পদকের আশা তাঁর কাছ থেকে ছিলই। নিরাশ করেননি ভিনেশ ফোগট। প্যারিস অলিম্পিক্সে ভারতের চতুর্থ পদক নিশ্চিত করে ফেলেছেন ভিনেশ। ভারতকে সোনা দেওয়ার বড় সুযোগ রয়েছে ভিনেশের সামনে। কুস্তিতে ৫০ কেজি বিভাগের ফাইনালে উঠে ইতিহাস লিখে ফেলেছেন তারকা মহিলা কুস্তিগীর।
আরও পড়ুন: হাতের ক্ষত থেকে রক্ত ঝরে কোর্টে পড়ছিল… ব্রোঞ্জ হাতছাড়া হওয়ার জন্য চোটকেই দায়ী করলেন লক্ষ্য
মঙ্গলবার চ্যাম্প-ডি-মার্স অ্যারেনা ম্যাট বি-তে ৫০ কেজি বিভাগের সেমিফাইনালে ৫-০ স্কোরে কিউবার ইউসনেলিস গুজমান লোপেজকে হারান ভিনেশ। প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসাবে অলিম্পিক্সের ফাইনালে পৌঁছে প্যারিসে অন্তত একটি রুপোর পদক নিশ্চিত করেছেন তিনি।
২০১৬ রিও অলিম্পিক্সে ২০১৬ এবং ২০২০ টোকিয়ো গেমসে তিনি কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছিলেন। তবে এবার ফাইনালে উঠে ব্রিজভূষণ শরণ সিং কাণ্ডে ভারত সরকারকে যেন যোগ্য জবাব দিলেন ভিনেশ।
আরও পড়ুন: ইচ্ছাকৃত ভাবে নিশা দাহিয়াকে আহত করেছে ওর প্রতিপক্ষ- চাঞ্চল্যকর অভিযোগ ভারতীয় কুস্তি কোচের
এদিকে ফাইনালে ওঠার পরে মিক্সড জোনে দাঁড়িয়ে ভিডিয়ো কলে মায়ের সঙ্গে কথা বলেন ভিনেশ। পরিবারের অন্য সদস্যরাও ছিলেন ফোনের ওপারে। কথা বলার সময়ে আবেগে ভাসতে দেখা যায় ভিনেশকে। কেঁদে ফেলেন তিনি। হাতের ইশারায় আশীর্বাদ চান সকলের। ভিনেশের মা মেয়েকে ঠিক কী বলেছেন, তা শোনা যায়নি। তবে ভিনেশকে বলতে শোনা যায়, ‘সোনা লানা হ্যায়! সোনা (আমি সোনা আনব)।’
প্রি-কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন তথা গত অলিম্পিক্সের সোনাজয়ী জাপানের উই সুসাকিকে হারান ভিনেশ। গত অলিম্পিক্সে সুসাকি প্রতিপক্ষকে একটিও পয়েন্ট পেতে দেননি। তাঁকেই ৩-২ পয়েন্টে হারান ভিনেশ। কোয়ার্টার ফাইনালে তিনি হারান ইউক্রেনের লিভাচ ওকসানাকে। ৭-৫ পয়েন্টে জেতেন ভারতের তারকা কুস্তিগীর।
সেমিফাইনালের লড়াইটা কিন্তু ভিনেশের জন্য সহজ ছিল না। কিউবার লোপেজ শেষ আটের ম্যাচে ১০-০ জিতেছিলেন। তাঁর বিরুদ্ধে রক্ষণাত্মক ভাবেই ভিনেশ শুরু করেন। নিজের ডিফেন্সে জোর দিয়েছিলেন তিনি। কোনও ভাবে অযাচিত পয়েন্ট যাতে লোপেজ না পান, সেই দিকে তাঁর নজর ছিল। পয়েন্ট না পেয়ে লোপেজ যাতে বিরক্ত হয়ে ভুল করে বসেন, তার জন্যই ধৈর্য্য ধরে অপেক্ষা করছিলেন ভারতীয় কুস্তিগীর। এদিকে লোপেজও ঠাণ্ডা মাথায় লড়াই চালাচ্ছিলেন। ভালো ডিফেন্স করছিলেন তিনিও। যে কারণে ভিনেশও পয়েন্ট পাচ্ছিলেন না। পুরো ট্যাকটিক্যাল লড়াই হয়ে উঠেছিল।
প্রথম তিন মিনিট শেষ হওয়ার আগে পয়েন্ট পাওয়ার সুযোগ পান ভিনেশ। দু'বার ওয়ার্নিং পান লোপেজ। ফলে ৩০ সেকেন্ডের মধ্যে পয়েন্ট তুলতে হত তাঁকে। তিনি পারেননি। সেই কারণে পেনাল্টি হিসাবে ১ পয়েন্ট পান ভিনেশ। পরের তিন মিনিট শুরু হওয়ার পরেই ভিনেশকে আবার দু'বার ওয়ার্নিং দেওয়া হয়। ফলে তাঁকেও লোপেজের মতো ৩০ সেকেন্ডে পয়েন্ট তুলতে হত। নইলে প্রতিপক্ষ ১ পয়েন্ট পেয়ে যেতেন। সেই ওয়ার্নিং-ই যেন শাপে বর হল ভিনেশের। তার আগে পর্যন্ত রক্ষণাত্মক খেলছিলেন তিনি। কিন্তু রেফারির ওয়ার্নিংয়ের ফলে ৩০ সেকেন্ডের মধ্যে পয়েন্ট তুলে নেন ভিনেশ। সেই সঙ্গে ৩-০ এগিয়ে যান। যার নিটফল, চাপে পড়ে আরও ২ পয়েন্ট হারান লোপেজ। ৫-০ এগিয়ে যান ভিনেশ।
এর পর আর পয়েন্ট পাননি কিউবার কুস্তিগীর। কারণ সময়ও কমে এসেছিল। চাপ বেড়েছিল লোপেজের উপর। শেষ পর্যন্ত ৫-০ পয়েন্টে জিতে ফাইনালে ওঠেন ভিনেশ। বুধবার সোনার লড়াইয়ে নামবেন তিনি। প্রতিপক্ষ আমেরিকার সারা অ্যান হিল্ডেব্রান্ট। সোনা ছাড়া এখন আর কিছুই ভাবছেন না ভিনেশ ফোগট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।