বাংলা নিউজ > ময়দান > অলিম্পিক্স > অভিনব সম্মান পিআর শ্রীজেশকে! তাঁর জার্সি অবসরে পাঠানোর সিদ্ধান্ত, হচ্ছেন জুনিয়র দলের কোচও…

অভিনব সম্মান পিআর শ্রীজেশকে! তাঁর জার্সি অবসরে পাঠানোর সিদ্ধান্ত, হচ্ছেন জুনিয়র দলের কোচও…

পিআর শ্রীজেশ। ছবি- এএফপি (AFP)

পিআর শ্রীজেশের খেলা ১৬ নম্বর জার্সি চলে যাচ্ছে অবসরে। ফলে আগামী দিনে ওই জার্সি পড়ে আর কেউ জাতীয় দলের হয়ে মাঠে নামবেন না। হকি ইন্ডিয়া তাঁকে অভিনব সম্মানে মুড়ে ফেলল। একই সঙ্গে পিআর শ্রীজেশকে আনা হল নতুন দায়িত্ব। ভারতের জুনিয়র হকি দলের কোচ করা হল তাঁকে।

ভারতীয় হকি দল সদ্য প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জিতেছে। সেখানে দলের সাফল্যের পিছনে মুখ্য ভূমিকা নিয়েছেন গোলরক্ষক পিআর শ্রীজেশ। অবশ্য এক্ষেত্রে তাঁর একার খ্যাতিও দেওয়া উচিত নয়। কারণ প্রতি ম্যাচেই দলের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন অধিনায়ক হরমনপ্রীত সিং। প্রায় প্রতি ম্যাচেই করেছেন গোল, সে ভারত হারুক বা জিতুক। পেনাল্টি শট নেওয়া হোক বা টাইব্রেকার, হরমনপ্রীত নজর কেড়েছেন সব সময়। ভারতীয় দল যখন স্পেনকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতল তখনও ভারত অধিনায়কের এক কাজ মনে ধরেছিল সকলের। তিনি কাঁধের ওপর প্রথম তুলে নেন ভারতের বর্ষিয়ান গোলরক্ষক পিআর শ্রীজেশকে, এরপর শ্রীজেশ উঠে পড়েন গোলপোস্টের ওপরে। এবার সেই গোলরক্ষককেই অভিনব সম্মান জানাল ভারতীয় হকি সংস্থা।

 

বিশ্বফুটবল বা বিশ্বক্রিকেটে হামেশাই দেখা যায় কোনও দেশ বা কোনও ক্লাবের হয়ে দীর্ঘদিন সার্ভিস দেওয়ার পর সেই খেলোয়াড়কে সম্মান জানিয়ে তাঁর জার্সি অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এক্ষেত্রে ভারতীয় হকি দলের গোলরক্ষক পিআর শ্রীজেশকেও একই ঢংয়ে সম্মানিত করা হচ্ছে। তাঁর খেলা ১৬ নম্বর জার্সি চলে যাচ্ছে অবসরে। ফলে আগামী দিনে ওই জার্সি পড়ে আর কেউ জাতীয় দলের হয়ে মাঠে নামবেন না। অলিম্পিক্সে স্পেনের বিরুদ্ধে ম্যাচে একের পর এক সেভ করে গেছিলেন। আগেই জানিয়েছিলেন এটাই জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ, আর সেখানেই নিজের জাত চিনিয়েছিলেন। এবার পাল্টা হকি ইন্ডিয়াও তাঁকে অভিনব সম্মানে মুড়ে ফেলল। 

 

একই সঙ্গে পিআর শ্রীজেশকে আনা হল নতুন দায়িত্ব। ভারতের জুনিয়র হকি দলের কোচ করা হল তাঁকে। ১৮ বছরের বর্ণময় কেরিয়ারের সমাপ্তিতে খুব বেশিদিন খেলা থেকে দূরে থাকতে হল না তাঁকে। আগেই শ্রীজেশ তাঁর রোল মডেল রাহুল দ্রাবিড়কে অনুসরণ করে কোচ হতে চান বলে জানিয়েছিলেন। তবে জানিয়েছিলেন স্ত্রী এবং পরিবারের সঙ্গে কথা বলেই এই নিয়ে সিদ্ধান্ত নেবেন।কারণ এখন পরিবারের সঙ্গেও তাঁর সময় দেওয়া জরুরি। শেষ পর্যন্ত পরিবারের হোম মিনিস্টার অর্থাৎ স্ত্রীর সঙ্গে কথা বলার পরই জুনিয়র দলের কোচ হতে রাজি হয়ে গেলেন শ্রীজেশ

 

শ্রীজেশ বলেছিলেন,  ‘আমি চাই রাহুল দ্রাবিড়ের মতোই জুনিয়র দলের কোচ হয়ে কাজ করতে, যাতে অনেক খেলোয়াড়কে সিনিয়র দলে পাঠাতে পারি এবং সাপ্লাই লাইন গড়ে তুলতে পারি ’। উল্লেখ্য তাঁকে সম্মান জানিয়ে দুটি অলিম্পিক্স পদকের মালিক নীরজ চোপড়াও বলেছিলেন, যাতে প্যারিসের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকাবাহকের দায়িত্ব দেওয়া হয় শ্রীজেশকেই। 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মঙ্গলে ১০ জেলায় সতর্কতা জারি, বুধে ৭টিতে ভারী বৃষ্টি, পরেও কোথায় কোথায় চলবে? iPhone 16-র উন্মোচন করল Apple! রয়েছে AI ‘পাওয়ার’, ভারতে কত দাম? কবে পাওয়া যাবে? এখনই নেতা বদলাতে চান না কার্স্টেনরা, বাবরদের সময় দেওয়ার পক্ষে মত দুই পাক কোচের RR-এর প্রতি দায়বদ্ধতা থেকেই বাকি IPL দলগুলির ব্ল্যাঙ্ক চেক অফার ফেরান দ্রাবিড়! ‘জাস্টিস চাইছিস! কোন সরকার হাজার টাকা করে দেয়! তৃণমূল যদি…’প্রতিবাদকারীদের হুমকি ইংল্যান্ডের ওপেনার একা করলেন ১৫০, আইরিশরা অল-আউট ৪৫ রানে, রেকর্ড জয় ব্রিটিশদের কলকাতার CP 'আমার কাছে নিজে এসেছেন অনেকবার পদত্যাগের জন্য', দাবি মমতার আড্ডা নয় আন্দোলন! চায়ের কাপ সরিয়ে প্রতিবাদের মোমবাতি জ্বলল কফি হাউসে ছবিতে কাজ দেওয়ার আছিলায় মডেলের সঙ্গে সহবাস! নয়া অভিযোগে বিদ্ধ জয়জিৎ, দিলেন সাফাই ১৮ ঘণ্টার মধ্যে দাবিপূরণ করুন, তবেই কর্মবিরতি তোলার কথা ভাবব, ডেডলাইন ডাক্তারদের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.