বাংলা নিউজ > ময়দান > অলিম্পিক্স > দুরন্ত খেলেও পদক হাতছাড়া অদিতির, গল্ফে স্বপ্নভঙ্গ ভারতের

দুরন্ত খেলেও পদক হাতছাড়া অদিতির, গল্ফে স্বপ্নভঙ্গ ভারতের

অদিতি অশোক। ছবি- রয়টার্স (REUTERS)

চার নম্বরে শেষ করে অলিম্পক্সি পদকের দোরগোড়া থেকে ফিরতে হল ভারতের মহিলা গল্ফারকে।

প্রথম রাউন্ডের শেষে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে ছিলেন অদিতি অশোক। টোকিও অলিম্পিক্সের গল্ফ থেকে ভারতে পদক জয়ের স্বপ্ন দেখা শুরু সেই থেকেই। দ্বিতীয় রাউন্ডের শেষেও ভারতের ২৩ বছর বয়সী মহিলা গল্ফার ছিলেন যুগ্মভাবে দ্বিতীয় স্থানে।

তৃতীয় রাউন্ডের শেষে এককভাবে দ্বিতীয় স্থান দখল করে দেশকে রুপো জয়ের স্বপ্নে বিভোর করেন অদিতি। তবে শেষ রাউন্ডের লড়াইয়ে স্বপ্নভঙ্গ হয় ভারতীয় তারকার। এমনটা নয় যে, চতুর্থ রাউন্ডে ভালো খেলতে পারেননি অদিতি। বরং, তিনি ধারাবাহিকতা বজায় রাখেন আগাগোড়া। তবে জাপানের মোনে ইনামি ও নিউজিল্যান্ডের লিদিয়া কো অদিতিকে টেক্কা দিয়ে যান শেষ রাউন্ডে।

একেবারে শেষ শট পর্যন্ত লড়াইয়ে টিকে ছিলেন অদিতি। শেষমেশ চার নম্বরে থেকে ইভেন্ট শেষ করেন ভারতীয় তারকা। অল্পের জন্য হাতছাড়া হয় অলিম্পিক্স পদক।

আরও পড়ুন: গল্ফ থেকে ভারতকে প্রথম অলিম্পিক্স পদক এনে দিতে পারেন অদিতি, জেনে নিন খেলাটির প্রাথমিক নিয়ম

টোকিওয় মেয়েদের গল্ফের ব্যক্তিগত স্ট্রোক প্লে ইভেন্টের শেষ রাউন্ডে ১৩টি হোলের পর অদিতি ছিলেন যুগ্মভাবে দ্বিতীয় স্থানে। জাপানের মোনে ইনামি ও নিউজিল্যান্ডের লিদিয়া কো ছিলেন অদিতির সঙ্গে একাসনে। শীর্ষ ছিলেন আমেরিকার নেলি করদা। বাকি ৫টি হোলের খেলার গতিপ্রকৃতিতে চোখ রাখুন-

শেষ রাউন্ডের প্রথম ১৩টি হোলে অদিতির স্কোর: ৪ (পারড), ৪ (পারড), ৪ (পারড), ৩ (পারড), ৪ (বার্ডি), ৩ (বার্ডি), ৩ (পারড), ৪ (বার্ডি), ৫ (বোগি), ৩ (পারড), ৫ (বোগি), ৪ (পারড), ৩ (বার্ডি)।

১৪ নম্বর হোলে অদিতির স্কোর: ৪ (বার্ডি)। তিনি যুগ্মভাবে তৃতীয় স্থানে পিছিয়ে যান। জাপানের মোনে ইনামি এককভাবে দ্বিতীয় স্থানে উঠে আসেন।

১৫ নম্বর হোলে অদিতির স্কোর: ৪ (পারড)। তিনি চতুর্থ স্থানে পিছিয়ে যান। নিউজিল্যান্ডের লিদিয়া কো এককভাবে তিন নম্বরে স্থানে উঠে আসেন।

১৬ নম্বর হোলে অদিতির স্কোর: ৩ (পারড)। তিনি নিউজিল্যান্ডের লিদিয়া কোর সঙ্গে যুগ্মভাবে তৃতীয় স্থানে ছিলেন।

বৃষ্টিতে খেলা সাময়িকভাবে বন্ধ থাকে। ঝড়ের আশঙ্কা ছিল। পরবর্তী আপডেট পাওয়া যায় ভারতীয় সময় অনুযায়ী বেলা ৯টা ৩০ মিনিট নাগাদ। অদিতি তখন যুগ্মভাবে তৃতীয় স্থানে ছিলেন (ব্রোঞ্জ পদকের দাবিদার)।

প্রকৃতির বাধায় চতুর্থ রাউন্ডের খেলা শেষ করা না গেলে ৫৪ হোলেই (তৃতীয় রাউন্ডের শেষে) মেয়েদের গল্ফ ইভেন্ট শেষ করা হতো। যেহেতু অদিতি তৃতীয় রাউন্ডের শেষে এককভাবে দ্বিতীয় স্থানে ছিলেন, তাই সেই নিরিখে রুপোর পদক জিততেন ভারতীয় তারকা। যদিও আবহাওয়া অনুমতি দিলে রবিবার খেলা শেষ করার রাস্তা খোলা ছিল আয়োজকদের সামনে।

আশার আলো: বৃষ্টি থামার পর খেলা শুরু হয় ভারতীয় সময় অনুয়ায়ী বেলা ৯টা ৪৫ মিনিটে।

১৭ নম্বর হোলে অদিতির স্কোর: ৪ (পারড)। তিনি চার নম্বরে পিছলে যান। বাকি মাত্র ১টি হোলের খেলা। উল্লেখযোগ্য বিষয় হল, আগের তিনটি রাউন্ডেই ১৭ নম্বর হোলে অদিতির স্কোর ছিল ৩ (বার্ডি)। চাপের মুখে নিজের সেরাটা মেলে ধরতে পারেননি ভারতীয় তারকা।

১৮ নম্বর হোলে অদিতির স্কোর: ৪ (পারড)। চার নম্বরেই থামতে হয় ভারতীয় তারকাকে। অল্পের জন্য অলিম্পিক্স পদক হাতছাড়া করলেন অদিতি। শেষ রাউন্ডে অদিতির স্কোর থ্রি আন্ডার ৬৮। সার্বিকভাবে চার রাউন্ডে তাঁর স্কোর ফিফটিন আন্ডার পার ২৬৯।

অতিদির স্কোর:-
প্রথম রাউন্ড- ফোর আন্ডার ৬৭
দ্বিতীয় রাউন্ড- ফাইভ আন্ডার ৬৬
তৃতীয় রাউন্ড- থ্রি আন্ডার ৬৮
চতুর্থ রাউন্ড- থ্রি আন্ডার ৬৮

মেয়েদের গল্ফের সার্বিক স্কোর:-
১. নেলি কর্ডা (আমেরিকা)- সেভেন্টিন আন্ডার পার ২৬৭
২. মোনে ইনামি (জাপান)- সিক্সটিন আন্ডার পার ২৬৮
৩. লিদিয়া কো (নিউজিল্যান্ড)- সিক্সটিন আন্ডার পার ২৬৮
৪. অদিতি অশোক (ভারত)- ফিফটিন আন্ডার পার ২৬৯
নেলি কর্ডা সোনা জিতলেন ইভেন্টে। যুগ্মভাবে দ্বিতীয় স্থানে থাকা ইনামি ও কো সিলভার মেডেল প্লে-অফে অংশ নেন। প্লে-অফে জিতে রুপোর পদক দখল করেন জাপানি তারকা। প্লে-অফে পরাজিত হয়ে ব্রোঞ্জ পদকেই সন্তুষ্ট থাকতে হয় লিদিয়াকে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

তৈরি হবে অমৃত স্বাদের পারফেক্ট চা! শুধু এই নিয়ম মেনে চিনি ও আদা দিন ভারতে বড়লোক হতে হলে কোন কেরিয়ার ভালো? কলেজ পাস করে কী করবেন জেরেভকে স্ট্রেট সেটে উড়িয়ে টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন সিনার রাত পোহালেই জানুয়ারি ২০২৫র মাসিক শিবরাত্রি! ব্রহ্ম মুহূর্ত, তিথি দেখে নিন আমেরিকার AI সাম্রাজ্যে ফাটল ধরাচ্ছে চিন? OpenAI-কে 'হারিয়ে' দিল ‘অজানা’ ডিপসিক ‘আম্বেদকরকে সমস্যাজনক মনে করতেন নেহরু’, বিস্ফোরক দাবি হিমন্তর মল্লিকার ভাত কাপড়েও মধ্যমণি মেয়ে! রুদ্রর সিঁদুরে সিমন্তিনী, কীভাবে শুরু প্রেম প্রজাতন্ত্র দিবসের জন্য কেন ২৬ জানুয়ারি তারিখই বেছে নেওয়া হল? কারা ছিলেন নেপথ্যে ‘‌আজকের শপথ হোক সম্প্রীতি এবং সর্বধর্মসমন্বয়ের পরম্পরার’‌, বার্তা মুখ্যমন্ত্রীর SL vs AUS: শ্রীলঙ্কা সফরের আগেই নিজের অবসরের জল্পনা থেকে পর্দা তুললেন অজি ওপেনার

IPL 2025 News in Bangla

পন্তের শট নির্বাচন নিয়ে গাভাসকরের সমালোচনার জবাব দিলেন LSG মেন্টর জাহির খান চোয়াল চাপা লড়াই করে নাটকীয় শতরান, মহারথীদের ভিড়ে হিরো কমন ম্যান শার্দুল! ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়েছেন ৩ উইকেট! তবু নিজেকে কেন দশে সাত দিচ্ছেন বরুণ? RCB-র জার্সি হাতে মহাকুম্ভে শাহি স্নান ভক্তের, ভাইরাল ভিডিয়ো MI-এ অধিনায়ক হার্দিক, ভারতীয় দলে ভাইস ক্যাপ্টেনও নয়, জটিল সমীকরণ নিয়ে অকপট সূর্য ECB-র নতুন NOC নিয়ম IPL-এর পক্ষে! ভিন্সের মতে সমস্যায় পড়বে লাল বলের ক্রিকেট ওরা আমাকে ক্রিকেট খেলতে বাধ্য করবে: বাইশ গজে ফিরতে চলেছেন এবি ডি ভিলিয়ার্স! LSG captaincy Event: ঘণ্টা খানেক দেরিতে পৌঁছালেন পন্ত! ক্ষমা চাইলেন গোয়েঙ্কা LSG-তে এত বাঁহাতি ব্যাটার! দল কি সমস্যায় পড়বে? টিমের কৌশল ফাঁস করলেন জাহির খান কীভাবে ছন্দে ফিরবেন পৃথ্বী শ? বন্ধুর জন্য শ্রেয়স আইয়ারের বিশেষ পরামর্শ

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.