বাংলা নিউজ > ময়দান > টোকিও অলিম্পিক্স > এক পা তুলে ভার উত্তোলন চিনা অ্যাথলিটের, জিতলেন সোনাও, দেখুন সেই কীর্তির ভিডিয়ো

এক পা তুলে ভার উত্তোলন চিনা অ্যাথলিটের, জিতলেন সোনাও, দেখুন সেই কীর্তির ভিডিয়ো

চিনের লি ফাবিন। (ছবি সৌজন্য টুইটার)

দেখে নিন সেই ভিডিয়ো।

তাঁর ট্রেডমার্ক ‘স্টাইল’ এটাই। আর সেই ‘স্টাইল’-এর সাক্ষী থাকল টোকিও অলিম্পিক্সও। এক পা তুলে ভার উত্তোলনের পর পুরুষদের ৬১ কেজি বিভাগে সোনা জিতে নিলেন চিনের লি ফাবিন। যিনি অলিম্পিক্সের ইতিহাসে পঞ্চম ভারোত্তলক হিসেবে চতুর্থ সোনা জয়ের নজির তৈরি করলেন।

(টোকিয়ো অলিম্পিক্স ২০২০-এর যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন -- এখানে)

রবিবার প্রথম ক্লিন অ্যান্ড জার্কে ১৬৬ কেজি তোলেন চিনা ভারোত্তলক। ভার তোলার পর কিছুক্ষণের জন্য শূন্যে পা তুলে থাকেন। যা ‘ফ্লেমিঙ্গো লিফট’ নামে পরিচিত। যদিও নিজের ডান পা শূন্যে তুলতে গিয়ে প্রায় ভারসাম্য হারিয়ে ফেলছিলেন ফাবিন। তা দেখে হেসে ফেলেন অনেকেই। ভার নামিয়ে নিজেও হাসতে থাকেন। যিনি ২০১৭ সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপেও একই ‘স্টাইল’ দেখিয়েছিলেন।

পরে সাংবাদিক বৈঠকে ফাবিন বলেন, ‘এটা ক্ষণিকের ভুল ছিল। আমি প্রায় ভারসাম্য হারিয়ে ফেলছিলাম। কিন্তু প্রশিক্ষণের সময় আমি এটা অনুশীলন করছিলাম।’ সঙ্গে তিনি যোগ করেন, ‘আমি জানি যে এটা বিনোদন দেয়। কিন্তু এরকম করতে আমি বারণ করব। কারণ এটার ফলে গুরুতর চোটের সম্ভাবনা থাকে। আমার শারীরিক কাঠামো অত্যন্ত মজবুত এবং এটার উপর আমি অনেক খেটেছি।’

তারইমধ্যে অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতে নেন ফাবিন। ক্লিন অ্যান্ড জার্কে ১৬৬ কেজি এবং সার্বিকভাবে ৩১৩ কেজি ভার উত্তোলন করেন। শুধু তাই নয়, এশিয়ান গেমসের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়ার ইকো উলি ইরওয়ানের থেকে ১১ কেজি বেশি ভার উত্তোলন করেন। যদিও রবিবার স্ন্যাচের প্রথম চেষ্টায় অপ্রত্যাশিতভাবে ১৩৭ কেজি তুলতে পারেননি ২৮ বছরের ফাবিন। তবে তৃতীয় চেষ্টায় ১৪১ কেজি তুলে চার কেজি এগিয়ে থেকে ক্লিন অ্যান্ড জার্কে যান। ক্লিন অ্যান্ড জার্কে ১৭২ কেজিও তোলেন। যা ইরওয়ানের গড়া বিশ্ব রেকর্ডের থেকে মাত্র দু'কেজি কম।

বন্ধ করুন