Receives proposal after winning gold: শুক্রবার প্যারিস অলিম্পিক্স ২০২৪-এ অবাক করা এক দৃশ্য দেখা গিয়েছে। অলিম্পিক্সের আসরকেই প্রেম নিবেদনের মঞ্চ হিসাবে বেছে নিয়েছেন চিনের ব্যাডমিন্টন খেলোয়াড় লিউ ইউচেন। সোনা জেতার পরে গোটা বিশ্বের সামনে নিজের প্রেমিকাকে প্রেম নিবেদন করে বিয়ের প্রস্তাব দিলেন লিউ ইউচেন। তিনি তাঁর দেশের ব্যাডমিন্টন তারকা হুয়াং ইয়াকিওংকে বিয়ের প্রস্তাব দেন। সেই সময়ে পুরো ঘটনাটি বড় স্ক্রিনে দেখান হয়। এই সময়ে হুয়াং ইয়াকিওং আবেগে ভেসে যান এবং তিনি লিউ ইউচেনের বিয়ের প্রস্তাবে সম্মতি জানান।
ঘটনাটি কী ঘটেছিল?
এই ঘটনাটি ঘটে যখন ঝেং সিওয়েই ও হুয়াং ইয়াকিওং তাদের দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষকে হারিয়ে মিক্সড ডাবলস ফাইনাল জিতে সোনা জিতেছিলেন। তখন হুয়াং ইয়াকিওংয়ের সঙ্গে সোনার পদক জিতে আসার পরেই বিয়ের প্রস্তাবটি দেন লিউ ইউচেন। হুয়াং ইয়াকিওং এই প্রস্তাবে অভিভূত হয়ে বললেন ‘হ্যাঁ’। ভক্তরা এটি পছন্দ করেছেন এবং এই মুহূর্তের ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। একটি অলিম্পিক্সে স্বর্ণপদক এবং ভালবাসা জেতা এবং এই সব কিছু জেতার জন্য হুয়াং ইয়াকিওংকে অভিনন্দন। ব্যাডমিন্টন মিক্সড ডাবলসে চিনের জন্য শীর্ষ পুরস্কার ঘরে তোলার পর, তার প্রেমিক লিউ ইউচেন বিজয়ীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। হুয়াং তাতে হ্যাঁ বলেছিলেন।
আরও পড়ুন… Paris Olympics 2024: তিরন্দাজিতে ইতিহাস গড়েও ব্রোঞ্জ পদক জিততে পারল না ধীরাজ-অঙ্কিতা জুটি
হুয়াং ইয়াকিওংকে প্রেম নিবেদন করলেন লিউ ইউচেন দেখুন ভিডিয়ো-
আরও পড়ুন… Paris Olympics 2024: তিরন্দাজিতে ভারতের চমক, প্রথমবার সেমিতে পৌঁছাল ধীরাজ-অঙ্কিতার হাত ধরে
সোনা জেতেন ঝেং সিওয়েই ও হুয়াং ইয়াকিওং
প্যারিস অলিম্পিক্সের মিক্সড ডাবলস ব্যাডমিন্টন ইভেন্টে চিনের শীর্ষ বাছাই ঝেং সিওয়েই ও হুয়াং ইয়াকিওং সোনার পদকের লড়াইয়ে হারান দক্ষিণ কোরিয়ার কিম ওন-হো ও ঝেং না-ইউনকে। এই ম্যাচের ফল হয়েছিল ২১-৮ এবং ২১-১১ এবং শেষ পর্যন্ত অলিম্পিক্সের সোনার পদক জিতেন ঝেং সিওয়েই ও হুয়াং ইয়াকিওং। শেষ টোকিও অলিম্পিক্সের ফাইনালে রুপোর হারানোর আক্ষেপ ছিল তাদের। তবে এবার সোনা জিতে তা ভুলে যান তাঁরা। সোনা জয়ের পরেই হুয়াং ইয়াকিওংয়ের প্রেমিক লিউ ইউচেন অলিম্পিক্সের মঞ্চে প্রস্তাব দেন। সোনার পদক জয়ের পর আরেকটি অবিস্মরণীয় দৃশ্য তৈরি হয়।
আরও পড়ুন… Paris Olympics 2024: ইতিহাসের সামনে দাঁড়িয়ে মনু ভাকের! পদক জয়ের হ্যাটট্রিক কি করতে পারবেন?
হুয়াং ইয়াকিওংকে প্রোপজ করলেন লিউ ইউচেন
হুয়াং ইয়াকিওংকে তাঁর প্রেমিক লিউ ইউচেন যখন বিয়ের প্রস্তাব দিয়েছেন তখন হুয়াংয়ের বাবা-মা টিভিতে তা প্রত্যক্ষ করছিলেন। অলিম্পিক্সের মঞ্চে অবশ্য এটিই প্রথম প্রস্তাব নয়। রিও অলিম্পিক্সের সময়, চিনা ডুবুরি হে জি ৩ মিটার স্প্রিংবোর্ড ডাইভে রুপো জয়ের পর প্রেমিক সহ ডুবুরি কিন কাইয়ের কাছ থেকে বিয়ের প্রস্তাব গ্রহণ করেছিলেন। ফরাসি মহিলা স্কিফ নাবিক সারাহ স্টেয়ার্ট এবং চার্লিন পিকনও প্যারিসে ২০২৪ সালে স্কিফ সেলিংয়ে ব্রোঞ্জ জিতে তাদের প্রেমিকের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়েছিলেন। উভয়েই ‘হ্যাঁ’ বলেছিলেন, যদিও এই প্রস্তাবগুলি এনবিসির ক্যামেরা দ্বারা বন্দী হয়নি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।