শুভব্রত মুখার্জি :- শুক্রবার প্যারিস অলিম্পিক গেমসে নয়া নজির গড়লেন চিনের প্যাডলার মা লঙ্গ। ৩৫ বছর বয়সী প্যাডলার এই গেমসে খেলবেন কি না তা নিয়ে একটা সংশয় ছিল।তবে শেষ পর্যন্ত চিনের অলিম্পিক সংস্থা তাঁকে খেলার সুযোগ করে দেয়। আর ৩৫ বছর বয়সী তারকা তাঁর প্রতি যে আস্থা রাখা হয়েছিল তার পূর্ণ মর্যাদা দিলেন। কোন একটি নির্দিষ্ট খেলায় অলিম্পিক্সে প্রথম চাইনিজ অ্যাথলিট হিসেবে ষষ্ঠ সোনার পদক জিতলেন তিনি। টেবিল টেনিসে পুরুষদের টিম ইভেন্টে দেশের হয়ে সোনা জিতলেন তিনি। এই পদক জয়ের সঙ্গে সঙ্গেই টিটির ইতিহাসে কিংবদন্তি হিসেবেও নিজেকে সুপ্রতিষ্ঠিত করলেন তিনি।
আরও পড়ুন-কলকাতা লিগে ইস্টার্ন রেলকে বেলাইন করল ইস্টবেঙ্গল! জিতল ৩-০ গোলে…
প্যারিসে পুরুষদের টিটি ইভেন্টে ফাইনালে চিন মুখোমুখি হয়েছিল সুইডেনের। এদিনের ফাইনালে তারা ৩-০ ফলে হারিয়ে দিয়েছে সুইডেনকে। ফাইনাল স্কোরে যদিও সুইডেনকে হোয়াইটওয়াশ করেছে চিন।তবে ম্যাচগুলো কিন্তু অনেক বেশি প্রতিযোগিতামূলক ছিল।আর চিনের টিটি দল সোনা জয়ের সঙ্গে সঙ্গেই চিনা প্যাডলার মা লঙ্গ ছাপিয়ে গেলেন ডাইভার ইউ মিনজিয়া এবং চেন রুয়োলিনকে। ছাপিয়ে গেলেন জিমন্যাস্ট জু কাইকেও।
আরও পড়ুন-ভারতীয় ক্রিকেট দলে সুখবর! চোট কাটিয়ে আগামী মাসেই বাংলাদেশ সিরিজে ফিরছেন শামি…
চলতি প্যারিস গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে চিনের পুরুষ পতাকা বাহক ছিলেন মা লঙ্গ। এদিনের সোনা জয়ের ফলে তিনি তাঁর কেরিয়ারের ১৪ তম বিশ্ব খেতাব ও জিতে নিলেন।যদি ও গেমস শুরুর আগেই চিন মা লঙ্গকে নিয়ে বিতর্ক বাড়িয়েছিল। তাঁকে সিঙ্গেলস থেকে বাদ দিয়ে দেন তারা। ডাবলসে এবং টিম ইভেন্টে সুযোগ দেওয়া হয় মা লঙ্গকে। আর সেই সুযোগ পেয়েই বাজিমাত করেছেন তিনি। বুঝিয়ে দিয়েছেন এখন ও ফুরিয়ে যাননি তিনি।
আরও পড়ুন-শহরে এসেই অনুশীলন শুরু দিমির! আনোয়ার ইস্যুতে আজই বৈঠক প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির
প্রথম ম্যাচে মা লঙ্গ এবং ওয়াঙ্গ চু কিনের জুটি মুখোমুখি হয় অ্যান্টন কলবার্গ এবং ক্রিস্টিয়ান কার্লসেনের।প্রথম গেমটি চিনা জুটি জিতে নেন ১১-৮ ফলে।তবে ম্যাচ গড়ায় পঞ্চম গেম পর্যন্ত। শেষ পর্যন্ত এই ম্যাচ জিতে ১-০'তে লিড নেয় চিন। এর পরবর্তীতে বাকি দুটি গেমে জিতে চিন সোনা জয় নিশ্চিত করে। প্যারিস গেমসের টিটিতে এই সোনা জয়ের পাশাপাশি চিন মিক্সড ডাবলস,মহিলাদের সিঙ্গেলস,ছেলেদের সিঙ্গেলসে ও সোনা জিতেছে। ১৯৮৮ সালে অলিম্পিক্সের অংশ হয় টেবিল টেনিস।তারপর থেকে সম্ভাব্য ৩৭ টি সোনার মধ্যে ৩২ টি সোনাই জিতেছেন চাইনিজ প্যাডলাররা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।