঘটনাই ঘটান কানাডা মহিলা ফুটবল দলের কোচ বেভারলি প্রিস্টম্যান। বিপক্ষ নিউজিল্যান্ড দলের অনুশীলনের খুঁটিনাটি জানতে তিনি এবং তাঁর কোচিং স্টাফরা ড্রোন উড়িয়ে ফিফার কোপে পড়েন। কানাডা ফুটবল ফেডারেশন আগেই বেভারলি প্রিস্টম্যানকে সরিয়ে দিয়েছিল। কিন্তু তাঁকে বরখাস্ত করেও ফিফার শাস্তির হাত থেকে বাঁচতে পারল না তারা। কেটে নেওয়া হল তাদের ছয় পয়েন্ট।
আরও পড়ুন… SL vs IND: কোহলি বা রোহিত থাকলে তুমি নেটে খেলতে! যশস্বীর সামনে আশিস নেহরার বাউন্সার
এর ফলে তিন পয়েন্টে থাকা কানাডার পয়েন্ট এই মুহূর্তে তিন। ফলে গতবারের সোনাজয়ীদের পরের রাউন্ডে যাওয়াই অনিশ্চিত হয়ে গেল। এই মুহূর্তে তারা রয়েছেন তাদের গ্রুপের একেবারে শেষে। এখানেই শেষ নয় ফিফার তরফে বেভারলি প্রিস্টম্যানকেও এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। কানাডা ফুটবল ফেডারেশনকে দুই লক্ষ সুইস ফ্রাঙ্ক অথবা ২,২৬,০০০ মার্কিন ডলার জরিমানা ও করা হয়েছে।রবিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে কানাডা মুখোমুখি হবে আয়োজক ফ্রান্সের।
আরও পড়ুন… SL vs IND 1st T20I: শিশির থাকলে বদলে যেত ম্যাচের ফল! জয়ের জন্য নিজেদের ভাগ্যবান মনে করেন সূর্যকুমার
প্রতিপক্ষের কৌশল জানতে ড্রোন ওড়ানোর দায়ে চড়া মাশুল দিতে হল বেভারলি প্রিস্টম্যানকে। তবে সঙ্গে সঙ্গে কানাডা মহিলা দলকেও ডোবালেন তিনি। ফিফা শনিবার এক বিবৃতি দিয়ে এই শাস্তির সিদ্ধান্তের কথা জানিয়েছে। এছাড়াও ওই ড্রোন কান্ডের জন্য কানাডার দুই অফিসিয়াল জোসেপ লোমবার্ডি ও জেসমিন ম্যান্ডেরকে ১ বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। গত সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে গেমসের কানাডার প্রথম ম্যাচের দুই দিন আগে ঘটে ঘটনাটি। প্রতিপক্ষের অনুশীলনের সময় সেখানে ড্রোন ওড়ানোর অভিযোগ ওঠে কানাডা দলের স্টাফদের উপর।
আরও পড়ুন… Paris Olympics 2024: শুরুতেই বড় ভুল! দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়া বলে বসলেন ঘোষক
বিষয়টি নিয়ে তদন্ত হয়। তারপরেই কড়া শাস্তি পেতে হল কানাডাকে। উল্লেখ্য গত বৃহস্পতিবার নিউজিল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল টোকিও অলিম্পিক্সে মেয়েদের ফুটবলের সোনাজয়ীরা। সমালোচনার মুখে এই ম্যাচে ডাগআউটে ছিলেন না প্রিস্টমান। তিনি স্ব-ইচ্ছায় এই সিদ্ধান্ত নেন। কোচকে প্যারিস অলিম্পিক্সের দল থেকে সরিয়েও নেয় কানাডার অলিম্পিক কমিটি। দলের ফুটবলারদের কাছে ক্ষমাও চেয়েছিলেন প্রিস্টমান। পুরো ঘটনার দায় নিজের কাঁধে নিয়েছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা করতে পারলেন না। ফিফার চরম শাস্তির মুখে পড়তে হল কোচ, দল এবং কানাডার ফুটবল ফেডারেশনকেও।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।