শুভব্রত মুখার্জি:- বিশ্ব ক্রীড়ার জগতে সবথেকে বড় ইভেন্ট নিঃসন্দেহে অলিম্পিক গেমস। যাকে 'গ্রেটেস্ট শো অন আর্থ ' ও বলা হয়ে থাকে। চার বছর অন্তর অন্তর বসে এই অলিম্পিক গেমসের আসর। প্রতিবার বিশ্বের কোন না কোন বড় শহরে বসে এই গেমসের আসর। এবারের আসর বসবে ফ্রান্সের রাজধানী শহর প্যারিসে। এই নিয়ে গেমসের ইতিহাসে তৃতীয়বার এই গেমস আয়োজন করবে প্যারিস। অলিম্পিক গেমস আয়োজনের রীতিমতো ঐতিহ্য রয়েছে এই শহরের।১৯২৪ সালেও এই শহর আয়োজন করেছিল অলিম্পিক গেমসের। ঘটনাচক্রে তাঁর ঠিক ১০০ বছর পরে ২০২৪ সালেও অলিম্পিক গেমসের আয়োজন করছে 'প্রেমের শহর' নামে পরিচিত প্যারিস। এই একশো বছরে অলিম্পিক গেমসের আমূল পরিবর্তন হয়েছে। সেকাল আর একালের ঠিক কি কি পার্থক্য হয়েছে বা হতে চলেছে প্যারিস অলিম্পিক গেমসের! আসুন জেনে নেওয়া যাক।
প্যারিসে ১৯০০ সালে প্রথম অলিম্পিক গেমসের আয়োজন করা হয়েছিল।এরপর ১৯২৪ সালে ও প্যারিস আয়োজন করেছিল অলিম্পিক গেমসের। এর ঠিক ১০০ বছর বাদে ২০২৪ সালেও প্যারিসে বসছে অলিম্পিক গেমসের আসর। ২৬ জুলাই থেকে শুরু হবে এবারের মেন ইভেন্ট। তার দুদিন আগে থেকে শুরু হবে ফুটবলের মতন কয়েকটা গেমের প্রাথমিক পর্বের লড়াই। শেষবার যখন প্যারিস অলিম্পিক গেমসের আয়োজন করেছিল তার থেকে এই গেমসের আয়োজন থেকে শুরু করে সবকিছুতেই থাকবে আমূল পরিবর্তনের ছোঁয়া। এক এক করে আসুন সেই সমস্ত বিষয়ে নজর দেওয়া যাক।
১) সূচি :-
১৯২৪ সালের প্যারিস অলিম্পিক গেমস শুরু হয়েছিল ৪ মে। শেষ হয়েছিল ২৭ জুলাই।১৭ টি ক্রীড়াবিভাগে সেবার ছিল মোট ১২৬ টি মেডেল ইভেন্ট। তিন মাস জুড়ে চলেছিল এই গেমস। আর এবারের গেমস হবে মাত্র দুই সপ্তাহের। তবে খেলা হবে ৩২ টি ক্রীড়া বিভাগে। থাকবে ৩২৯ টি মেডেল ইভেন্ট।
২) গেমসের অনুষ্ঠান (প্রোগ্রাম):-
১৯২৪ সালের ইভেন্টের সমস্ত ক্রীড়া বিভাগ রয়েছে এবারের গেমসে। তবে ১৯২৪ সালে মহিলা বিভাগের কোন খেলাই ছিল না। তবে এবার সেই সমস্ত খেলাতেই থাকছে মহিলা বিভাগ। ১৯২৪ সালে প্রথম গেমসে খেলা হয় ফুটবল। ১৯২৪ এবং ১৯২৮ সালে গেমসের সোনাজয়ীদের ফিফার তরফে বিশ্বকাপ জয়ের সমান মর্যাদা দেওয়া হয়েছিল। ১৯২৪ সালে শেষবার টেনিস খেলা হয়েছিল অলিম্পিকে।এরপর বন্ধ হয়ে যায় তা। ফের চালু হয়েছিল ১৯৮৮ সালের সিওল অলিম্পিকে।এই ১৯২৪ গেমসেই শেষবার ১৫ দলীয় রাগবি খেলা হয়েছিল ।এরপর গেমসে বন্ধ হয়ে যায় রাগবি। ২০১৬ রিও গেমসে তা ফিরলেও সাত দলীয় খেলা হিসেবে ফিরেছিল।
৩) অলিম্পিক ভিলেজ:-
১৯২৪ সালেই প্রথমবার চালু হয় এই গেমস ভিলেজের কনসেপ্ট। সেই সময়ে অলিম্পিক স্টেডিয়ামের কাছেই কাঠের ঘর তৈরি হয়েছিল ভিলেজে থাকার জন্য। ২০২৪ সালের যে ভিলেজ হয়েছে তা সেন্ট ডেনিস স্টেডিয়াম থেকে মাত্র পাঁচ মিনিটের দূরে করা হয়েছে। ফ্রান্সের মধ্যস্থল থেকে যা সাত কিলোমিটার দূরে অবস্থিত। এই ভিলেজে এবার ১৪,৫০০ জনের থাকার ব্যবস্থা করা হয়েছে।
৪) প্রতিযোগীর সংখ্যা:-
১৯২৪ সালের গেমসে ৪৪ টি দেশ অংশ নিয়েছিল। মোট ৩০৮৯ অ্যাথলিট এসেছিলেন।যার মধ্যে ছিলেন ১৩৫ জন মহিলা অ্যাথলিট এবং ২৯৫৪ জন পুরুষ অ্যাথলিট। ইকুয়েডর, লিথুয়ানিয়া, আয়ারল্যান্ড, ফিলিপিন্স এবং উরুগুয়ে প্রথমবার এই অলিম্পিক গেমসেই অংশ নিয়েছিল। এই গেমসে লাটভিয়া এবং পোল্যান্ডের ও অভিষেক হয়েছিল। এই বছর গেমসে অংশ নেবে ২০০ টি দেশ। যার মধ্যে থাকবেন ১০,৫০০ অ্যাথলিট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।