ছোট্ট-ছোট্ট করে কাটা চুল, হাতে চ্যানেল, পরে আছেন ভারতের জার্সি- শেষ ১৭-১৮ ঘণ্টার চূড়ান্ত টানাপোড়েনের পর প্রথমবার সামনে এল ভিনেশ ফোগটের ছবি। প্রাথমিকভাবে তাঁকে দেখে মনে হয়েছে যে চোখ-মুখ কিছুটা শুকিয়ে গিয়েছে। চোখে-মুখে শারীরিক ধকলের একটা রেশ আছে। যদিও শারীরিক ধকল যতটা না বেশি, তার থেকেও বেশি মানসিক ধকলের মধ্যে দিয়ে যাচ্ছেন ভিনেশ। আর সেটাই যেন তাঁর চোখে-মুখে ফুটে উঠেছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। তবে একটাই ভালো ব্যাপার যে শরীর মোটামুটি ঠিক আছে। তিনি ফিট আছেন বলে জানিয়েছেন ভারতের কুস্তি ফেডারেশনের প্রধান সঞ্জয় সিং।
'নিজেদের সেরাটা উজাড় করে দিচ্ছি আমরা'
তারইমধ্যে প্যারিস অলিম্পিক্সের গেমস ভিলেজে ভিনেশের সঙ্গে দেখা করার পরে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (IOA) সভাপতি পিটি ঊষা বলেন, ‘আসলে ওরা নিজেদের নিয়ম মতো করেছে। ভারতের কুস্তি ফেডারেশনের সঙ্গে আমার দিক থেকে আমরা যতটা করা সম্ভব করেছি। এখন আমি বিশ্ব কুস্তি ফেডারেশনের সঙ্গেও দেখা করব। আমরা নিজেদের সেরা উজাড় করে দেওয়ার চেষ্টা করছি।’
সেইসঙ্গে ভিনেশের মানসিক অবস্থার প্রসঙ্গে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, ‘ও মানসিকভাবে খুব শক্তিশালী। ওজন কমানোর জন্য ও নিজের সেরাটা উজাড় করে দিয়েছিল। নিজের চুলও কেটে ফেলেছিল।’
কোচ ও সাপোর্ট স্টাফদের উপর দায় চাপালেন WFI প্রধান
সংবাদসংস্থা পিটিআইয়ে ভারতের কুস্তি ফেডারেশনের প্রধান বলেন, ‘যা ঘটনা ঘটেছে, তাতে ভিনেশের কোনও দোষ নেই। আমি মানি না সেটা। ও তো দুর্দান্ত খেলছিল। ও প্র্যাকটিস করছিল। এই ঘটনার পুরো দায় বর্তায় ওর কোচ এবং ওর সাপোর্টিং স্টাফের উপরে। আজ যে মেয়েটা সোনার জন্য লড়াই করবে, তার উপরে তো পুরো খেয়াল রাখা উচিত ছিল, যাতে কোনও গড়বড় না হয়। ’
সেইসঙ্গে তিনি বলেন, 'কিন্তু কোথায় গড়বড় হয়ে গেল, কীভাবে ওর ওজন বেড়ে গেল, সেটার তদন্ত হওয়া উচিত। আমি তো ভারত সরকারের কাছে আর্জি জানাচ্ছি যে এইসব লোকেদের বিরুদ্ধ কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ করা হোক। কারণ এইসব লোকেরা ভারতের ১৪০ কোটি মানুষের আবেগের সঙ্গে ছেলেখেলা করেছেন। আজ যে সোনা আসার কথা ছিল, সেটার উপরে জল ঢেলে দিলেন।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।