প্যারিস অলিম্পিক্সের ৫০ কেজি বিভাগের মহিলাদের ফ্রিস্টাইল কুস্তিতে পদক জয়ের কাছাকাছি এসেও মাত্র ১০০ গ্রাম ওজনের জন্য পদক হাতছাড়া হয় ভিনেশ ফোগটের। একটুর জন্য তাঁকে অলিম্পিক্সে ফাইনালে নামার জন্য অযোগ্য ঘোষণা করা হয়, অথচ ক্রীড়াবিদদের শরীরে এই ধরণের ওজন বাড়ার বিষয়টি একদম অবাক করার মতো, তেমনটা নয়। এই বিভাগে ভিনেশের অন্ততপক্ষে একটা রুপোর পদক বাঁধাধরাই ছিল,কিন্তু ভাগ্যের পরিহাসে তা আর জেতা হয়নি। এরপর এই বিভাগে সারা অ্যান হিল্ডেব্রান্ট স্বর্ণ পদক জেতেন। গুজমান লোপেজকে হারিয়ে সোনা জেতেন এই মার্কিন কুস্তিগির। এরপরই তিনি জানালেন বিভিন্ন প্রতিযোগিতার আগেই ওজন কমানোর বিষয় তিনিও যথেষ্ট পারদর্শী।
আরও পড়ুন-প্রকাশের বক্তব্যে বিতর্কের ঝড়! ঘি ঢাললেন অশ্বিনি…বললেন,ক্রেডিট না নিয়ে দায় নিন!
সারা অ্যান হিল্ডেব্রান্ট প্রথমে ভেবেছিলেন তিনি হয়ত সরাসরি সোনা জিতবেন, কারণ ফাইনালের প্রতিপক্ষ ছিটকে গেছে। যদিও পরে নিয়ম অনুযায়ী জানা যায়, ব্রোঞ্জ মেডেল ম্যাচে খেলার কথা থাকলেও কিউবার গুজমান লোপেজকে ফাইনালে পাঠানো হয়েছে, কারণ তাঁকে ভিনেশ হারিয়েছিলেন। এরপর ফাইনালে ৩-০ ব্যবধানে তাঁকে হারিয়ে পদক জেতেন হিল্ডেব্রান্ট। চতুর্থ মার্কিন মহিলা হিসেবে কুস্তিতে সোনা জিতলেন সারা অ্যান হিল্ডেব্রান্ট। এরপর ভিনেশের জন্য সমবেদনা জানিয়ে তিনি বললেন, ওজন কমানোর বিষয়টি অত্যন্ত সাধারণ।
আরও পড়ুন-২০২৮ অলিম্পিক্সে নতুন বক্সিং ফেডারেশন… IBA-র বাড়াবাড়ি বন্ধ করতে পদক্ষেপ IOC-র!
সারা অ্যান হিল্ডেব্রান্টের কথায়, ‘আমি নিজেও খুব বড় ওয়েট কাটার (অর্থাৎ ওজন কমানোয় পারদর্শী), আমার নিজেরই খুব খারাপ লাগছে ভিনেশ ফোগটের জন্য। গতকালের দিনটা ওর জন্য অসাধারণ গেছে, দুর্ধর্ষ পারফরমেন্স করেছে ভিনেশ। আমার মনে হয়, ও ভাবতেও পারেনি অলিম্পিক্সের শেষটা এরকমভাবে হতে চলেছে তাঁর। ও অত্যন্ত ভালো একজন প্রতিযোগী আর মন থেকে খুব ভালো মানুষ। ’।
ওজন কমিয়ে খেলার বিষয়টি কুস্তিতে খুব সাধারণ বিষয়, কারণ সেক্ষেত্রে তুলনামুলক কম ওজনের ইভেন্টে নামলেও শারীরিক গঠন এবং শক্তির দিক থেকে অ্যাডভান্টেজ পাওয়া যায়। অনেকক্ষেত্রেই ক্রীড়াবিদরা নিজের ওজন কমিয়ে তাই বিভিন্ন ইভেন্টে খেলতে নামেন। প্রাক্তন গোল্ড মেডেলিস্ট ইউই সুসাকি, ওকসানা লিভাচ, গুজমান লোপেজদের বিপক্ষে জয়ের পর ফাইনালের আগে ডিসকোয়ালিফাই হয়ে যাওয়ায় বৃহস্পতিবার সকালেই অবসর ঘোষণা করেন ভারতের এই তারকা কুস্তিগির।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।