মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই শুরু বিশ্বের বৃহত্তম প্রতিযোগিতার আসর প্যারিস অলিম্পিক্স। ভারতের প্রতিযোগিদের সঙ্গে এবারও আর্চারিতে দেশের প্রতিনিধিত্ব করবেন দীপিকা কুমারী। ভারতীয় তীরন্দাজদের মধ্যে অন্যতম সম্ভাবনাময় প্রতিযোগির নামই দীপিকা। এখনও পর্যন্ত অবশ্য অলিম্পিক্সে সেভাবে দাগ কাটতে পারেননি এই তীরন্দাজ। স্বামী অতনু পদক জয়ের কাছাকাছি গিয়েও হাতছাড়া করেছিলেন, অলিম্পিক্সে নিজের কেরিয়ারের পদকের খরা কাটানোর লক্ষ্যে দীপিকা। এই মূহূর্তে তাঁর যা বয়স এবং শারীরিক যা অবস্থা তাতে আগামী অলিম্পিক্সে তিনি কতটা ফিট থাকবেন সেই নিয়ে একটা সংশয় রয়েছে। এবছরও তাঁর প্যারিসে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে ছিল বড়সড় প্রশ্নচিহ্ন, কিন্তু সেই আশঙ্কা কাটিয়ে নামছেন তিনি। তবে নিজের কন্যা সন্তানকে দূরে রেখে খেলতে যাওয়ার যন্ত্রণা প্রতি মূহূর্তেই তাঁকে তাড়া করে বেড়াচ্ছে।
আরও পড়ুন-ভারতীয় দলের কোচ হওয়ার পর চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে কি কথা হয় গৌতম গম্ভীরের?
প্যারিস অলিম্পিক্সের প্রস্তুতির জন্য ২ মাসের কন্যা সন্তানের থেকে দূরে থাকতে হয়েছে দীপিকা কুমারীকে। দেশের স্বার্থে এই আত্মত্যাগ তাঁকে করতে হলেও, মন যেন মানতেই চাইছিল না। হবেই বা কি করে? মেয়ের বয়স তো মাত্র ১৯ মাস, তাই যেখানেই গেছিলেন ভেদিকাকে মিস করেছেন তিনি। দীপিকা বলছেন, ‘মেয়েকে ছেড়ে এত দূরে থাকার কষ্টটা বলে বোঝানো যাবে না, কিন্তু দেশের জন্য কিছু করতে গেলে এটা আমাদের মানিয়ে নিতেই হয়। তবে একটা ভালো জিনিস হল, ও বাবার কাছে থাকতে পারে। বাড়ির বাকিদের সঙ্গেও মানিয়ে নিয়েছে ’।
আরও পড়ুন-ওডিআই বিশ্বকাপে পারফর্ম করেও ব্রাত্য! শ্রীলঙ্কা সিরিজে সুযোগ পেয়ে জবাব রাহুলের…
দীপিকার স্বামী প্রাক্তন অলিম্পিয়ান অতনু দাস বলছেন, ‘আমরা এমনভাবেই সন্তান নিতে চেয়েছিলাম যাতে দুজনেই প্যারিসে খেলতে পারি। কিন্তু এরপরই দীপিকার শরীর অসুস্থ হয়ে যায়। তীরন্দাজির সরঞ্জাম তোলা তো দূরের কথা, নিজের দৈনন্দিন কাজও করতে পারছিল না দীপিকা, সব কিছুই শূন্য থেকে শুরু করতে হয়েছিল। এরপর আসতে আসতে জগিং শুরু করে, জিমে সময় দিতে থাকে। এক সময় ও ভেবেছিল, দীপিকার কেরিয়ার হয়ত শেষের মুখে। ’।
আরও পড়ুন-২.৩ ওভারেই পাঁচ উইকেট! কেরিয়ারের সেরা বোলিং করে নজর কাড়লেন মার্নাস লাবুশান…
অলিম্পিক্স গেমস নিয়ে দীপিকা কুমারি বলছেন, ‘আমি জানিনা অলিম্পিক্স আসলেই কেন অকারণে সকলে আর্চারি নিয়ে এত কথা বলে। এটা আমাদের ওপর অকারণে চাপ তৈরি করে। এই প্রতিযোগিতাকেও আমাদের আর পাঁচটা প্রতিযোগিতার মতো দেখতে হবে, নাহলেই বাড়তি চাপ চলে আসবে। কোয়ালিফিকেশনে ভালো ক্রমতালিকায় পেতে চাই ’। অতনু প্যারিসে থাকলে ভালো হত? দীপিকা বললেন, ভেদিকাকে সামলানোর কঠিন কাজ তিনি দিয়ে এসেছেন অতনুকে। পাল্টা অতনু বললেন, স্ত্রীকে দেওয়া উপহারের ব্যাগে যেন তিনি পদক নিয়েই ফেরেন এবার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।