শুভব্রত মুখার্জি:- কয়েকদিন আগেই সেমিফাইনালেই চিনের ঝেঙ্গ কুইনওয়েন বুঝিয়ে দিয়েছিলেন তাঁর সামর্থ। টানা তিন তিনবার রোলাঁ গারোতে মহিলা বিভাগে ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন ইগা শিয়নটেক। পোল্যান্ডের ইগাকে সেমিফাইনালে হারিয়ে দিয়ে আগেই বিশেষজ্ঞদের চমকে দিয়েছিলেন। এবার অলিম্পিক গেমসের ইতিহাসে চিনের হয়ে ইতিহাস গড়লেন তিনি। প্রথম চিনা ক্রীড়াবিদ হিসেবে টেনিস কোর্ট থেকে দেশকে সোনা এনে দিলেন তিনি। যা হয়ত আশা করেননি তাঁর অতি বড় সমর্থক ও। ফাইনালে ঝেঙ্গ কুইনওয়েন মুখোমুখি হয়েছিলেন ক্রোয়েশিয়ার ডোন্না ভেকিচের। যেখানে দুই প্রতিপক্ষের টানটান লড়াই হয়। সেই লড়াই শেষে শেষ হাসি হেসেছেন ঝেঙ্গ।
শনিবার রোলাঁ গারোতে ফাইনালে ঝেঙ্গ ,ভেকিচকে হারিয়েছেন ৬-২,৬-৩ ফলে। তবে স্কোরলাইন দেখে বোঝার উপায় নেই কতটা লড়াই হয়েছে ম্যাচে। প্রতিটা পয়েন্টের জন্য প্রাণপণে লড়াই চালিয়েছেন দুইজন। বয়স মাত্র ২১ বছর আর তাতেই চিনের অলিম্পিক গেমসের ইতিহাসে নজির স্থাপন করে ফেলেছেন ঝেঙ্গ। প্যারিস অলিম্পিক গেমসে তিনি ছিলেন ষষ্ঠ বাছাই। ফিলিপ সাঁতিয়ের কোর্ট এদিন কানায় কানায় পূর্ণ ছিল। উপস্থিত হয়েছিলেন হাজার হাজার চিনা সমর্থক। তাদের চিৎকার চেঁচামেচিতে তখন কান পাতা দায়। আর তাদেরকে সাক্ষী রেখেই এক নয়া মহাকাব্য রচনা করলেন ঝেঙ্গ।
ঘটনাচক্রে এদিনের ম্যাচে ঝেঙ্গ বা ভেকিচ যেই জিততেন তিনি তাঁর দেশের হয়ে নজির গড়তেন। প্রথম খেলোয়াড় হিসেবে টেনিস কোর্ট থেকে তাঁর দেশের হয়ে সোনা জয়ের নজির গড়তেন। আজ ভাগ্য ঝেঙ্গের প্রতিই ছিল সুপ্রসন্ন। প্রথম সেট ৬-২ তে জেতার পরে দ্বিতীয় সেটে ৫-৩ গেমে এগিয়ে যান ঝেঙ্গ। তিনি ম্যাচ জয়ের জন্য সার্ভিস করছিলেন। তাঁর সার্ভিস রিটার্ন করতে গিয়ে ভেকিচের ব্যাকহ্যান্ড রিটার্ন যখন বাইরে পড়ে তখন ইতিহাসের পাতায় নাম লেখান ঝেঙ্গ। অন্যদিকে এই বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন ইগা শিয়নটেক। শুক্রবার ইগা ব্রোঞ্জ পদক জয়ের পথে ৬-২,৬-১ ফলে হারালেন ক্যারোলিনা স্কিমিডোভাকে।
আরও পড়ুন-আপাতত শাস্তির হাত থেকে বাঁচলেন শাহিন! শৃঙ্খলাভঙ্গ করেও পার পেয়ে গেলেন এযাত্রায়…
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।