বাংলা নিউজ > ময়দান > অলিম্পিক্স > IOC-র সঙ্গে আলোচনা করে যুব অলিম্পিক গেমসেও ক্রিকেটকে অন্তর্ভুক্ত করতে উদ্যোগী ICC

IOC-র সঙ্গে আলোচনা করে যুব অলিম্পিক গেমসেও ক্রিকেটকে অন্তর্ভুক্ত করতে উদ্যোগী ICC

যুব অলিম্পিক গেমসেও ক্রিকেটকে অন্তর্ভুক্ত করতে চায় ICC (ছবি:এপি)

Youth Olympics 2030: ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসের হাত ধরে অলিম্পিক্সে ফিরতে চলেছে ক্রিকেট। তবে এখানেই থেমে থাকতে চাইছে না আইসিসি। তারা পরিকল্পনা করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গে আলোচনাতে বসার। সেই আলোচনাতে বসে এবার তারা যুব অলিম্পিক গেমসেও ক্রিকেটকে অন্তর্ভুক্ত করতে চাইছেন।

শুভব্রত মুখার্জি:- ক্রিকেটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে উদ্যোগী বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। ইতিমধ্যেই বিভিন্ন বিষয়ে উদ্যোগ নিয়েছেন তারা। তাদের সেই উদ্যোগের ফলও তারা পেয়েছেন। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসের হাত ধরে অলিম্পিক্সে ফিরতে চলেছে ক্রিকেট। তা আগে থেকেই সকলের জানা হয়ে গিয়েছে। তবে এখানেই থেমে থাকতে চাইছে না আইসিসি। তারা পরিকল্পনা করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গে আলোচনাতে বসার। সেই আলোচনাতে বসে এবার তারা যুব অলিম্পিক গেমসেও ক্রিকেটকে অন্তর্ভুক্ত করতে চাইছেন। আইওসির সঙ্গে এই বিষয়ে তাদের আলাপ আলোচনা করতে যে কোন অসুবিধা নেই তাও পরিষ্কার করে দিয়েছেন তারা।

আরও পড়ুন… ICC Women's T20 World Cup 2024: ভারত রাজি না হওয়ার পরেই আয়োজক হতে চেয়ে আগ্রহ দেখাল জিম্বাবোয়ে- রিপোর্ট

ভারত সরকার ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে যে তারা ২০৩০ সালের যুব অলিম্পিক গেমস আয়োজন করতে ঝাঁপাবে। এই গেমস তারা আয়োজন করতে চাইছে মুম্বইতে। পাশাপাশি ২০৩৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস এবং প্যারালিম্পিক্সেরও আয়োজন করতে ঝাঁপাবে ভারত। এই পরিস্থিতিকেই কাজে লাগাতে চাইছে আইসিসি। ভারতে ক্রিকেট নিয়ে যে উৎসাহ উদ্দীপনা রয়েছে তা বিশ্বের সামনে তুলে ধরার অন্যতম বড় মঞ্চ এই অলিম্পিক গেমস হতে পারে। তাই এই বিষয়ে অলআউট যেতে চাইছে আইসিসি। একটি ইমেলের মধ্যে দিয়ে বিজয় গোপালান আইসিসির জেনারেল ম্যানেজার ডেভেলপমেন্ট উইলিয়াম গ্লেনরাইটকে এই বিষয়ে মতামত জানান। গ্লেনের এই ভাবনা পছন্দ হয়েছে। তিনি এই ভাবনা নিয়ে কাজ করতে উদ্যোগী বলেই জানান হয়েছে।

আরও পড়ুন… ভিডিয়ো: একেবারে বাবার মতো! রাহুল দ্রাবিড়ের ছেলের বিস্ফোরক ছক্কা দেখে অবাক ক্রিকেট বিশ্ব

এই ইমেলটি পেয়েছেন আইসিসির সিইও জিওফ্রে অ্যালারডাইস, ওয়াসিম খান, ক্লেইরি ফারলং এবং ক্রিস টেটলির কাছে। অর্থাৎ আইসিসির সমস্ত গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার বিষয়টি জানেন। গোপালান তাঁর ইমেলে লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং ২০৩০ যুব অলিম্পিক গেমস, ২০৩৬ গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস এবং প্যারালিম্পিক্সের আয়োজনের কথা বলেছেন। ফলে বিষয়টিকে আইসিসিরও গুরুত্ব দিয়ে দেখা উচিত। লালকেল্লাতে স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর ভাষনেও ২০৩৬ সালের অলিম্পিক গেমস আয়োজনের বিষয়ে ভারতের বিড করার বিষয়টি তুলে ধরেছেন। ওই ইমেলে বলা হয়েছে বিশ্বের সমস্ত গুরুত্বপূর্ণ খেলা যেমন রাগবি সেভেন্সও জায়গা পেয়েছে যুব অলিম্পিক গেমসে। যুব অলিম্পিক গেমসে যদি ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা যায় তাহলে বিভিন্ন দেশের গ্রাসরুট পর্যায়ে ক্রিকেটের সার্বিক উন্নতি করা সম্ভব হবে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন… ভিডিয়ো: অনুশীলনে চোট পেয়ে দম বন্ধ করে পিচের পাশে বসে পড়লেন! অল্পের জন্য রক্ষা পেলেন বাবর আজম

সাধারণত যুব অলিম্পিক গেমসের প্রতিযোগীরা ১৫-১৮ বছর বয়সি হয়ে থাকেন। ফলে এখানে প্রত্যেকটি ক্রিকেট খেলিয়ে দেশকে খেলাতে হবে তাদের অনূর্ধ্ব দলকে। ফলে ক্রিকেটের প্রতি আগ্রহ যেমন বাড়বে তেমন ক্রিকেটের প্রসারেও তা সহায়ক হবে। ইমেলে আরও বলা হয়েছে আইওসির সঙ্গে সম্প্রতি আইসিসির সম্পর্ক খুব ভালো। আইওসি ক্রিকেট ব্র্যান্ডকে মান্যতা দিয়েছে যে তা অলিম্পিক ব্র্যান্ডকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। ফলে অলিম্পিক গেমসে বিশেষ করে যুব অলিম্পিক গেমসে ক্রিকেটকে খেলা হিসেবে অন্তর্ভুক্ত করাটা যে খুব একটা কঠিন কাজ হবে না তা বলা হয়েছে এই ইমেলে।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

দিল্লির বায়ুদূষণ ঠেকাতে ‘‌ক্লাউড সিডিং’‌ প্রয়োজন, দিল্লির সরকারের চিঠি কেন্দ্রকে ইস্টবেঙ্গল-মহমেডানের পয়েন্ট কাটাকাটি! অথচ বৈঠকে ডাকা হল DHFCকে! আজব কাণ্ড IFAতে… কোমরে বাংলায় লেখা বেল্ট, হাতে দুর্গার এমব্রয়ডারি! সপ্তমীতে নজর কাড়লেন শ্রেয়া আলিপুর চিড়িয়াখানায় নতুন আকর্ষণ দক্ষিণ আমেরিকার আলপাকা, উদ্ধার করেছিল BSF অনশনকারীদের দেখতে এলেন রাজ্যের চার চিকিৎসক, দু'জনকে হাসপাতালে ভর্তির পরামর্শ T20 বিশ্বকাপে বাংলাদেশকে উড়িয়ে ১ নম্বরে উইন্ডিজ! ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে হবে বড় ধাক্কা! বর্ডার গাভাসকর সিরিজের প্রথম ম্যাচে ব্যক্তিগত কারণে অনিশ্চিত রোহিত! বর্ডার গাভাসকর ট্রফির আগে দুঃসংবাদ অজিদের! গ্রিনের সার্জারি নিয়ে জল্পনা তুঙ্গে… নবরাত্রির মহাষ্টমীতে হয় মহাগৌরীর আরাধনা, জেনে নিন এই দিনের বিশেষ নৈবেদ্য পরমাণু অস্ত্র বর্জন করতে রাজি করিয়েছিলেন তিন দেশকে... দাবি ট্রাম্পের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.