পাঁচ বছরে সবটা বদলে গেল। ব্যর্থতা থেকে একেবারে সাফল্যের শীর্ষে পৌঁছালেন ভারতের গোলরক্ষক পিআর শ্রীজেশ। ২০২০ টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ের পরে গোলপোস্টের উপরে বসে থেকে সেটাই যেন গোটা বিশ্বকে বোঝাচ্ছিলেন ভারতের গোলরক্ষক। তিনি আজ শুধু হাসতে চান। নিজের সাফল্যকে উপভোগ করতে চান।
কারণ আজ থেকে পাঁচ বছর আগে তিনি যে খেলা ছেড়ে দেওয়ার ভাবনা নিয়েছিলেন। কিন্তু পরে সিদ্ধান্ত বদল করে মাঠে ফেরেন, এবং নিজের সেরাটা দিয়ে শেষ পর্যন্ত ৪১ বছর পরে পদক জিতে আবার ভারতের গর্ব ভারতে ফিরিয়ে আনেন। রিও অলিম্পিক্সে ব্যর্থ হলেও, টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতে হকির অলিম্পিক্সে ৪১ বছরের পদকের খরা মেটালেন। তবে এই লড়াইটা সহজ ছিল না শ্রীজেশের। ২০১৬ সালে রিও অলিম্পিক্সে ব্যর্থ হওয়ার পরে খেলা থেকে অবসর নেওয়ার কথা ভেবেছিলেন শ্রীজেশ।
এরপর চোট আঘাতের জন্য ন্যাশানাল দল থেকে ছিটকে যান। তবে কেরালার ছেলে এতে পিছু হাঁটেননি। কথায় আছেনা সকল সফল পুরুষের পিছনে একজন মহিলা থাকেন, ঠিক সেই রকম ভাবেই শ্রীজেশের সাফল্যের পিছনে ছিলেন শ্রীজেশের স্ত্রী অনিষা। যখন শ্রীজেশ খেলা ছাড়বেন বলে ঠিক করে নিয়েছিলেন তখন শ্রীজেশের স্ত্রী অনিষা তাঁকে খেলা ছাড়তে মানা করেছিলেন। শ্রীজেশের স্ত্রী তাঁকে জানিয়েছিল যে এখনও শ্রীজেশ দেশকে অনেক কিছু দিতে পারেন। এই কথা শুনে আবার মাঠে ফিরেছিলেন শ্রীজেশ। এরপর কঠিন অনুশীলন। দলে ফেরেন, তারপর বাকিটা ইতিহাস।
শ্রীজেশের স্ত্রী অনিষা যে সেদিন ভুল ছিলেন না টোকিও অলিম্পিক্সে তার প্রমাণ পেল গোটা ভারত। টোকিও অলিম্পিক্সে পদক জিতে বিশ্ব দরবারে আবারও মাথা তুলে দাঁড়াল ভারতীয় হকি। এই কঠিন কাজের অন্যতম কারিগর হলেন শ্রীজেশ। দুর্দান্ত শ্রীজেশ টোকিও অলিম্পিক্সে ভারতীয় হকি দলের সাফল্যের অন্যতম কারিগর। গোল পোস্টের নিচে দাঁড়িয়ে একের পর এক ম্যাচে দলকে ভরসা জুগিয়েছেন ৩৩ বছরের খেলোয়াড়। জার্মানির বিরুদ্ধে তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে শেষ মুহুর্তের শেষ প্রহরী হয়ে দাঁড়িয়ে পড়েছিলেন কেরলের গোলরক্ষক। জার্মানির পেনাল্টি কর্নার থেকে ভারতের গোলমুখে ছুটে আসা শট দুর্দান্ত দক্ষতায় সেভ করে দেশের নায়ক হয়ে গেলেন শ্রীজেশ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।