শুরু হয়ে গেছে প্যারিস অলিম্পিক্স। শুক্রবার অলিম্পিক গেমসের মেগা উদ্বোধনী শো। নাচে গানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে গেমসের উদ্বোধন করা হয়। ফ্রান্সের প্রেসিডেন্ট থেকে বিভিন্ন দেশের প্রাক্তন ক্রীড়াবিদ, তারকারা ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে। নদী পথে ক্রীড়াবিদদের ঘুরিয়ে অভিনব কায়দায় উদ্বোধনী অনুষ্ঠানে তাঁদেরও সামিল করে কর্তৃপক্ষ, যা নজর কাড়ে সকলের। প্য়ারিস অলিম্পিক্সে ভারতের পতাকা বহনের দায়িত্ব পান পিভি সিন্ধু এবং শরথ কমাল। এর আগে কোন কোন ভারতীয় এই সম্মান পেয়েছেন, একঝলকে দেখে নেওয়া যাক।
আরও পড়ুন-যাত্রা শুরু প্যারিস অলিম্পিক্সের! জমকালো অনুষ্ঠানে তাক লাগালো ফ্রান্স!
একঝলকে ভারতের পতাকাবাহকরা-
১৯২০ সালে অ্যান্টওয়ার্প অলিম্পিক্সে ভারতের পতাকাবাহক ছিলেন অ্যাথলিট পুরমা ব্যানার্জি
১৯৩২ সালের মেলবোর্ন অলিম্পিক্সে ভারতের পতাকা বহন করেন হকি খেলোয়াড় লাল শাহ ভোকারি
১৯৩৬ সালে বার্লিন অলিম্পিক্সে ভারতের হয়ে পতাকা বহনের দায়িত্ব পান মেজর ধ্যান চাঁদ
১৯৪৮ সালের লন্ডন অলিম্পিক্সে ভারতীয় পতাকা ছিল ফুটবলার তালিমেরান আওয়ের হাতে
১৯৫২ সালে হেলসিঙ্কি অলিম্পিক্সে ভারতের পতাকা বহন করেন বলবির সিং সিনিয়র
১৯৫৬ সালে মেলবোর্ন অলিম্পিক্সেও ভারতের পতাকাবাহক ছিলেন বলবির সিং সিনিয়র
১৯৬৪ টোকিও অলিম্পিক্সে এই দায়িত্ব পালন করেন ভারতের অ্যাথলিট গুরবচন সিং রান্ধওয়া
আরও পড়ুন-খোশমেজাজে ফিল্ডিং অনুশীলন সিরাজ-সঞ্জুদের, কাজ শুরু টি দিলীপের…ভিডিয়ো
১৯৭২ মিউনিখ অলিম্পিক্সে ভারতের পতাকাবাহক ছিলেন বক্সার ডিভাইন জোনস
১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলসে অলিম্পিক গেমসে ভারতীয় পতাকা ছিল হকি খেলোয়াড় জাফর ইকবালের হাতে
১৯৮৮ সালে সিওল অলিম্পিক্সে পতাকা বাহক ছিলেন কুস্তিগির কারতার সিং
১৯৯২ সালে বার্সোলোনা অলিম্পিক্সে ভারতের পতাকাবাহক ছিলেন শাইনি আব্রাহাম উইলসন
১৯৯৬ সালে অ্যাটলান্টা অলিম্পিক্সে এই দায়িত্ব পান হকি খেলোয়াড় পরগত সিং
২০০০ সালে সিডনি অলিম্পিক্সে ভারতীয় টেনিস তারকা লিয়েন্ডার পেজ ছিলেন ভারতের পতাকাবাহকের দায়িত্ব
২০০৪ এথেন্স অলিম্পিক্সে অ্যাথলিট অঞ্জু ববি জর্জ ভারতের পতাকা বহন করেন
২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে ভারতের পতাকা ছিল রৌপ্য পদকজয়ী শ্যুটার রাজ্যবর্ধন সিং রাঠোরের হাতে
আরও পড়ুন-শ্রেয়শ-হর্ষিত সুযোগ পেলেও ভারতীয় দলে ডাক পাননি তিনি! কাউন্টি খেলে ফর্মে ফিরতে মরিয়া বেঙ্কটেশ
২০১২ লন্ডন অলিম্পিক্সে ভারতের পতাকা বাহক ছিলেন কুস্তিগির সুশিল কুমার
২০১৬ রিও অলিম্পিক্সে ভারতীয় পতাকা বহনের দায়িত্ব পান স্বর্ণপদকজয়ী শ্যুটার অভিনব বিন্দ্রা
২০২০ টোকিও অলিম্পিক্সে এই দায়িত্ব পান দুজনে, তাঁরা হলেন বক্সার মেরি কম এবং হকি খেলোয়াড় মনপ্রীত সিং
২০২৪ সালে প্যারিস অলিম্পিক্সে জমকালো অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক ছিলেন জোড়া অলিম্পিক্স পদকজয়ী পিভি সিন্ধু এবং অচিন্ত্য শরথ কমাল।
গতবার টোকিও অলিম্পিক্সে মোট ৭টি পদক পেয়েছিল ভারত, এবার সেই সংখ্য়া বাড়ানোর লক্ষ্যে নীরজ চোপড়া, পিভি সিন্ধুরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।