বৃহস্পতিবার রয়েছে ভারতের সামনে পদক জয়ের বড় সুযোগ। একটি নয়, একাধিক ইভেন্টেই থাকছে পদক জয়ের হাতছানি। লক্ষ্মীবারেই ভারতের ঝুলিতে আসতে পারেন কম করে দুটি পদক, কারণ দুই ইভেন্টেই গতবার পদক জিতেছিল ভারত। প্রথমত হকি, যেখানে ভারতীয় পুরুষ দল গত টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পেয়েছিল, দ্বিতীয়ত জ্যাভলিন থ্রো, সেখানে তো গতবার নীরজ চোপড়া দেশকে এনে দিয়েছিলেন ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের ইতিহাসে প্রথম অলিম্পিক্স সোনা। বৃহস্পতিবার এই দুই খেলার দিকেই নজর থাকবে গোটা ভারতবাসির। সকলেই চাইবেন, ঐতিহাসিক মূহূর্তের সামিল থাকতে, কিন্তু কখন কোথায় দেখা যাবে খেলা সেটাও তো জেনে নেওয়ার দরকার, সেই তথ্যই একঝলকে।
আরও পড়ুন-২০২৮ অলিম্পিক্সে নতুন বক্সিং ফেডারেশন… IBA-র বাড়াবাড়ি বন্ধ করতে পদক্ষেপ IOC-র!
হকিরে ভারতীয় পুরুষ দল
জার্মানির বিপক্ষে প্যারিস অলিম্পিক্সে সেমিফাইনাল ম্যাচে ৩-২ গোলে হেরে যায় ভারত। ৪৪বছর পর হকিতে সোনা জয়ের স্বপ্ন শেষ হয়ে যায়, তবে টিম ইন্ডিয়ার যা পারফরমেন্স তাতে ব্রোঞ্জ জেতা অস্বাভাবিক নয়, ফলে অন্ততপক্ষে এই খেলায় গতবারের পারফরমেন্স ধরে রাখতে মরিয়া থাকবে হরমনপ্রীত, মনদীপরা। বৃহস্পতিবার ভারতীয় দল ব্রোঞ্জ মেডেল ম্যাচে খেলতে নামছে স্পেনের। এবারে ইতিমধ্যেই ৬টি ইভেন্টে চতুর্থ হয়েছে ভারত, ফলে মনু ভাকের, স্বপনিল কুসালেদের সঙ্গে ব্রোঞ্জ পদক জিতেই মাঠ ছাড়তে চাইবে হকি দল। সেই সঙ্গে পি আর শ্রীজেশকেও ভালো ফেয়ারওয়েল দিতে মুখিয়ে থাকবে। খেলা শুরু আজ বিকেল সাড়ে পাঁচটায়। খেলা হবে প্যারিসের ভেস দু মানোর স্টেডিয়ামে, ভারতে খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ টিভি চ্যানেলে। আর অনলাইনে এই ম্যাচের লাইভ স্ট্রিমিং হবে জিও সিনেমাতে।
আরও পড়ুন-প্রকাশের বক্তব্যে বিতর্কের ঝড়! ঘি ঢাললেন অশ্বিনি…বললেন,ক্রেডিট না নিয়ে দায় নিন!
জ্যাভলিন থ্রোতে নীরজ চোপড়া
গতবার এই ইভেন্টে সোনা জেতার পর এবারও ফাইনালের যোগ্যতা অর্জন ম্যাচে প্রথম শটেই নজর কেড়েছিলেন নীরজ। ৮৯ মিটার দুরত্বে জ্যাভলিন থ্রো করে বুঝিয়ে দিয়েছেন, তিনি তৈরি রয়েছেন ভারতকে আরেকটা পদক এনে দেওয়ার জন্য। মিরাবাই চানু, লভলিনা বরগোঁহাইরা না পারলেও পরপর দ্বিতীয়বার অলিম্পিক্সে পদক নিয়ে আসার ব্যাপারে তিনি যথেষ্ট আশাবাদী। নীরজের ফাইনাল শুরু ভারতীয় সময় আজ রাত ১১.৫৫তে। প্যারিসের স্টেট দে ফ্রান্সে স্টেডিয়ামে হবে এই খেলা। লাইভ দেখা যাবে স্পোর্টস ১৮ ওয়ান এসডি এবং এইচডিতে। এছাড়াও লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।