টোকিও অলিম্পিক্স এখন অতীত, এবার সামনে ২০২৪ প্যারিস অলিম্পিক্স। তিরন্দিজিতে টোকিও অলিম্পিক্সে ব্যর্থ হয়েছে ভারতীয় দল, সেই কারণেই ২০২৪ সালের কাজটা এখন থেকেই শুরু করে দিল ভারত। তিরন্দাজির বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকেই যেন সেই কাজের শুরু হয়েগেল। দীপিকা-অতনুদের টোপকে এবার নিজেদের জায়গা দখল করছে ভারতের তরুণ-তরণীরা। সোনিপতের ট্রায়ালে দেখা যাচ্ছে সেই রকমই সব দৃশ্য। ভারত এবার নতুন ভাবে আসতে চলেছে। যা দেখে খুশি সকলেই।
অলিম্পিক্স থেকে ফিরেই সোনিপতের সিলেকশন ট্রায়ালে অংশ নিয়েছিলেন দীপিকা কুমারী, অতনু দাস, তরুণদীপ রাইরা। কিন্তু সেখানেও ব্যর্থ হলেন দীপিকা কুমারীরা। আগামী মাসেই বসছে তিরন্দাজির বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসর। সোনিপতের সিলেকশন ট্রায়ালে দীপিকা চতুর্থ স্থান দখল করায় তিরন্দাজির বিশ্ব চ্যাম্পিয়নশিপ দলে জায়গা পেলেন না তিনি। এর ফলে বিশ্ব চ্যাম্পিয়নশিপের মহিলাদের রিকার্ভ দলে সুযোগ পেয়ে গেলেন কোমলিকা বারি, অঙ্কিতা ভকত এবং ১৭ বছরের হরিয়ানার মেয়ে রিধি ফোড়। কম্পাউন্ড টিমে মহিলাদের মধ্যে রয়েছেন মুসকান কিরার, জ্যোতি সুরেখা ভেন্নম ও প্রিয়া গুর্জর।
অন্যদিকে ফল ভাল করতে পারলেন না অতনু দাস, প্রবীণ যাদবরা। ফলে দলে তরুণরা জায়গা করে নিয়েছেন। পুরুষদের মধ্যে সিলেকশন ট্রায়ালে অলিম্পিয়ান অতনু দাস ১৭তম, প্রবীণ যাদব ২০তম ও তরুণদীপ রাই নবম স্থান দখল করেন। রিকার্ভ পুরুষ দলে জায়গা পেয়ে গেলেন পঞ্জাবের আদিত্য চৌধুরী, মহারাষ্ট্রের ১৯ বছরের তিরন্দাজ পার্থ সালুঙ্খে এবং ২০১৪ সালে ইউথ অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী অতুল ভার্মা। দ্রোণাচার্য তথা অর্জুন পুরস্কারপ্রাপ্ত সঞ্জীবা সিং সোনিপতের ট্রায়ালের দেখাশোনা করছেন। তিনি বলেন, যেভাবে জুনিয়ররা সিনিয়র দলে জায়গা করে নিলেন তা যথেষ্ট ইতিবাচক দিক। ভারতের এই নিউ লুক দলের গড় বয়স এখন ২০। কম্পাউন্ড টিমে পুরুষ তিরন্দাজদের দলে রয়েছেন দিল্লির অভিষেক ভার্মা, সঙ্গম সিং বিসলা ও ঋষভ যাদব।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।