প্যারিস অলিম্পিক্সে ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে কার্যত জেতা ম্যাচ মাঝপথে ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন স্পেনের তারকা শাটলার ক্যারোলিনা মারিন। চোটের কারণে তিনি খেলার মাঝখানেই নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হন। আর এই ঘটনার পরেই কান্নায় ভেঙে পড়েছিলেন ক্যারোলিনা।
রবিবার (৪ অগস্ট) সেমিফাইনালে হে বিংজিয়ায়োর বিরুদ্ধে ডান হাঁটুতে চোট পেয়েছিলেন ক্যারোলিনা মারিন। তিনি সেই সময়ে ম্যাচে আধিপত্য ধরে রেখেছিলেন। দ্বিতীয় সেট চলার মাঝ পথেই চোট পান ক্যারোলিনা। তখন স্প্যানিশ তারকা ২১-১৪, ১০-৬-এ এগিয়ে ছিলেন।
বিশ্রি ভাবে পড়ে গিয়ে ডান পায়ে চোট পেয়েছিলেন ক্যারোলিনা। চিকিৎসকেরা ছুটে এসে প্রাথমিক চিকিৎসাও করেন সেই সময়ে। হাঁটুর ক্যাপ পরেও তিনি খেলতে পারেননি। এবং যখন বুঝতে পারেন, তাঁকে চোটের জন্য টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে হবে, তখন অসহায় ভাবে কান্নায় ভেঙে পড়েন ক্যারোলিনা।তার আগে অবশ্য চেষ্টা করেছিলেন ক্যারোলিনা মারিন। তিনি ২টি পয়েন্ট খেলতে চেষ্টা করেছিলেন, যে ২টি পয়েন্টই তিনি হারান।
আরও পড়ুন: ভারতের আবেদন খারিজ করল FIH, জার্মানির বিরুদ্ধে সেমিফাইনাল খেলা হচ্ছে না অমিত রুইদাসের
তার পর আর খেলা চালিয়ে যেতে পারেননি স্প্যানিশ তারকা। অলিম্পিক্স থেকেই নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিলেন ক্যারোলিনা। এর পর কোর্টে আছড়ে পড়ে, তাঁর বুক ফাটা কান্না গোটা বিশ্বের, বিশেষ করে ক্রীড়াপ্রেমীদের মন বিষন্ন করে তুলেছিল। চোখে জল এনে দিয়েছিল।
সোমবার (৫ অগস্ট) ২০২৪ প্যারিস অলিম্পিক্সে ব্যাডমিন্টনে মহিলা সিঙ্গলসের ফাইনাল ছিল। সেই ফাইনালে দক্ষিণ কোরিয়ার তারকা আন সে-ইয়ং-এর কাছে হেরে হেরে যান সেমিতে ক্যারোলিনার চিনা প্রতিপক্ষ হে বিংজিয়ায়ো। তবে ফাইনালে ওঠার কারণে তাঁর রুপো আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। আর রুপো পাওয়ার পর হে বিংজিয়ায়ো সেমিফাইনালের তাঁর প্রতিপক্ষ স্প্যানিশ খেলোয়াড় ক্যারোলিনা মারিনকে বিশেষ ভাবে গভীর শ্রদ্ধা জানান।
আরও পড়ুন: অলিম্পিক্সে রেফারিংয়ের মান নিয়ে IOC-র কাছে অফিসিয়াল অভিযোগ জানাল ক্ষুব্ধ হকি ইন্ডিয়া
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গিয়েছে, ক্যারোলিনা মারিনের সম্মানে বিংজিয়ায়ো তাঁর রুপোর পদক নেওয়ার সময়ে স্প্যানিশ পতাকার একটি পিন ধরে রয়েছেন। আর এভাবেই রিও অলিম্পিক্সের সোনাজয়ীকে সম্মান এবং শ্রদ্ধা জানিয়েছেন বিংজিয়ায়ো। আর চিনা শাটলারের এমন কাজে সকলেই উদ্বেলিত। বিংজিয়ায়োকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সকলে।
এদিকে ইন্দোনেশিয়ার গ্রেগোরিয়া তুনজুং ব্রোঞ্জ জয়ের ম্যাচ না খেলেই পদক পেয়ে গিয়েছেন। কারণ তাঁর প্রতিপক্ষ স্পেনের ক্যারোলিনা মারিন চোটের জন্য আর খেলতে পারেননি। ইন্দোনেশিয়ার শাটলার ব্রোঞ্জ জয়ের ম্যাচে ওয়াকওভার পেয়ে যান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।