লক্ষ্য সেন এবং চৌ তিয়েন চেনের কোয়ার্টার ফাইনালে কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন একজন ফিজিয়োথেরাপিস্ট! শুক্রবার পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপেইয়ের শাটলার প্রতিটি পয়েন্টের পরে যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন চেনের ফিজিয়ো, তাতে অনেকেই বিরক্তি প্রকাশ করতে থাকেন। ট্রোল করতে থাকেন অনেকেই। কিন্তু ব্যাডমিন্টন দুনিয়ায় সেই ভিক্টোরিয়া কাওকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখা হয়। এমনকী বিশ্বের তাবড়-তাবড় তারকারা তাঁর ব্যক্তিত্বে মজে থাকেন। পিভি সিন্ধু বা বর্তমানে বিশ্বের দু'নম্বর পুরুষ শাটলার ভিক্টর অ্যাক্সেলসেন হোক - চেনের ফিজিয়োর ব্যক্তিত্বকে উপভোগ করেন বিশ্বের সেরা শাটলাররাও।
চেনের ফিজিয়োকে নিয়ে কথার যুদ্ধ নেটপাড়ায়
আর সেই পরিস্থিতিতে নেটপাড়ার দুটি অংশের মধ্যে কথার যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। ভিক্টোরিয়ার উচ্ছ্বাস এবং লক্ষ্যের জয়ের ছবি পোস্ট করে এক নেটিজেন বলেন, ‘শেষ হাসি হাসলেন লক্ষ্য সেন।’ কেউ-কেউ দাবি করতে থাকেন যে লক্ষ্যের মনঃসংযোগে ব্যাঘাত ঘটানোর জন্যই ওরকমভাবে উচ্ছ্বাসপ্রকাশ করছিলেন ভিক্টোরিয়া।
তাতে চটে যান নেটিজেনদের অপর অংশ। এক নেটিজেনের বক্তব্য, ‘লক্ষ্যকে বিরক্ত করার জন্য ওরকমভাবে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন ভিক্টোরিয়া। তিনি চেনকে উদ্ধুদ্ধ করতে ওরকমভাবে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। আপনি কি আদৌও খেলা দেখেন? নাকি স্রেফ লিখতে হয় বলে লিখে দেন।’ পালটা একজন আবার দাবি করেন, ‘ভিক্টোরিয়ার সেলিব্রেশনের জন্য আদতে চেনেরই মনঃসংযোগ ব্যাহত হচ্ছিল। আর সেই কারণেই সম্ভবত কিছু জেতেননি চেন।’
চেনকে ক্যানসার থেকে কোর্টে ফিরতে সাহায্য করেন ভিক্টোরিয়া
এক নেটিজেন আবার বলেন, ‘প্রতিটি পয়েন্টে উচ্ছ্বাস প্রকাশ করার জন্য যাঁরা ভিক্টোরিয়ার উপরে ক্ষোভপ্রকাশ করছেন, তাঁদের একটা বিষয় জানাতে চাই। গত বছর চৌ তিয়েন চেন যখন ক্যানসারের সঙ্গে লড়াই চালাচ্ছিলেন, তখন তাঁকে সারিয়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ভিক্টোরিয়া। চেন এবং ভিক্টোরিয়া দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করছেন।’
সেইসঙ্গে তিনি বলেন, 'ওঁনাকে বিরক্ত লাগলে ঠিক আছে। কিন্তু কেন তাঁর উপরে ক্ষোভপ্রকাশ করা হচ্ছে? উনি এমন একজন মানুষ, যিনি নিজের কাজটাকে ভালোবাসেন। আর চৌ তিয়েন চেনের ক্ষেত্রে সেটা কাজে দেয়।' অনেকে বলতে থাকেন যে ভিক্টোরিয়া আদতে চেনের মায়ের মতো। যে ভিক্টোরিয়াকে কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়ার বলে ‘সরি’ বলেছেন চেন।
ভিক্টোরিয়ায় মুগ্ধ সিন্ধু
এই বছরের মার্চেই ভিক্টোরিয়া এবং চেনের সঙ্গে ছবি পোস্ট করে সিন্ধু লিখেছিলেন, 'নিজের হাসি এবং এনার্জি নিয়ে সবসময় যে কোনও জায়গাকে মাতিয়ে রাখেন এই মহিলা। সত্যি কথা বলতে ব্যাডমিন্টন দুনিয়ায় উনি স্টার।' একইভাবে ২০২৩ সালে ভিক্টোরিয়ার একটি ভিডিয়ো পোস্ট করে মজা করেছিলেন অ্যাক্সেলসেন। চেনের ফিজিয়োর এনার্জিকে স্যালুট জানিয়েছিলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।