রবি কুমার পারলেও টোকিওয় চমক দেখাতে পারলেন না দীপক পুনিয়া। ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৮৬ কেজি বিভাগের ফাইনালে উঠতে ব্যর্থ হলেন দীপক। সেমিফাইনাল বাউটে দীপক ০-১০ ব্যবধানে হার মানেন আমেরিকার ডেভিড মরিস টেলরের কাছে।
শেষ চারে পুনিয়া মার্কিন কুস্তিগীরের কাছে আত্মসমর্পণ করলেন বলাই উচিত হবে। কেননা, ফার্স্ট পিরিয়ডেই বাউট শেষ করে দেন ডেভিড। ১০ পয়েন্ট সংগ্রহ করে ব্যবধান ১০-০ করা মাত্রই টেকনিক্যাল সুপিরিয়রিটির নিরিখে ফাইনালের টিকিট নিশ্চিত করেন মার্কিন তারকা। ফলে দ্বিতীয় রাউন্ডে গড়ায়নি বাউট।
(টোকিও অলিম্পিক্স ২০২০-র যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়)
সেমিফাইনালে পরাজিত হওয়ায় সোনা ও রুপোর দৌড় থেকে ছিটকে গেলেন দীপক। তবে তাঁর সামনে ব্রোঞ্জ পদক জয়ের সুযোগ রয়েছে। ভারতীয় তারকাকে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে নামতে হবে রেপেচাজ থেকে উঠে আসা কুস্তিগীরের বিরুদ্ধে।
উল্লেখ্য, ভারতের রবি কুমার ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ফাইনালে উঠে পদক জয় নিশ্চিত করেছেন। তিনি ৫৭ কেজি বিভাগের সেমিফাইনালে পরাজিত করেন কাজাখাস্তানের নুরিস্ল্যাম সানায়েভকে। সেমিফাইনাল বাউটে একসময় ২-৯ ব্যবধানে পিছিয়ে ছিলেন রবি। সেখান থেকে দুরন্ত কামব্যাকে জয় ছিনিয়ে নেন তিনি। গোল্ড মেডেল বাউটে রবি কুমার ম্যাটে নামবেন দু'বারের বিশ্বচ্যাম্পিয়ন জাভুর উগুয়েভের বিরুদ্ধে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।