শুভব্রত মুখার্জি:- প্যারিস অলিম্পিক গেমসকে নিয়ে বিতর্ক যেন থামছেই না। কখন ও খাবারের সমস্যা, কখনো গেমস ভিলেজে থাকার জায়গা নিয়ে সমস্যা,কখনো আবার ইন্টারনেটের সমস্যা বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে জর্জরিত যেন প্যারিস গেমস। ট্রায়াথলনের ইভেন্ট আদৌও হবে কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। সাইন নদীর জল কোটি কোটি টাকা খরচ রে পরিষ্কার করার পরে ও সেই নদীর জলে দূষনের মাত্রা ফের বাড়ার অভিযোগ উঠেছে।এমন আবহে এবার নতুন বিতর্ক দেখা দিল প্যারিস গেমসের উদ্বোধনী অনুষ্ঠানকে নিয়ে! রীতিমতো বিস্ফোরক কথাবার্তা এই অনুষ্ঠানকে নিয়ে বললেন প্রাক্তন মাকিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারের গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে নাকি অলিম্পিকের ইতিহাসে সবথেকে জঘন্য অনুষ্ঠান হয়েছে। যা অত্যন্ত লজ্জাজনক বলে বিস্ফোরক দাবি করে বিতর্ক উস্কে দিয়েছেন ট্রাম্প।
আরও পড়ুন-টি২০ সিরিজ জিতেও ক্রেডিট নিতে চাইলেন না গম্ভীর! রিঙ্কুদের অনুরোধ সত্ত্বেও এড়ালেন লাইমলাইট
উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে প্রায় এক সপ্তাহ হতে চলল। অ্যাথলিটরা পদকের লড়াইও শুরু করে দিয়েছেন । তার মাঝেই অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট এবং আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে এবারের অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান ‘লজ্জা’র।ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানি ‘আমি খোলামনের একজন মানুষ। কিন্তু আমি এটা মনে করি যে তারা(ফরাসিরা) যা করেছে(উদ্বোধনী অনুষ্ঠান) সেটার লজ্জার।ড্রাগ কুইন (মেয়েদের পোশাক পরিহিত ছেলেরা নিজেদের নারীত্ব প্রদর্শনের পারফরম্যান্স করেছেন) ছাড়াও ডিজে এবং নাচের গ্রুপ নিয়ে কিংবদন্তি শিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা অমর চিত্রকর্ম ‘দ্য লাস্ট সাপারে'র চিত্রণ করা হয়।'এখানেই আপত্তি রয়েছে ট্রাম্পের।
আরও পড়ু-বল হাতে চমক দেখানোর পর সেরা ফিল্ডারের পুরস্কার পেলেন রিঙ্কু! পদক পেয়ে কী বললেন নাইট তারকা?
প্যারিস গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের বিষয়টি নিয়ে ক্যাথলিক সমাজ ও ফ্রান্সের ধর্মযাজকেরা চরম সমালোচনা করেছেন।আর তারপরেই ট্রাম্পের এমন মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ।ড্রাগ কুইনের বিষয়টি নিয়ে আয়োজক কমিটি ক্ষমাও চেয়েছে।আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘নিশ্চিত করে বলতে পারি, কোনো ধর্মীয় গোষ্ঠীকে আঘাত দেওয়ার কোনরকম উদ্দেশ্য আমাদের ছিল না। আমরা যা করতে চেয়েছি, সেটা অর্জন করতে পেরেছি। যদি কোনো মানুষকে আঘাত করে থাকে বিষয়টি তবে আমরা মন থেকে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী।'
প্রসঙ্গত পরের বার অর্থাৎ ২০২৮ অলিম্পিক্স হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। প্রেসিডেন্ট হলে লস অ্যাঞ্জেলেসে অলিম্পিকের উদ্বোধনে কী করবেন এই প্রশ্নের উত্তরে ট্রাম্প জানিয়েছেন ‘লাস্ট সাপারকে যেভাবে প্রদর্শন করা হয়েছে, আমরা সেটা করব না।’ উল্লেখ্য এই বারেই প্রথমবার প্রথা ভেঙে গেমসের উদ্বোধনী অনুষ্ঠান স্টেডিয়ামে না করে সাইন নদীতে করেছিল আয়োজকরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।