শুভব্রত মুখার্জি: চলতি প্যারিস অলিম্পিক্সে ভারত তাদের প্রথম পদক পেয়েছে রবিবারেই। পদক এসেছে শুটিং রেঞ্জ থেকে। মাত্র ২২ বছর বয়সেই অলিম্পিক্স পদক জয়ের স্বাদ পেয়েছেন ভারতীয় তারকা শুটার মনু ভাকের। ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে তিনি তৃতীয় হয়েছেন। মাত্র .১ পয়েন্টের জন্য তাঁর হাত থেকে হাতছাড়া হয়েছে রুপো। গত টোকিয়ো অলিম্পিক গেমসে তাঁর অভিষেক হয়েছিল। সেবারেও তাঁর প্রতি প্রত্যাশা ছিল যে, তিনি পদক পাবেন। সেবার তাঁর পিস্তল মোক্ষম সময়ে বিগড়ে গিয়েছিল। যার ফল ভুগতে হয়েছিল তাঁকে। সেই হতাশা দূরে সরিয়ে রেখে প্যারিস গেমসে তিনি বাজিমাত করেছেন। তাঁর পদকজয়ী পারফরম্যান্সের পরেই তাঁকে ফোন করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাদের ফোনালাপেও টোকিয়ো গেমসে মনুর বন্দুকের ধোঁকা দেওয়ার প্রসঙ্গটি উঠে আসে। পাশাপাশি প্রধানমন্ত্রী জানান, গোটা দেশ তাঁর জন্য গর্বিত।
আরও পড়ুন: ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করতেন, রাতে শুধু ঘুমোতে বাড়ি ফিরতেন… উচ্ছ্বসিত মনু ভাকেরের বাবা-মা
প্রধানমন্ত্রী বলেন, ‘মনু তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। আমি তোমার সাফল্যে খুব খুশি। তুমি মাত্র .১ পয়েন্টের জন্য রুপো পাওনি। গোটা দেশ তোমার পারফরম্যান্সে অত্যন্ত খুশি এবং গর্বিত। তুমি দুই ধরনের শুভেচ্ছা পাচ্ছো। প্রথম ভারতীয় মহিলা হিসাবে অলিম্পিক গেমসে পদক জয়ের শুভেচ্ছা পাচ্ছো। টোকিয়ো অলিম্পিক গেমসে তোমার রাইফেল তোমাকে ধোঁকা দিয়েছিল। তবে এবার তুমি সমস্ত বাধা বিপত্তিকে পিছনে ফেলেছ। আমি আশা রাখছি, অন্যান্য বিভাগেও তুমি খুব ভালো ফল করবে। আশা রাখছি, ওখানে ভারতীয় অ্যাথলিটদের জন্য যে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, তা ভালো। তোমাদের কোনও অসুবিধা হচ্ছে না।’
পাশাপাশি তিনা মনুকে প্রশ্ন করেন, পদক জয়ের পর তাঁর সঙ্গে তাঁর পরিবারের কথা হয়েছে কিনা? প্রধানমন্ত্রীর মতে, পরিবারের জন্যও এটা খুব গর্বের মুহূর্ত। কারণ মনুর স্বপ্নপূরণ করতে তাঁর পরিবারও কঠোর পরিশ্রম করেছে। ১০ মিটার এয়ার পিস্তলে মেয়েদের বিভাগে সোনা এবং রুপো দুটোই পেয়েছে দক্ষিণ কোরিয়া। সোনা জিতেছেন কিম ইয়েজি এবং রুপো পেয়েছেন ও ইয়েজিন। অলিম্পিক্সে ১২ বছর ধরে শুটিংয়ে ভারতের যে পদক খরা চলছিল, তা কাটিয়ে দিয়েছেন মনু। ২০১২ সালে গগন নারাং ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ পদক জিতেছিলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।