‘চক দে ইন্ডিয়া’-য় অস্ট্রেলিয়ার কোচ ছিলেন। আর তিনিই ব্যান করে দিলেন অমিত রোহিদাসকে। সেই সিদ্ধান্তের ফলে জার্মানির বিরুদ্ধে প্যারিস অলিম্পিক্সের সেমিফাইনালে খেলতে পারবেন না ভারতের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার তথা 'ফার্স্ট রাশার'। রবিবার কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে অমিতকে লাল কার্ড দেখানোর বিরুদ্ধে ভারত যে আপিল করেছিল, সেটার প্রেক্ষিতে আন্তর্জাতিক হকি ফেডারেশনের (FIH) তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাতে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে একটি ম্যাচের জন্য নিষিদ্ধ থাকতে হবে অমিতকে। আর সেই বিজ্ঞপ্তিতে টেকনিকাল ডেলিগেট হিসেবে নাম আছে ‘চক দে ইন্ডিয়া’-য় অস্ট্রেলিয়ার সেই কোচ জোশুয়া বার্টের।
ভারতের বিপদ বাড়ালেন ‘চক দে ইন্ডিয়া’-র অস্ট্রেলিয়ার কোচ!
জোশুয়া শুধু অভিনেতা নন, তিনি আন্তর্জাতিক হকির প্রথমসারির অফিসিয়ালদের মধ্যেও আছেন। এবার প্যারিস অলিম্পিক্সে অস্ট্রেলিয়ার যে পাঁচজনকে হকির অফিসিয়াল হিসেবে বেছে নেয় আন্তর্জাতিক হকি ফেডারেশন, তাঁদের মধ্যে আছেন জোশুয়া। আর ভাগ্যচক্রে অমিতের লাল কার্ডের বিরুদ্ধে ভারত যে আপিল করেছিল, তাতে টেকনিকাল ডেলিগেট হিসেবে শাহরুখ খান অভিনীত ‘চক দে ইন্ডিয়া’-য় অস্ট্রেলিয়ার হকি দলের কোচের নামই আছে।
FIH-র তরফে কী বলা হয়েছে?
আর অমিতকে একটি ম্যাচের জন্য ব্যান করা হচ্ছে বলে আন্তর্জাতিক হকি ফেডারেশনের যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাতে বলা হয়েছে, ‘২০২৪ সালের ৪ অগস্ট ভারত বনাম গ্রেট ব্রিটেনে ম্যাচের সময় আন্তর্জাতিক হকি ফেডারেশনের কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করার জন্য একটি ম্যাচের জন্য অমিত রোহিদাসকে সাসপেন্ড করা হয়েছে। সেই সাসপেনশের প্রভাব পড়বে ৩৫ নম্বর ম্যাচের উপরে। যে ম্যাচটা ২০২৪ সালের ৬ অগস্ট খেলা হবে। সেই ম্যাচ অমিত রোহিদাস খেলতে পারবেন না। আর ১৫ জনের স্কোয়াড নিয়ে ভারত খেলবে।’
কেন অমিতকে লাল কার্ড দেখানো হয়?
রবিবার গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই লাল কার্ড দেখানো হয় অমিতকে। বল নিয়ে বেরিয়ে যাওয়ার সময় মিডফিল্ডে তাঁকে ধরার চেষ্টা করেন ব্রিটেনের উইল কালনান। সেইসময় কালনানের মুখে লাগে অমিতের স্টিক। ভিডিয়ো রেফারেল নিয়ে অমিতকে লাল কার্ড দেখানো হয়।
আরও পড়ুন: এখনই অবসর নয়, অলিম্পিক্স পদক না জেতা পর্যন্ত খেলা ছাড়ব না- ভারতের তিরন্দাজ দীপিকা কুমারীর অঙ্গীকার
সেই পরিস্থিতিতে ৪৩ মিনিট ১০ জনে খেলতে বাধ্য হয় ভারত। দুর্দান্ত ডিফেন্ডিং এবং পিআর শ্রীজেশের দুরন্ত গোলকিপিংয়ের সুবাদে নির্ধারিত সময় খেলার ফল ছিল ১-১। শ্যুট-অফে ব্রিটেনকে ৪-২ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের জন্য অলিম্পিক্সে হকির সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় হকি দল। মঙ্গলবার জার্মানির বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নামবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।