বাংলা নিউজ > ময়দান > অলিম্পিক্স > ‘জানি না বক্সিংয়ের পয়েন্ট সিস্টেম!’ বললেন মেডেলজয়ী বিজেন্দর! নিশান্তের বিদায়ে তুঙ্গে বিতর্ক

‘জানি না বক্সিংয়ের পয়েন্ট সিস্টেম!’ বললেন মেডেলজয়ী বিজেন্দর! নিশান্তের বিদায়ে তুঙ্গে বিতর্ক

ভারতের নিশান্ত দেব অলিম্পিক্সের ম্যাচে। ছবি-এপি (AP)

বিজেন্দর সিং নিশান্তের ছিটকে যাওয়া নিয়ে বলেন, ‘আমি জানি না এখানে স্কোরিং সিস্টেম কি ছিল, তবে লড়াই হাড্ডাহাড্ডি হয়েছে। খুব ভালো খেলেছে ও, এটা হতেই পারে ’। বলিউড অভিনেতা রনদীপ হুডা বলেন, ‘নিশান্তই জিতেছে ম্যাচটা। এটা কি ধরণের স্কোরিং সিস্টেম? ডাকাতি করে মেডেল ছিনিয়ে নেওয়া হল, এটা দুঃখের ব্যাপার।  ’।

প্যারিস অলিম্পিক্সে অষ্টম দিনেই ছিটকে গেছেন ভারতীয় বক্সার নিশান্ত দেব। সাড়া জাগিয়ে শুরু করলেও শনিবারই থেমে গেছে তাঁর প্যারিস অলিম্পিক্সের যাত্রা। মেক্সিকোর মার্কো ভার্দের বিপক্ষে পুরুষদের ৭১ কেজি বিভাগের বক্সিংয়ে নেমেছিলেন নিশান্ত, শুরু থেকেই ছিলেন দাপটে মেজাজে। অথচ খেলার যখন ফল বেরোল তখন দেখা গেল, নিশান্তই নাকি হেরে গেছেন। তিনি নিজে তখন কিছু বুঝতে না পারলেও ম্যাচ হারের কিছুক্ষণ পর থেকেই জাজদের সিদ্ধান্ত নিয়ে শুরু হয় বিতর্ক। কোন পয়েন্ট সিস্টেমে নিশান্তের থেকে বেশি পয়েন্ট দেওয়া হল মেক্সিকোর ভার্দেকে, এই প্রশ্নই তুলেছেন অলিম্পিক্সে পদকজয়ী বক্সাররা।

আরও পড়ুন-অলিম্পিক্সের অষ্টম দিন ভালো গেল না ভারতের! হাতছাড়া হল একাধিক পদক জয়ের সুযোগ…

শনিবার মেক্সিকোর মার্কো ভার্দের সঙ্গে ম্যাচে নিশান্ত হেরে যান। তিনি জিততে পারলে এই খেলায় ভারতের চতুর্থ ক্রীড়াবিদ হিসেবে পদক জিততে পারতেন বিজেন্দর কুমার, মেরি কম, লভলিনা বর্গোহাইয়ের পর। প্রথম রাউন্ডে সহজেই জয় পেয়েছিলেন ভারতের এই বক্সার। দ্বিতীয় রাউন্ডেও একই রকম আক্রমণাত্মক মেজাজেই খেলতে থাকেন তিনি। পরপর পাঞ্চ করতে থাকেন ভার্দেকে। কিন্তু কিছুটা অপ্রত্যাশিতভাবেই দ্বিতীয় রাউন্ডের শেষে দেখা যায় জাজরা ভার্দের পক্ষেই ৩-২ ফল দিয়েছেন।

আরও পড়ুন-প্যারিস অলিম্পিক্সে রূপকথা লিখলেন সেন্ট লুসিয়ার জুলিয়েন! ১০০ মিটার দৌড়ে সোনা জিতলেন ছোটবেলায় বাবাকে হারানো স্প্রিন্টার…

তৃতীয় রাউন্ডের শেষে মার্কোকে রেফারি জয়ী ঘোষণা করতেই কিছুটা হতবাক হয়ে যান নিশান্ত। চোখে মুখে ধরা পড়ে বিরক্তি। বুঝতে পারছিলেন কিছু একটা গড়মিল রয়েছে, কারণ তিনিই বেশি অ্যাটাক করেছেন, পয়েন্টও পাওয়ার কথা ছিল তাঁরই। তৃতীয় রাউন্ডে ৪-১ ফলে মার্কো ভার্দেকে এগিয়ে দেন জাজরা। কোয়ার্টার ফাইনালে এই জয়ের সঙ্গে সঙ্গেই পদক নিশ্চিত করে ফেলেন মেক্সিকান বক্সার, এরপরই অলিম্পিক্সের মান নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করলেন গেমসের প্রাক্তন রৌপ্যপদকজয়ী বক্সার বিজেন্দর সিং।

আরও পড়ুন-শেষ ২০০ মিটারে স্বপ্নের দৌড়! মার্কিন, ব্রিটিশ, বেলজিয়ানদের পিছনে ফেলে ৪ *৪০০ মিটার রিলে দৌড়ে সোনা জিতলেন ডাচ দৌড়বিদ…

বিজেন্দর সিং নিশান্তের বিতর্কিত সিদ্ধান্তে ছিটকে যাওয়া নিয়ে বলেন, ‘আমি জানি না এখানে স্কোরিং সিস্টেম কি ছিল, তবে লড়াই হাড্ডাহাড্ডি হয়েছে। খুব ভালো খেলেছে ও, এটা হতেই পারে ’।

বলিউড অভিনেতা রনদীপ হুডা বলেন, ‘নিশান্তই জিতেছে ম্যাচটা। এটা কি ধরণের স্কোরিং সিস্টেম? ডাকাতি করে মেডেল ছিনিয়ে নেওয়া হল, এটা দুঃখের ব্যাপার। কিন্তু ও হৃদয় জিতেছে, আরও অনেক পদক আসবে ’।

 

আরেক তারকা শ্যুটার হিনা সিন্ধু বলেন, ‘এত ভালো পারফরমেন্সের পর ওকে নিশান্তকে হারতে দেখে খারাপ লাগছে। ভেবেছিলাম ও জিতবে, কিন্তু জাজরা হয়ত অন্য কিছু ভেবেছেন ’।

চোটের জন্য এক সময় তাঁর কেরিয়ার ছিল শেষের মুখে, সেখান থেকেই ফিরে আসেন তিনি। প্রতিনিধিত্ব করেন দেশের হয়ে অলিম্পিক্সে। সেখানে ২৪ বছর বয়সী নিশান্তের সঙ্গে এমন বিতর্কিত সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না সকলে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

২০২৫ সালে প্রথম চন্দ্রগ্রহণ কবে? কয়টি গ্রহণ রয়েছে আগামী বছর ! দেখে নিন তারিখ বাংলাদেশ সিরিজেই ৩টি বিরাট নজির গড়তে পারেন যশস্বী, ভাঙতে পারেন রাহানেদের রেকর্ড ধনু,মকর, কুম্ভ, মীনের মধ্যে আজ কারা লাকি? রইল ১৮ সেপ্টেম্বরের রাশিফল সিংহ,কন্যা, তুলা, বৃশ্চিকের মধ্যে আজ লাকি কারা? ১৮ সেপ্টেম্বরের রাশিফল রইল ভরা পূর্ণিমায় ২০২৪ সালের শেষ চন্দ্রগ্রহণ! ১৮ সেপ্টেম্বর গ্রহণ শুরুর সময় কখন? মেষ, বৃষ, মিথুন, কর্কটের ভাগ্যে আজ কী রয়েছে? দেখে নিন ১৮ সেপ্টেম্বরের রাশিফল চলবে কর্মবিরতি! রাত দেড়টায় ঘোষণা জুনিয়র ডাক্তারদের, ফের মমতার সঙ্গে বৈঠক চান মুখ্যমন্ত্রী আগে ঠিক কাজটা করলে আমার কোল খালি হত না, কেঁদে ফেললেন নির্যাতিতার মা চুক্তি লাগু নিয়ে দিল্লিতে মিটিং, যোগ দেবে তিপ্রা মোথা, দিন ঠিক হল সুনীতার স্বামী মাইকেল হিন্দু ধর্মে বিশ্বাসী! কেমন ছিল দুজনের প্রেমের গল্প

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.