শুভব্রত মুখার্জি:- চলতি প্যারিস অলিম্পিক গেমসে ভারত ইতিমধ্যেই তাদের প্রথম পদক পেয়ে গিয়েছে। ১০ মিটার এয়ার পিস্তলে মনু ভাকেরের হাত ধরে এসেছে ব্রোঞ্জ পদক। সোমবার সকালেও ভারতের পদকের আশা ছিল। ১০ মিটার এয়ার রাইফেলে নেমেছিলেন ভারতীয় শুটার রমিতা জিন্দাল।রমিতাদের এই ফাইনাল শুরুর আগেই ঘটে এক অদ্ভুত ঘটনা। ফাইনালের আটজন শুটার তখন তাদের জায়গায় চলে গিয়েছেন। কিন্তু শুটিং শুরু করেননি। তাঁরা সকলেই যেন কিছু একটার অপেক্ষা করছিলেন! এরপরেই ঘটে এক অদ্ভুত ঘটনা। ভারতের সোনাজয়ী প্রাক্তন শুটার অভিনব বিন্দ্রাকে দেখা যায় শুটারদের পিছনে এসে দাঁড়াতে। তাঁর হাতে ছিল লাল রঙের একটি ব্যাটান বা বলা ভালো লাল রঙের একটি লাঠির টুকরো ছিল।তিনি সেই ব্যাটনটি মাটিতে তিনবার 'ঠুক-ঠুক-ঠুক' করে ঠুকলেন।তারপরেই শুরু হল খেলা।এরপরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এই রীতি নিয়ে।
আরও পড়ুন-কুশল পেরেরার উইকেট নিতেই সুপার কুল সেলিব্রেশন হার্দিকের! জবাব দিতে চাইলেন কাউকে!
প্যারিস গেমসের সব ইভেন্টের শুরুতেই এই ঘটনা ঘটতে দেখা যাচ্ছে।কি এই রীতি? কিভাবেই বা শুরু হল? কেনই বা মাটিতে তিনবার 'ঠুক-ঠুক-ঠুক' করা হচ্ছে ? লাল ব্যাটনটিরও বা কি অর্থ? আসুন সমস্ত কিছু জেনে নেওয়ার চেষ্টা করা যাক। কোন বর্তমান বা প্রাক্তন তারকা অথবা দর্শকদের মধ্যে থেকেও মাঝে মাঝে কেউ চলতি প্যারিস অলিম্পিক গেমসের কোন ইভেন্ট শুরুর আগে এই রীতি মেনে লাল ব্যাটনটি ব্যবহার করে তিনবার ঢুকে ইভেন্ট শুরুর কথা জানাচ্ছেন। ২০২৪ প্যারিস অলিম্পিক গেমসের আয়োজক কমিটির প্রেসিডেন্ট টনি এস্তানগুয়েত জানিয়েছেন গেমস শুরুর আগেই তারা এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন।
আরও পড়ুন-পরের বছরেও ভারতে বড় টুর্নামেন্ট! ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে না গেলে, আসবে তো পাকিস্তান?
লাল ব্যাটনটির অর্থ হল ' এ বিগ্রেডিয়ার '। ফরাসি থিয়েটারের ওপেনিং পারফরম্যান্স থেকে অনুপ্রাণিত হয়েছে এই রীতি। যেখানে তিনবার এই রকম ব্যাটন ঠুকে থিয়েটার শুরুর কথা বলা হয়। তিনবার ঠোকা হয় কারণ দর্শকদের সতর্ক করে দেওয়া যে এবার শুরু হবে অনুষ্ঠান। তারা যেন আওয়াজ না করে মনোযোগ দিয়ে দেখেন। জানা যায় এই তিনবার মাটিতে ঠোকার যে বিষয়টি তা ১৭ শতকে শুরু হয়েছিল ফ্রান্সে। যদিও এর সঠিক কোন ব্যাখ্যা নেই কোথাও। প্রসঙ্গত এদিন রমিতা জিন্দাল তাঁর ইভেন্টে থেকে ভারতকে পদক এনে দিতে পারেননি। তিনি শেষ করেছেন সপ্তম স্থানে। ফলে আপাতত প্যারিস গেমস থেকে ভারতের দ্বিতীয় পদকের অপেক্ষা দীর্ঘায়িত হয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।