Cocaine Controversy at Paris Olympics 2024: কোকেন কেনার চেষ্টার অভিযোগে অস্ট্রেলিয়ার হকি খেলোয়াড় টম ক্রেগকে প্যারিসে গ্রেপ্তার করা হয়েছে। অস্ট্রেলিয়ান অলিম্পিক কমিটি (AOC) বুধবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। থিয়েটার এবং কোকেন কেনাকাটার জন্য বিখ্যাত প্যারিসের একটি এলাকায় দেখা গিয়েছিল টম ক্রেগকে। ২৮ বছর বয়সি টম ক্রেগকে ফরাসি পুলিশ আটক করেছিল।
ঘটনাটি ঘটেছে শহরের নবম অ্যারোন্ডিসমেন্টে, একটি এলাকা যেখানে নাইট লাইফ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যস্ত। এর ফলে প্যারিস অলিম্পিক্সে মাদককাণ্ডে জড়িয়ে গেল এক খেলোয়াড়ের নাম। বুধবার নিষিদ্ধ মাদক কিনতে গিয়ে গ্রেফতার হয়েছেন অস্ট্রেলিয়ার হকি দলের সদস্য টম ক্রেগ। মাদক বিক্রেতাকেও গ্রেফতার করা হয়েছে। ধৃতেরা প্যারিস পুলিশের হেফাজতে রয়েছেন।
আরও পড়ুন… Los Angeles Olympics 2028-এর প্রস্তুতি শুরু করে দিয়েছেন, দেশে ফিরেই জানালেন মনু ভাকের
টোকিয়ো অলিম্পিক্সে পুরুষদের হকিতে রুপো জিতেছিল অস্ট্রেলিয়া। প্যারিসে তারা সেমিফাইনালেও উঠতে পারেনি। সেই হতাশা আরও বাড়িয়ে দিলেন টম ক্রেগ। নিষিদ্ধ কোকেন কেনার সময় তাঁকে হাতেনাতে গ্রেফতার করেছে সেন্ট্রাল প্যারিস পুলিশ। প্যারিস পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘একটি আবাসনের নীচে নিষিদ্ধ মাদক বিক্রি করছিল এক যুবক। তার কাছে কোকেন-সহ বিভিন্ন রকমের নিষিদ্ধ মাদক ছিল। প্রায় ৭৫টি কাগজের মোড়ক পাওয়া গিয়েছে। সিন্থেটিক ড্রাগও পাওয়া গিয়েছিল। রাত সাড়ে ১২টা নাগাদ সেই যুবকের কাছ থেকে ১ গ্রাম কোকেন কিনতে যান ক্রেগ। সে সময় দু’জনকে হাতেনাতে ধরা হয়েছে।’
ধৃত বিক্রেতার বয়স মাত্র ১৭ বছর। অস্ট্রেলিয়ার হকি মিডফিল্ডারের বয়স ২৯। তাই নাবালকের কাছ থেকে নিষিদ্ধ মাদক কেনার অভিযোগও দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। ঘটনার সত্যতা স্বীকার করেছে অস্ট্রেলিয়ান অলিম্পিক কমিটিও (এওসি)। অস্ট্রেলিয়া দলের পক্ষে বলা হয়েছে, ‘ক্রেগ পুলিশের হেফাজতে রয়েছে। তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার প্রভাব আমাদের দলে পড়বে না। পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।’ এ বারের অলিম্পিক্সে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হেরে ছিটকে গিয়েছে অস্ট্রেলিয়ার হকি দল। ৫২ বছর পর অলিম্পিক্সে ভারতের কাছেও হেরেছিল অস্ট্রেলিয়া।
আরও পড়ুন… বাবর নাকি ইরফানকে সাক্ষাৎকার দিতে চায়নি! পাক সমর্থকদের মিথ্যাচারের যোগ্য জবাব দিলেন হরভজন
এওসি এক বিবৃতিতে জানিয়েছে, ‘অস্ট্রেলীয় হকি দলের একজন সদস্য ৬ অগস্ট প্যারিসে গ্রেপ্তার হওয়ার পরেও হেফাজতে রয়েছেন। কোনও অভিযোগ আনা হয়নি। এওসি তদন্ত চালিয়ে যাচ্ছে এবং দলের সদস্যের জন্য সহায়তার ব্যবস্থা করছে।’ টম গ্রেগ অস্ট্রেলিয়া দলের ফরোয়ার্ড এবং তিনি প্যারিস অলিম্পিকে পেনাল্টি কর্নারের মাধ্যমে একটি গোল করেছিলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।