রবি কুমারের পর ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির কোয়ার্টার ফাইনালে উঠলেন দীপক পুনিয়া। ৮৬ কেজি বিভাগের প্রথম বাউটে নাইজেরিয়ার একেরেকেমে অ্যাগিওমোরকে টেকনিক্যাল সুপিরিয়রিটির নিরিখে ১২-১ ব্যবধানে পরাজিত করেন ভারতীয় কুস্তিগীর।
বাউটের ফার্স্ট পিরিয়ডে দীপক দু'বার ২ পয়েন্ট করে পকেটে পোরেন। নাইজেরিয়ান প্রতিপক্ষ বাউটের একমাত্র পয়েন্টটি সংগ্রহ করেন প্রথম পিরিয়ডেই। সুতরাং, প্রথম রাউন্ডেই দীপক ৪-১ ব্যবধানে এগিয়ে ছিলেন।
(টোকিও অলিম্পিক্স ২০২০-র যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়)
দ্বিতীয় পিরিডয়ে দীপক সংগ্রহ করেন যথাক্রমে ১, ২, ১, ২, ২ পয়েন্ট। সুতরাং দ্বিতীয় রাউন্ডে দীপক ৮ পয়েন্ট তুলতেই দুই কুস্তিগীরের মধ্যে পয়েন্টের ফারাক দশ পয়েন্টের বেশি হয়ে যায়। ফলে টেকনিক্যাল সুপিরিয়রিটির নিরিখে বাউট জিতে যান পুনিয়া।
কোয়ার্টার ফাইনাল বাউটে দীপক ম্যাটে নামবেন চিনের জুসেন লিনের বিরুদ্ধে। চিনা কুস্তিগীর প্রথম বাউটে পেরুর পুল অ্যাম্ব্রোসিওকে ১১-০ ব্যবধানে বিধ্বস্ত করেছেন। সুতরাং, শেষ আটের লড়াই সহজ হবে না পুনিয়ার সামনে।
উল্লেখ্য, ছেলেদের ৫৭ কেজি বিভাগের প্রথম ম্যাচে কলম্বিয়ার অস্কার এদুয়ার্গো টিগেরেরস আর্বানোকে টেকনিক্যাল সুপিরিয়রিটির নিরিখে ১৩-২ ব্যবধানে পরাজিত করেন রবি কুমার দাহিয়া। সেই সঙ্গে তিনি জায়গা করে নেন কোয়ার্টার ফাইনাল বাউটে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।