শুভব্রত মুখার্জি:- প্যারিস অলিম্পিক গেমসে ভারতীয় দল এবং সমর্থকরা সবথেকে বেশি হতাশ হয়েছেন কুস্তিগীর ভিনেশ ফোগাটের বাতিলের আগেই বাতিল হয়ে যাওয়ার সিদ্ধান্তে। দুর্দান্ত লড়াই করে প্যারিস গেমসের মেয়েদের ৫০ কেজির ফ্রিস্টাইলের ফাইনালে পৌঁছে যান তিনি। ফাইনালের আগের দিন নিয়ম মেনে তাঁর শরীরের ওজন করার সময়ে দেখা যায় তা ১০০ গ্রাম বেশি আসছে। ফলে তাঁর ফাইনালে খেলতে নামাই বাতিল করে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। বিষয়টি নিয়ে জোর বিতর্ক হয়। তারপর আইওএ অর্থাৎ ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে বিষয়টি নিয়ে আপিল করা হয় ক্যাস অর্থাৎ কোর্ট ফর আর্বিট্রেশান অফ স্পোর্টসে। সেখানে ভিনেশের বিরুদ্ধে রায় দেওয়া হয়, তবে তাঁকে যদি রুপোর পদক দেওয়ার সিদ্ধান্ত হত সেই সিদ্ধান্তের সঙ্গে যে তিনি সহমত হতেন না তা স্পষ্ট করে দিয়েছেন প্যারিসে সোনাজয়ী জাপানি তারকা কুস্তিগীর রেই হিগুচি। তিনি ভিনেশের পাশে থাকলেও ভিনেশকে রুপো দিয়ে দেওয়ার যে দাবি উঠেছে তাঁকে তিনি সমর্থন করেন না তা জানিয়ে দিয়েছেন তিনি।
আরও পড়ুন-অস্ট্রেলিয়ার মাটিতে দরকার গতি! তাই আড়ালে থেকেই নিজেকে তৈরি করছেন কাশ্মীরি পেসার!
ঘটনাচক্রে রেই হিগুচি,ভিনেশকে প্রথমে সমর্থন করেছিলেন। এই বিষয়ে তিনি স্পোর্টসস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন ' প্রথমে কেউ বিষয়টি নিয়ে আগ্রহী হবে কিনা না জেনেই আমি পোস্ট করেছিলাম। আমি ভেবেছিলাম আমি এটা বুঝি বা বলতে পারি যে ওই মুহূর্তে ভারতীয় ওই অ্যাথলিট ঠিক কি অনুভব করেছিলেন। কারণ এক ভুল আমিও করেছিলাম কয়েক বছর আগে। (এশিয়ান কোয়ালিফায়ারে তাঁর বডি ওয়েট বেশি থাকার কারণে তিনি ঘরের মাটিতে টোকিও অলিম্পিক গেমসে খেলার সুযোগ পাননি)। আমি আমার সবটা উজাড় করে দিয়েছি। তারপর ও না খেলতে পারার হতাশাটা আমার থেকেই যাবে। আমি এটা পোস্ট করেছিলাম এই কারণে যাতে ভিনেশ তাঁর আশেপাশের লোক কি করছে বা বলছে সেটা নিয়ে বেশি না ভাবে। আমি চেয়েছিলাম ধীরে ধীরে ও বিষয়টির সঙ্গে নিজেকে মানিয়ে নিক। আমি আমার সময়ে প্রচুর মানুষের সমর্থন পেয়েছি। সেই সমর্থনটা না পেলে আমার পক্ষে ও কামব্যাকটা সহজ হত না। আমিও আমার ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে পারতাম না।'
আরও পড়ুন-ডোপিং তো করিনি,প্রযুক্তিগত ভুলের শাস্তি আমায় কেন! নির্বাসনের পর প্রশ্ন প্রমোদের…
তিনি আরো যোগ করেন ' আমি বিষয়টি আগে জানতাম না।পরে আমি খোঁজ খবর নিয়ে জেনে দেখেছি যে যা নিয়ম রয়েছে তাতে এটা (ভিনেশকে রুপো দেওয়া) সম্ভব নয়। আমি নিয়মটা পছন্দ করি না। নিয়মকে সমর্থন ও করি না। আমরা খেলাটা খেলি নিয়মকে মাথায় রেখেই। আর নিয়মটা সবার জন্য সমান হওয়া উচিত। আমি তাই এই জিনিসটাকে (ভিনেশের ক্যাসের কাছে আবেদন) সমর্থন করি না।'
আরও পড়ুন-অবসর নিলেন কেন উইলিয়ামসনের প্রাক্তন সতীর্থ! ক্রিকেট নয়, আপাতত মন দেবেন ব্যবসায়…
উল্লেখ্য বডি ওয়েট করার আগে অর্থাৎ ফাইনালের আগের রাতে ভিনেশের ওজন দুই কেজির উপর বেড়ে গিয়েছিল। অমানুষিক পরিশ্রম করে তিনি তা কমালে ও ১০০ গ্রাম ওজন বেশি থেকে যাওয়ার কারণে ফাইনালে বাতিল হতে হয়েছিল ভিনেশকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।